পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Palli Samaj Question and Answer
পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Palli Samaj Question and Answer

পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Palli Samaj Question and Answer

পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Palli Samaj Question and Answer : পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Palli Samaj Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 8th Bengali Palli Samaj Question and Answer, Suggestion, Notes | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th Eight VIII Bengali Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Palli Samaj Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Palli Samaj Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

রাজ্য (State) পশ্চিমবঙ্গ (West Bengal)
বোর্ড (Board) WBBSE
শ্রেণী (Class) অষ্টম শ্রেণী (WB Class 8)
বিষয় (Subject) অষ্টম শ্রেণীর বাংলা (Class 8 Bengali)
গল্প (Golpo) পল্লীসমাজ (Palli Samaj)
লেখক (Writer) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 8th Bengali Palli Samaj Question and Answer 

MCQ | পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Palli Samaj MCQ Question and Answer :

  1. ‘তুমি অত্যন্ত হীন এবং নীচ।’ – একথা রমেশ বলেছিল – 

(A) বেণীকে 

(B) রমাকে 

(C) আকবরকে 

(D) গোপালকে

Ans: (B) রমাকে।

  1. আকবর লাঠিয়ালের ছেলের নাম – 

(A) গহর 

(B) জহর 

(C) হীরক 

(D) ফজর

Ans: (A) গহর।

  1. ‘রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কী?’ – রমেশের এই প্রশ্নের উত্তরে চাষিরা বলেছিল – 

(A) বেণীর সঙ্গে তারা কোনো বিষয় আলোচনা করতে চায় না, 

(B) ছেলেপুলের হাত ধরে তাদের পথে ভিক্ষে করতে হবে 

(C) একশো বিঘের মাঠ ডুবে গেছে, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, গ্রামের কেউই খেতে পাবে না 

(D) রমা দেবীর কাছে তাদের যাবতীয় আবেদন ব্যর্থ হয়ে গেছে

Ans: (C) একশো বিঘের মাঠ ডুবে গেছে, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে, গ্রামের কেউই খেতে পাবে না।

  1. চণ্ডীমণ্ডপে বসে রমেশ জমিদারির হিসাবপত্র দেখছিল – 

(A) গোপাল 

(B) নেপাল 

(C) অলোক 

(D) পুলক সরকারের কাছে বসে

Ans: (A) গোপাল সরকারের কাছে বসে।

  1. জলার বাঁধ কেটে দিলে বেণীর মতে – 

(A) একশো- দুশো 

(B) দু-তিনশো 

(C) তিন-চারশো 

(D) চার-পাঁচশো টাকার মাছ বেরিয়ে যাবে।

Ans: (B) দু-তিনশো টাকার মাছ বেরিয়ে যাবে।

অতি সংক্ষিপ্ত | পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Palli Samaj VSAQ Question and Answer :

  1. ‘বোধ করি এই কথাই হইতেছিল’ – কোন কথার প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Ans: এখানে ‘এই কথা’ বলতে একশো বিঘার মাঠ ডুবে যাওয়ার কথা বলা হয়েছে।

  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাসের নাম লেখো।

Ans: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি উপন্যাসের নাম, ‘শ্রীকান্ত’ ও ‘দেবদাস’।

  1. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দুটি ছোটো গল্পের নাম লেখো।

Ans: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি ছোটো গল্পের নাম, লালু ও মহেশ।

  1. ‘পারবি নে কেন?’ – উদ্দিষ্ট ব্যাক্তি কোন কাজটি করতে পারবে না?

Ans: বেণী ঘোষাল, লাঠিয়াল আকবরকে মিথ্যা সাক্ষী দেবার কাজ করার জন্য অনুরোধ করছিল।

  1. রমা আকবরকে কোথায় পাহারা দেবার জন্য পাঠিয়েছিল?

Ans: রমা আকবরকে বাঁধ পাহারা দেবার জন্য পাঠিয়েছিল।

  1. গোপাল সরকারের কাছে বসে রমেশ কী করছিল?

Ans: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘পল্লীসমাজ’ পাঠ্যাংশে গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারি হিসাবপত্র দেখছিল।

  1. গ্রামের একমাত্র ভরসা কী ছিল?

Ans: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘পল্লীসমাজ’ পাঠ্যাংশে গ্রামের একমাত্র ভরসা ছিল একশো বিঘার মাঠ।যে মাঠের ধান বৃষ্টির জলে ডুবে গিয়েছিল।

  1. গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল?

Ans: গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসাব দেখছিল।

সংক্ষিত বা ব্যাখ্যাভিত্তিক | পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Palli Samaj Question and Answer :

  1. ‘ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখমুখ উত্তপ্ত হইয়া উঠিল’ – রমেশের এমন অবস্থা হয়েছিল কেন?

Ans: বাঁধ কেটে দিলে চাষিদের জমি বেঁচে যাবে, কিন্তু জমিদারদের দুইশত টাকা ক্ষতি হবে। আর বাঁধ না কাটলে সেক্ষেত্রে একশো বিঘার মাঠের সব ফসল নষ্ট হয়ে যাবে এবং গ্রামের সব কৃষক পরিবারের বার্ষিক রোজগার শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে তারা জমি বন্দক রেখে জমিদার বেণীর কাছ থেকে চড়া সুদে ধার নিতে বাধ্য হবে। চাষিদের বিপদের সময়েও বেণী ঘোষালের এই অনৈতিক স্বার্থচিন্তা শুনে ক্ষোভে, ঘৃণায়, লজ্জায় ও ক্রোধে রমেশের চোখমুখ উত্তপ্ত হয়ে যায়।

  1. ‘রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল’ – রমেশের বিস্ময়ের কারণ কি ছিল?

Ans: বেণী ঘোষাল বাঁধ কাটতে অসম্মত হলে, রমেশ বাঁধের আর এক অংশীদার রমার কাছে আসে এবং বাঁধ কাটাবার অনুমতি প্রার্থনা করে। রমা চাষিদের ক্ষতির দিকটা বিবেচনা করলেও, জলার মাছ নষ্ট হবার আর্থিক ক্ষতি স্বীকারে অসম্মত হয়। রমেশ, রমার থেকে এই অসস্মতি আশা করেনি তাই রমার উত্তরে প্রথমিক ভাবে রমেশ হতবুদ্ধি হয়ে যায়।

  1. ‘রমা বিহ্বল হতবুদ্ধির ন্যায় ফ্যালফ্যাল করিয়ে চাহিয়া রহিল’ – রমার এমন অবস্থা হয়েছিল কেন?

Ans: গ্রামের চাষিদের ফসল রক্ষার তাগিদে রমেশ, রমাকে বাঁধ কাটার অনুমতি চায়। কিন্তু রমা এই আর্থিক ক্ষতি স্বীকার করতে অসম্মত হয়। রমা জানায়, বাঁধ কাটার ফলে তাদের যে আর্থিক ক্ষতি হবে তা যদি রমেশ দিয়ে দেয় সে ক্ষেত্রে রমা বাঁধ কাটার সম্মতি দেবে। রমার এই সিদ্ধান্তে রমেশ অপমানিত হয়, এবং সে জানায় “সংসারে যত পাপ আছে মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি”। রমা এবং রমেশের কথোপকথনের পরিপ্রেক্ষিতে রমা বিহ্বল হতবুদ্ধির ন্যায় ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে।

  1. রমা আকবরকে ডেকে এনেছিল কেন?

Ans: আকবর রমাদের পিরপুরের প্রজা এবং তাদের বিশ্বস্ত লাঠিয়াল। রমেশ জোরপূর্বক বাঁধ কাটতে পারে এই অনুমান করে রমা আকবরকে ডেকে বাঁধ পাহারা দেবার জন্য ডেকে এনেছিল।

  1. ‘মোরা নালিশ করতি পারবো না’ – কে একথা বলেছে? সে নালিশ করতে পারবে না কেন?

Ans: লাঠিয়াল সর্দার আকবর এই কথা বলেছিল।

বাঁধ কাটার সময় বাঁধা দিতে গিয়ে রমেশের হাতে আকবর ও তার দুই ছেলে প্রহত হয় এবং ফিরে আসতে বাধ্য হয়। বেণী ঘোষাল, রমেশকে বিপাকে ফেলার উদ্দেশ্যে আকবরকে পুলিশের কাছে মিথ্যা সাক্ষী দিতে প্রলুব্ধ করে। কিন্তু আকবর তাতে রাজি হয় না।

  1. কুড়িজন কৃষক রমেশের কাছে এসে কেঁদে পড়ল কেন?

Ans: গ্রামের একমাত্র ভরসা একশো বিঘার মাঠ যেখানে সমস্ত চাষিদের কিছু জমি ছিল তা জলে ডুবে গিয়েছিল। জল বার করতে না পারলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র মাঠের দক্ষিণ ধারের ঘোষাল ও মুখুজ্জেদের বাঁধটা কেটে ওই জল বার করা সম্ভব ছিল। কিন্তু ওই বাঁধের গায়ে জলার মতো আছে যাতে মাছ চাষ হয় বলে জমিদার বেণীবাবু বাঁধ কাটতে দিতে রাজি নন। তাঁর কাছে চাষিরা সকাল থেকে প্রার্থনা করেও কোনো ফল পাননি। তাই তারা রমেশের কাছে এসে কেঁদে পড়ল।

  1. রমেশ বেণীর কাছে জল বার করে দেবার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করল কেন?

Ans: দু দিনের টানা বৃষ্টিতে গ্রামের একমাত্র ভরসা একশো বিঘা মাঠে জলে ডুবে গিয়েছিল। জমির জমা জল বার করতে না পারলে জমির সমস্ত ধান পচে যাবে। চাষীরা সারাবছর না খেতে পেয়ে মরবে। আর ওই জমা জল একমাত্র মাঠের দক্ষিণ পাশে থাকা বাঁধ কেটে বার করা সম্ভব। ওই বাঁধটি তিনজনের অধিকারভুক্ত ছিল। রমেশ ভেবেছিল, প্রজার দুরাবস্থার কথা ভেবে রমা নিশ্চয়ই আপত্তি করবে না। আর অপর অংশীদার বেণীবাবু তো রমেশের বড়দা। তাই প্রজাদের চরম ক্ষতির কথা চিন্তা করে রমেশ বেণীবাবুর কাছে বাঁধ কেটে জল বার করতে দেওয়ার অনুরোধ করেছিল।

  1. ‘মানুষ খাঁটি কি না, চেনা যায় শুধু টাকার সম্পর্কে’ – কে, কার সম্পর্কে একথা বলেছিল? সে কেন একথা বলেছিল?

Ans: আলোচ্য উক্তিটি পল্লীসমাজ গল্পের প্রধান চরিত্র রমেশের।

রমেশ এই উক্তি রমার সম্পর্কে করেছিল।

বাঁধ কাটলে গ্রামের চাষিদের ফসল বেঁচে যাবে কিন্তু এর ফলে রমা এবং ঘোষাল পরিবারের আর্থিক ক্ষতি হবে। রমেশের একাধিক অনুরোধের পরেও রমা তা করতে রাজি না হলে রমেশ রমা সম্পর্কে এই উক্তি করেছিল।

  1. বেণী জল বার করতে চায়নি কেন?

Ans: বেণী জল বার করতে চায়নি কারণ-

(i) বাঁধ কেটে জলার ওপর দিয়ে জল বার করতে দিলে জলার মাছ সব বেরিয়ে যাবে। এর ফলে তাদের প্রায় দু-তিনশো টাকার ক্ষতি হবে।

(ii) জল বার করতে না দিলে চাষিদের সমস্ত ধান নষ্ট হয়ে যাবে। তখন চাষিরা বাধ্য হয়ে বেণীবাবুদের কাছে জমি বন্ধক রেখে দেবে এবং ফলস্বরূপ তাদের জমিদারি বাড়বে।

  1. রমা রমেশের অনুরোধে রাজি হয়নি কেন?

Ans: রমেশের অনুরােধে রমা রাজি হয়নি কারণ, জলার জায়গাটি ছিল তাদের তিনজনের অধিকারভুক্ত। বেণী ঘােষাল এ-ব্যাপারে অনুমতি দেননি। তা ছাড়া জল বের করতে দিলে জলাশয়ের মাছ সমস্ত বেরিয়ে যাবে, যার ক্ষতির পরিমাণ বছরে দুশাে টাকা। শুধুমাত্র প্রজাদের উপকারের জন্য এই ক্ষতি সে করতে চায়নি। সর্বোপরি, সম্পত্তি তার নয়, সম্পত্তি তার ভাইয়ের। সে শুধু রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে। সুতরাং, অনুমতি দেওয়ার সে কেউনয়। এই জন্য সে রমেশের অনুরােধে রাজি হয়নি।

[আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in

Bengali]

বিশ্লেষণধর্মী ও রচনাধর্মী | পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Palli Samaj Broad Question and Answer :

1. ‘রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল’- রমেশের বিস্ময়ের কারণ কী ছিল?

Ans: রমেশ প্রজাদের ধান জমি রক্ষার জন্য বাঁধ কেটে জল বের করার ব্যাপারে বেণী ঘােষালের কাছে অনুরােধ করেও ব্যর্থ হয়। রমেশের দৃঢ় বিশ্বাস ছিল, রমা তার সঙ্গে সহমত পােষণ করবেই। তাই সে জলার তৃতীয় শরিক রমার কাছে যাওয়া স্থির করে। সে ভাবে, রমা রাজি হলে একা বেণীর আপত্তিতে কোনাে কাজ হবে না। কিন্তু রমাকে বিষয়টি জানাতেই সে প্রথমে মাছের বন্দোবস্তের কথা জিজ্ঞাসা করে। রমেশ তখন অত জলে মাছের বন্দোবস্ত করা সম্ভব নয় এবং এই সামান্য ক্ষতিটুকুকে মেনে নিতে অনুরােধ জানালে রমা সােজাসুজি জানিয়ে দেয়, অতগুলাে টাকা সে লােকসান করতে পারবে না। রমার এই অপ্রত্যাশিত উত্তরে আর সেই সঙ্গে রমার অমানবিক, স্বার্থপর মনােভাবের পরিচয় পেয়ে সেইসঙ্গে নিজের ভাবনার চরম বৈপরীত্য উপলদ্ধি করে রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল।

2. ‘মানুষ খাঁটি কি না, চেনা যায় শুধু টাকার সম্পর্কে’- কে, কার সম্পর্কে একথা বলেছিল? সে কেন একথা বলেছিল?

Ans: আলােচ্য উক্তিটি রমেশ, রমার সম্পর্কে করেছিল।

 প্রজাদের সমূহ ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য রমেশ প্রথমে বেণী ঘােষালের কাছে যায়। সেখান থেকে প্রত্যাখ্যাত হয়ে হাজির হয় রমার কাছে। তার বিশ্বাস ছিল, রমা অবশ্যই তার সঙ্গে সহমত হয়ে বাঁধ কাটার অনুমতি দেবে। এই ত্যাগ স্বীকারে তাদের হয়তাে কিছুটা ক্ষতি হবে, কিন্তু দরিদ্র প্রজাদের কথা ভেবে এটুকু ক্ষতি রমা নিশ্চয়ই মেনে নেবে। কিন্তু রমাকে অনুরােধ করতে এসে রমার মনের বৈপরীত্যের পরিচয় পায় রমেশ রমেশের কাছে টাকার দাবি করে রমা বলে, প্রজাদের হয়ে সে-ই তাে ক্ষতিপূরণ দিতে পারে। রমার এমন হীন মনের পরিচয় পেয়ে রমেশ বিহ্বল হয়ে পড়ে। রমার সম্পর্কে এতকাল পােষণ করা ধারণা ভেঙে যাওয়ায় রমেশ আলােচ্য উক্তিটি করেছে।

3. ‘নইলে আর ব্যাটাদের ছোটোলোক বলেচে কেন?’ -বক্তা কে? এই উক্তির মধ্যে দিয়ে বক্তার চরিত্রের কী পরিচয় পাও?

Ans: আলােচ্য উক্তিটির বক্তা হলেন বেণী ঘােষাল।

 প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কয়েকটি বিশেষ দিক ফুটে উঠেছে। বক্তা অর্থাৎ, বেণী ঘােষাল মূলত প্রজাপীড়ক জমিদার। তিনি একাধারে জমিদার ও মহাজন। মহাজনী করে তিনি জমিদারির সীমানা বাড়িয়েছেন এবং পরের প্রজন্মের জন্যে কৌশল করে আরও বেশি সম্পদ বাড়ানাের পরিকল্পনা করেছেন। মূলত প্রশ্নোক্ত কথাটির মধ্য দিয়ে বক্তার চরিত্রের লােভী, পরশ্রীকাতর ও নিন্দুক জাতীয় বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে।

4. বেণী, রমা ও রমেশ – চরিত্র তিনটির তুলনামূলক আলোচনা করো। সেইসঙ্গে এই তিনটি চরিত্রের মধ্যে কোন চরিত্রটি তোমার সবথেকে ভালো লেগেছে এবং কেন তা জানাও।

Ans: বেণী , রমা ও রমেশ এই তিনটি চরিত্রই পল্লিসমাজের জমিদারের প্রতিভূ। তবে তিনজনই আলাদা মানসিকতার পরিচয় দেন।

 বেণী: বেণী ঘোষাল তৎকালীন গ্রাম্য লোভী, অরথপিপাসু, কুটিল জমিদার চরিত্রের আদর্শ নিদর্শন। চাষিদের বিপদে সে শুধু নি চেষ্ট থাকে তাই নয়, বরং তাদের বিপদ থেকে নিজে কিভাবে লাভবান হওয়া যায় সেই কুটিল বুদ্ধিও তার রয়েছে। চাষিদের চরম দুর্দশার কথা জেনেও সে শুধু যে বাঁধ কাটতেই অস্বীকার করে তাই নয় বরং গরিব চাষিদের ছোটলোকের বাচ্ছা বলেও অপমান করে। তার মতে চাষিরা দুর্দশাগ্রস্ত হলে তবেই তারা জমিদারের কথা মেনে চলবে এবং জমিদারের কাছে ধার ও ঋণের দায়ে সব সমর্পণ করবে, কারন তারা নির্বোধ ছোটলোক।

 রমা: রমা পরিস্থিতির স্বীকার , ঝগড়াবিমুখ , শান্তিপ্রিয় জমিদারি শরীক। সে একজন নারী, তাই জমিদারিতে তার লিখিত অর্ধেক ভাগ থাকলেও সে নিজেকে তার ছোট ভাইয়ের অবিভাবক মনে করে। ভাইয়ের স্বার্থ রক্ষার জন্য সে নিজের লাভের ভাগ ছাড়তে চায় না, এবং বেনীর সাথে বিবাদও করতে চায় না। তারমধ্যে অভিমানী নারীর দেখা মেলে আবার রমেশের নির্ভীক লড়াই তার চোখে মুগ্ধতার অশ্রু নিয়ে আসে।

 রমেশ: রমেশের চরিত্রটি আমার সব থেকে ভাল লেগেছে. রমেশ একজন জমিদার হওয়া সত্ত্বেও সে গরিব চাষিদের ভরসার পাত্র। সে যেমন দয়ালু তেমন সাহসী। একশো বিঘা জমির ফসল বাঁচানোর জন্য সে বেনী ও রমাকে অনেক অনুরোধ করে, কিন্তু তাতে কাজ না হওয়ায় গাঁয়ের জোরে বাঁধ কেটে ফেলতেও সে পিছপা হয়নি। বেণীর কুটিলতা ও রমার টাকার প্রতি মায়া তাকে রাগিয়ে তোলে। সব মিলিয়ে বলা যায় মানুষের প্রতি করুনা ও দয়া ও অন্যায়ের সাহসের সাথে প্রতিবাদ করার নির্ভীকতার মিশেলে তৈরী রমেশ এক উজ্জ্বল চরিত্রের উদাহরন।

 এই তিনটি চরিত্রের মধ্যে রমেশ চরিত্রটি আমার সবচেয়ে ভালাে লেগেছে। কারণ, তাঁর চরিত্রের মধ্যে মহৎ আদর্শ, সুদৃঢ়তা, সত্যনিষ্ঠা ও বিরাট মানবিকতার আশ্চর্য সমাবেশ লক্ষ করা যায়। তার বলিষ্ঠ বাহু এবং প্রশস্ত বক্ষ বাংলাদেশের জীর্ণ দুর্বল সংস্কারা পল্লিসমাজের সেবায় উৎসর্গীকৃত ছিল। তাই তার চরিত্রটি আমার ভালাে লাগে। 

5. উপন্যাসের নামে পাঠ্যাংশটির নামকরণও ‘পল্লীসমাজ’ রাখা হয়েছে। সেক্ষেত্রে নামকরণটি সুপ্রযুক্ত কিনা সে সম্পর্কে মতামত জানাও।

Ans: নামকরণের মধ্য দিয়ে সাহিত্যের ভাববস্তুর আভাস পাওয়া যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘পল্লীসমাজ’ উপন্যাস থেকে গৃহীত ‘পল্লীসমাজ’ নামক পাঠ্যাংশে তৎকালীন গ্রাম্য সমাজই মুখ্য ভূমিকা পালন করেছে। বেণী, রমা, রমেশ প্রভৃতি চরিত্র মিশিয়ে গদ্যের কাহিনী আবর্তিত হলেও পল্লীসমাজের প্রেক্ষাপটে ও প্রভাবে সবকিছু পরিচালিত হয়েছে। অন্যান্য উপন্যাস বা গল্পে সমাজের ভূমিকা থাকলেও তা প্রাধান্য লাভ করে না। কিন্তু পল্লীসমাজে সমাজই সবকিছু নিয়ন্ত্রণ করছে। উপন্যাসের যে নির্বাচিত অংশ আমাদের পাঠ্যাংশ হিসেবে গৃহীত হয়েছে সেখানেও আমরা স্বল্প পরিসরে গ্রাম্য পরিবেশ, সেখানকার সমস্যা, জমিদারদের আচরণ, রাজনীতি সবকিছুর প্রকাশ দেখতে পাই। তাই আলোচ্য ‘পল্লীসমাজ’ নামকরণটি যথোপযুক্ত ও সার্থক।

6. পল্লীসমাজ পাঠ্যাংশে সামন্ততান্ত্রিক ব্যবস্থার কোনো নিদর্শন পেয়ে থাকলে সে সম্পর্কে আলোচনা করো। এ ধরণের ব্যবস্থার সুফল ও কুফল সম্পর্কে আলোচনা করো।

Ans: ‘পল্লীসমাজ’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজসমালােচনামূলক উপন্যাসগুলির মধ্যে অন্যতম। এই রচনায় সমকালীন বাংলাদেশের ক্ষয়িষ্ণু সামন্ততান্ত্রিক ব্যবস্থার নিদর্শন পাওয়া যায়। হিন্দু সমাজের প্রকৃত আদর্শ ও মনােভাব এবং সমগ্র জীবনযাত্রার একটি নিখুঁত চিত্র এই উপন্যাসে প্রতিফলিত হয়েছে। ‘পল্লীসমাজ’ গদ্যাংশে বেণী ঘােষাল চরিত্রের মধ্যে দিয়ে লেখক দেখিয়েছ, জমিদাররা কীভাবে প্রজাদের সর্বস্বান্ত করতেন এবং কীভাবে তাঁরা তাঁদের জমির পরিধি বাড়াতেন। জমিদার বেণী ঘােষাল চরিত্রের মধ্যেই সামন্ততান্ত্রিক ব্যবস্থার নিদর্শন পাওয়া যায়।

 সামন্ততান্ত্রিক শাসনব্যবস্থার আপত কোনাে সুফল আছে বলে মনে হয় না। একথা ঠিক, প্রজাপীড়ক জমিদারের পাশাপাশি অনেক সময় প্রজাদরদি সামন্তও থাকতেন। তাঁরা প্রজাদের মঙ্গলার্থে নানান হিতকর পরিকল্পনা নিতেন। একই সঙ্গে প্রজাদের সার্বিক স্বার্থরক্ষাই ছিল তাঁর প্রধান কাজ। এমন জমিদারের অধীনে প্রজারা সুখে-শান্তিতে জীবন কাটত।

 সামন্ততান্ত্রিক ব্যবস্থায় কৃষক-সহ সমস্ত প্রজাদের অবস্থা অত্যন্ত খারাপ ছিল। তারা ফসল উৎপন্ন করেও একবেলা পেটপুরে খেতে পারত না। জমিদারের সীমাহীন লােভ, লালসা, বিলাসিতার শিকার হয়ে তাদের সর্বস্ব হারাতে হত। নিজেদের স্বার্থ বজায় রাখতে যে কোনাে প্রজার চরম সর্বনাশ দ্বিধা করত না।

ব্যাকরণ | পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WB Class 8 Bengali Palli Samaj Broad Question and Answer : 

  1. সন্ধি করো :

বৃষ্ + তি = বৃষ্টি 

অতি + অন্ত = অত্যন্ত 

সম্ + ববণ = সংবরণ 

অন্ + আত্মীয় = অনাত্মীয় 

কাঁদ্‌ + না = কান্না

এক + অন্ত = একান্ত 

  1. নীচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো :

নিরুত্তর = নিঃ + উত্তর

নমস্কার = নমঃ + কার 

তারকেশ্বর = তারক + ঈশ্বর

যথার্থ = যথা + অর্থ

প্রত্যাখ্যান =প্রতি + আখ্যান

আশ্চর্য = আ + চর্য

তদবস্থা =তৎ + অবস্থা

  1. নীচে দেওয়া শব্দগুলির দলবিশ্লেষণ করো:

অপরাহ্ন = অ – প – রান্ – হ, [মুক্তদল-অ, প, হ (৩টি), রুদ্ধদল-রান (১টি)]

অকস্মাৎ = অ -কস্ – স্যাৎ, [মুক্তদল –অ (১টি), রুদ্ধদল-কস, স্যাৎ (২ টি)। আহ্বান = আ – হ – বান্[মুক্তদল-আ, হ (২ টি),রুদ্ধদল-বান্ (১টি)]

দক্ষিণ = দক্ – ক্ষিণ, [মুক্তদল- শূন্য (০), রুদ্ধদল- দক, ক্ষিণ (২ টি)]

উচ্ছিষ্ট = উচ্ – ছিষ – ট, [মুক্তদল-ট(১টি), রুদ্ধদল – উচ্, ছিষ (২ টি)]

উত্তপ্ত = উৎ – তপ্ -ত, [মুক্তদল-ত (১টি), রুদ্ধদল-উৎ, তপ (২ টি)]

বিস্ফারিত = বিস্ – ফারিত, [মুক্তদল-ফা, রি, ত (৩টি), রুদ্ধদল-বি (১টি)]

দীর্ঘশ্বাস = দীর – ঘ-স্বাস, [মুক্তদল- ঘ (১টি), রুদ্ধদল—দীর, শ্বাস (২ টি)]

অশ্রুপ্লাবিত = অশ – রু-প্লাবিত [মুক্তদল-রু, বি, ত (৩টি), রুদ্ধদল-অশ, প্লা (২টি)]

হিন্দুস্থানি = [হিন – দুস্ – থা – নি।মুকদল –থা, নি (২ টি), রুদ্ধদল-হিন, দুস্ (২ টি)]

অস্বচ্ছ = অ-স্বচ্- ছ [মুক্তদল-অ, ছ (২ টি), রুদ্ধদল-স্বচ (১টি)]

  1. নীচে দেওয়া ব্যাসবাক্যগুলিকে সমাসবদ্ধ পদে পরিণত করো কোনটি কী ধরনের সমাস তা নির্ণয় করো :

(A) জল ও কাদা = জলকাদা (দ্বন্দ্ব সমাস)।

(B) নয় আহত = অনাহত (নঞ তৎপুরুষ সমাস)।

(C) ত্রি অধিক দশ = ত্রয়োদশ (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)।

(D) বেগের সহিত বর্তমান = সবেগে (সহার্থক বহুব্রীহি সমাস)।

(E) মড়ার জন্য কান্না = মড়াকান্না (নিমিত্ত তৎপুরুষ সমাস)।

(F) চণ্ডী পুজোর জন্য তৈরি যে মণ্ডপ = চণ্ডীমণ্ডপ (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)।

  1. নীচে বাক্যগুলিকে নির্দেশ অনুযায়ী পরিবর্তন করো :

(A) কথাটা রমেশ বুঝিতে পারিল না। (যৌগিক বাক্যে)

Ans: কথাটা রমেশ শুনিল কিন্তু বুঝিতে পারিল না।

(B) এ বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল তখন সন্ধ্যা হয় হয়। (সরল বাক্যে) 

Ans: সন্ধ্যা হয়ে আসার সময় এ বাড়িতে আসিয়া প্রবেশ করিল। 

(C) ওরা যাবে কি? (নির্দেশক বাক্যে) 

Ans: ওরা যাবে কিনা সেটাই জিজ্ঞাস্য।

(D) বেণীর এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দিবারও তাহার প্রবৃত্তি হইল না। (হ্যাঁ বাচক বাক্যে)

Ans: বেণীর এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দেওয়া থেকে সে বিরত রইল। 

(E) তুমি নীচ, অতি ছোটো। (যৌগিক বাক্যে)

Ans: তুমি নীচ এবং অতি ছোটো ।

(F) পথে আর এতটুকু কাদা পাবার জো নেই দিদিমা। (প্রশ্নবোধক বাক্যে )

Ans: পথে কি আর এতটুকু কাদা পাবার জো আছে দিদিমা?

(G) মাসি উপরে ঠাকুরঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানিতে পারেন নাই। (জটিল বাক্যে)

Ans: যেহেতু মাসি উপরে ঠাকুরঘরে আবদ্ধ ছিলেন সেহেতু এ সকলের কিছুই জানিতে পারেন নাই ।

  1. নীচে দেওয়া শব্দদুটিকে দুটি আলাদা আলাদা অর্থে ব্যবহার করে বাক্যরচনা করো :

যাত্রা (গমন) – তোমাদের বিদেশযাত্রা শুভ হোক

যাত্রা (দৃশ্যপটহীন মঞ্চে নাট্যাভিনয়) – গ্রামে শীতকালে যাত্রার আসর বসে ।

বাঁধ (জলপ্রবাহ বন্ধ রাখার জন্য নির্মিত প্রাচীর) – নদীর বাঁধ ভেঙে বন্যা হয়েছে।

বাঁধ (আটকে রাখা) – কথায় বাঁধ দাও নাহলে কপালে দুঃখ আছে।

অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8th Bengali Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

অষ্টম শ্রেণীর বাংলা সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

WB Class 8th All Subjects Suggestion – অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন 

আরোও দেখুন:-

Class 8 Bengali Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 English Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 Geography Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 History Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 Mathematics Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 8 All Subjects Suggestion 2024 Click here

FILE INFO : পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Palli Samaj Question and Answer with FREE PDF Download Link

PDF File Name পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Palli Samaj Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link 1 Click Here To Download
Download Link 2 Click Here To Download

পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অধ্যায় থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন রচনা – Rabindranath Tagore Biography in Bengali]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]

Info : পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অষ্টম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 8 Bengali Suggestion | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Bengali Question and Answer Suggestion 

” পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8th / WB Class 8 / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( অষ্টম শ্রেণীর বাংলা সাজেশন / অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 8 Bengali Suggestion / Class 8 Bengali Palli Samaj Question and Answer / Class 8 Bengali Suggestion / Class 8 Pariksha Bengali Suggestion / Bengali Class 8 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 8 Bengali Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Bengali Suggestion / West Bengal Eight VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Bengali Suggestion / Class 8 Bengali Palli Samaj Question and Answer / Class 8 Bengali Suggestion / Class 8 Pariksha Suggestion / Class 8 Bengali Exam Guide / Class 8 Bengali Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2030 / Class 8 Bengali Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 8 Bengali Suggestion FREE PDF Download) সফল হবে।

পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন ও উত্তর 

পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – প্রশ্ন ও উত্তর | পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় Class 8 Bengali Palli Samaj Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন ও উত্তর।

পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর বাংলা 

পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর | পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় Class 8 Bengali Palli Samaj Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর।

পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা 

পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় Class 8 Bengali Palli Samaj Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি বাংলা | Class 8 Bengali Palli Samaj 

অষ্টম শ্রেণি বাংলা (Class 8 Bengali Palli Samaj) – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – প্রশ্ন ও উত্তর | পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Class 8 Bengali Palli Samaj Suggestion অষ্টম শ্রেণি বাংলা – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন উত্তর।

অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন উত্তর | Class 8 Bengali Palli Samaj Question and Answer Question and Answer, Suggestion 

অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | অষ্টম শ্রেণীর বাংলা সহায়ক – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – প্রশ্ন ও উত্তর । Class 8 Bengali Palli Samaj Question and Answer, Suggestion | Class 8 Bengali Palli Samaj Question and Answer Suggestion | Class 8 Bengali Palli Samaj Question and Answer Notes | West Bengal Class 8th Bengali Question and Answer Suggestion. 

অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Bengali Question and Answer, Suggestion 

অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় । Class 8 Bengali Palli Samaj Question and Answer Suggestion.

WBBSE Class 8th Bengali Palli Samaj Suggestion | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

WBBSE Class 8 Bengali Palli Samaj Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | Class 8 Bengali Palli Samaj Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 8 Bengali Palli Samaj Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর 

Class 8 Bengali Palli Samaj Question and Answer অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 8 Bengali Palli Samaj Question and Answer অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 8 Bengali Palli Samaj Suggestion | অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Class 8 Bengali Palli Samaj Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় MCQ প্রশ্ন ও উত্তর । Class 8 Bengali Palli Samaj Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 8 Bengali Suggestion Download WBBSE Class 8th Bengali short question suggestion . Class 8 Bengali Palli Samaj Suggestion download Class 8th Question Paper Bengali. WB Class 8 Bengali suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 8 Bengali Palli Samaj Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

Class 8 Bengali Palli Samaj Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 8 Bengali Suggestion with 100% Common in the Examination .

Class Eight VIII Bengali Palli Samaj Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Exam 

Class 8 Bengali Palli Samaj Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8 Eight VIII Bengali Suggestion is provided here. Class 8 Bengali Palli Samaj Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Palli Samaj Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” পল্লীসমাজ (গল্প) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় – অষ্টম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 8 Bengali Palli Samaj Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।