ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Bharoter Sompod Question and Answer
ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Bharoter Sompod Question and Answer

ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর

Class 9 Geography Bharoter Sompod Question and Answer

ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Bharoter Sompod Question and Answer : ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Bharoter Sompod Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th Geography Bharoter Sompod Question and Answer, Suggestion, Notes | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine IX Geography Examination – পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Bharoter Sompod Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

 তোমরা যারা ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Bharoter Sompod Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

রাজ্য (State) পশ্চিমবঙ্গ (West Bengal)
বোর্ড (Board) WBBSE
শ্রেণী (Class) নবম শ্রেণী (WB Class 9)
বিষয় (Subject) নবম শ্রেণীর ভূগোল (Class 9 Geography)
সপ্তম অধ্যায় (Chapter 7) ভারতের সম্পদ (Bharoter Sompod)

[নবম শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal WBBSE Class 9th Geography Bharoter Sompod Question and Answer 

MCQ | ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 9 Geography Bharoter Sompod MCQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. শিক্ষা একটি—

(A) অবস্তুগত সম্পদ 

(B) বস্তুগত সম্পদ 

(C) মানবিক সম্পদ 

(D)জৈবিক সম্পদ

Ans: (A) অবস্তুগত সম্পদ

  1. একটি অপ্রচলিত শক্তির উৎস—

(A)খরস্রোতা নদী 

(B) সূর্যালোক 

(C) কয়লা 

(D) খনিজ তেল

Ans: (B) সূর্যালোক

  1. ভারতের ভূতাপ শক্তিকেন্দ্র গড়ে উঠেছে—

(A) ভিজিনজামে 

(B) মণিকরণে 

(C) জালখেড়িতে 

(D) চিকমাগালুরে

Ans: (B) মণিকরণে

  1. ভারতের প্রথম পারমাণবিক শক্তিকেন্দ্র –

(A) ট্রম্বে 

(B) কালপক্কম 

(C) তারাপুর 

(D) শোলাপুর

Ans: (C) তারাপুর

  1. রাজস্থানের একটি পারমাণবিক শক্তিকেন্দ্র হল—

(A) ট্রম্বে 

(B) তারাপুর 

(C) কোটা 

(D) রুদ্রসাগর

Ans: (C) কোটা

  1. অরণ্য একটি—

(A) সাংস্কৃতিক সম্পদ 

(B) প্রাকৃতিক সম্পদ 

(C) মানবিক সম্পদ 

(D) অজৈব সম্পদ

Ans: (B) প্রাকৃতিক সম্পদ

  1. সমুদ্রের মাছ—

(A) স্থায়ী সম্পদ 

(B) পূরণশীল সম্পদ 

(C) সাংস্কৃতিক সম্পদ 

(D) মানবিক সম্পদ

Ans: (B) পূরণশীল সম্পদ

  1. একটি অন্যতম সাংস্কৃতিক সম্পদ হল—

(A) শিক্ষা 

(B) জনসংখ্যা 

(C) জল 

(D) মাটি

Ans: (A) শিক্ষা

  1. তামিলনাড়ুর ‘মুপ্পান্ডল’ একটি বিখ্যাত –

(A) ভূ -তাপ বিদ্যুৎ কেন্দ্র 

(B) সৌরবিদ্যুৎ কেন্দ্র 

(C) বায়ুবিদ্যুৎ কেন্দ্র 

(D) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

Ans: (C) বায়ুবিদ্যুৎ কেন্দ্র।

  1. পরিবেশবান্ধব তাপবিদ্যুৎ কেন্দ্র গড়তে কোন্‌ শ্রেণির কয়লা প্রয়োজন?

(A) পিট 

(B) লিগনাইট 

(C) বিটুমিনাস 

(D) অ্যানথ্রাসাইট 

Ans: (D) অ্যানথ্রাসাইট।

  1. মানবিক সম্পদের উদাহরণ হল-

(A) সূর্যকিরণ 

(B) শ্রমিক 

(C) জল 

(D) মৃত্তিকা

Ans: (B) শ্রমিক।

  1. মানবিক সম্পদের একটি উদাহরণ হল-

(A) সূর্যালোক 

(B) প্রাকৃতিক গ্যাস 

(C) দক্ষতা 

(D) ভূ – তাপ শক্তি 

Ans: (C) দক্ষতা।

  1. NTPC সংস্থাটি –

(A) জলবিদ্যুৎ 

(B) পারমাণবিক বিদ্যুৎ 

(C) তাপবিদ্যুৎ 

(D) সৌরবিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত 

Ans: (C) তাপবিদ্যুৎ উৎপাদনের সঙ্গে যুক্ত।

  1. ক্রায়োলাইট একপ্রকার-

(A) সম্ভাব্য সম্পদ 

(B) দুষ্প্রাপ্য সম্পদ 

(C) চিরাচরিত সম্পদ 

(D) কোনটিই নয়

Ans: (B) দুষ্প্রাপ্য সম্পদ।

  1. লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত-

(A) মণিপুরে 

(B) সিকিমে 

(C) ওড়িশায় 

(D) অরুণাচল প্রদেশে

Ans: (A) মণিপুরে।

  1. ‘জ্ঞানই সকল সম্পদের সৃষ্টিকর্তা’ – এ কথা বলেছেন-

(A) জিমারম্যান 

(B) মিচেল 

(C) মার্শাল 

(D) অ্যাডাম স্মিথ

Ans: (A) জিমারম্যান।

  1. 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল-

(A) চেক প্রজাতন্ত্রে 

(B) রিও ডি জেনিরোতে 

(C) লন্ডনে 

(D) মন্ট্রিলে

Ans: (B) রিও ডি জেনিরোতে।

  1. বায়ুমণ্ডল যে ধরনের সম্পদ, তা হল-

(A) জাতীয় 

(B) ব্যাক্তিগত 

(C) সামাজিক 

(D) সর্বজনীন সম্পদ 

Ans: (D) সর্বজনীন সম্পদ।

  1. গবাদিপশুর সংখ্যার বিচারে ভারতের স্থান –

(A) প্রথম 

(B) দ্বিতীয় 

(C) তৃতীয় 

(D)চতুর্থ

Ans: (A) প্রথম

  1. পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র হল—

(A) মাইথন 

(B) হিরাকুঁদ 

(C) ফারাক্কা 

(D) নেপ্লোর

Ans: (C) ফারাক্কা

[আরোও দেখুন:- Class 9 Geography Suggestion Click here]

অতি সংক্ষিপ্ত | ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 9 Geography Bharoter Sompod VSAQ Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 1]

  1. কোন্ সম্পদকে কালোহীরে বলা হয়?

Ans: কয়লা

  1. উৎপাদন ক্ষমতা বিচারে ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ শক্তি কেন্দ্রটির নাম কি?

Ans: গুজরাটের মুন্দ্রা

  1. ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি?

Ans: রানীগঞ্জ

  1. কোন্ প্রচলিত শক্তি ব্যবহারে পরিবেশ দূষণ প্রায় হয় না?

Ans: জলবিদ্যুৎ

  1. ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্রটির নাম কি?

Ans: তারাপুর

  1. পশ্চিমবঙ্গের কোথায় ভূতাপীয় শক্তি উৎপাদনের সম্ভাবনা আছে?

Ans: বক্রেশ্বরে

  1. সর্বোৎকৃষ্ট লৌহ আকরিকের নাম কি?

Ans: ম্যাগনেটাইট

  1. তরল সোনা কাকে বলে?

Ans: খনিজ তেলকে

  1. সাদা কয়লা কাকে বলে?

Ans: জলবিদ্যুৎকে

  1. ভারতের কোন্‌ যুগে কয়লা সবচেয়ে বেশি পাওয়া যায়?

Ans: গন্ডোয়ানা যুগের

  1. পেট্রোলিয়ামের অপর নাম কী?

Ans: হাইড্রোকার্বন।

  1. অ্যান্টার্কটিকা মহাদেশ কী ধরনের সম্পদ?

Ans: আন্তর্জাতিক সম্পদ।

  1. কয়লাতে কার্বনের পরিমাণ খুব বেশি থাকলে তাকে কী বলে?

Ans: গ্রাফাইট।

  1. পরিবেশের জন্য ক্ষতিকর নয় এরূপ জ্বালানিকে কী বলে?

Ans: সবুজ জ্বালানি।

  1. গুজরাতের ______ একটি বিখ্যাত বায়ু বিদ্যুৎকেন্দ্র গড়ে উঠেছে। (শূন্যস্থান পূরন করো)

Ans: লামডা

  1. স্যাকারিন কয়লার একটি ______ দ্রব্য। (শূন্যস্থান পূরন করো)

Ans: উপজাত

  1. প্রকৃতি, মানুষ ও ______ সম্পদ সৃষ্টির প্রধান তিনটি উপাদান। (শূন্যস্থান পূরন করো)

Ans: সংস্কৃতি

  1. খনিজ তেলে কোন্ উপাদান বেশি পরিমাণে থাকে?

Ans: হাইড্রোকার্বন।

[আরোও দেখুন:- পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নউত্তর Click Here]

সংক্ষিপ্ত | ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 9 Geography Bharoter Sompod SAQ Short Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 2]

  1. কোক কয়লা কি?

Ans: কয়লার মধ্যে থাকা মাটি, অজৈব পদার্থ, শিলাখণ্ড, জল ইত্যাদি বের করে নেওয়ার জন্য কোক চুল্লিতে দেওয়ার পর উন্নতমানের যে কয়লায় রূপান্তরিত হয় তাকেই কোক কয়লা বলে।

  1. কয়লার শ্রেণীবিভাগ কর।

Ans: কার্বনের উপস্থিতির উপর নির্ভর করে কয়লাকে সাধারণত চারটি ভাগে ভাগ করা যায়। যথা – (ক) অ্যানথ্রাসাইট, (খ) বিটুমিনাস, (গ) লিগনাইট ও (ঘ) পিট।

  1. সম্পদ কাকে বলে?

Ans: সম্পদ বিশেষজ্ঞ অধ্যাপক জিমারম্যানের মতে – “সম্পদ বলতে কোন বস্তু বা পদার্থ কে বোঝায় না, বোঝাই ঐ বস্তু বা পদার্থের কার্যকারিতা বা ক্রিয়া প্রণালী, যা মানুষের চাহিদা পূরণ করে”।

  1. প্রচলিত সম্পদ বলতে কী বোঝো?

Ans: প্রকৃতিতে এমন কিছু সম্পদ আছে যাদের পরিমাণ সীমিত, যেগুলি ক্রমাগত ব্যবহারের ফলে শেষ হয়ে যায়, সেগুলিকে প্রচলিত সম্পদ বা গচ্ছিত সম্পদ বা অপুনর্ভব সম্পদ বলে। যেমন – কয়লা, খনিজ তেল ইত্যাদি।

  1. অপ্রচলিত সম্পদ বলতে কী বোঝো?

Ans: প্রকৃতিতে এমন কিছু সম্পদ আছে যাদের পরিমাণ সীমিত নয় এবং ব্যবহারে শেষ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, সেগুলিকেই অপ্রচলিত সম্পদ বা পুনর্ভব সম্পদ প্রবাহমান সম্পদ বলে। যেমন – সৌরশক্তি বায়ুশক্তি সমুদ্র শক্তি ইত্যাদি।

  1. আকরিক লোহার শ্রেণীবিভাগ কর।

Ans: আকরিক লোহা কে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। যথা – (ক) ম্যাগনেটাইট, (খ) হেমাটাইট, (গ) লিমোনাইট ও (ঘ) সিডেরাইট।

  1. কয়লার চারটি উপজাত দ্রব্যের নাম লেখো।

Ans: কয়লা থেকে বিভিন্ন উপজাত দ্রব্য পাওয়া যায়। যেমন – ন্যাপথলিন, পিচ, কোলগ্যাস, আলকাতরা, স্যাকারিন ইত্যাদি।

  1. সাগর সম্রাট ও সাগর বিকাশ কি?

Ans: সাগর সম্রাট ও সাগর বিকাশ হল তৈলকূপ খননকারী ভাসমান প্ল্যাটফর্ম, যার সাহায্যে সমুদ্রগর্ভ থেকে তেল উত্তোলন করা হয়। মুম্বইয়ের 173 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরে প্রায় 2000 বর্গ কিমি অঞ্চলে অবস্থিত বম্বে হাই তৈলখনি থেকে খনিজ তেল উত্তোলনে সাগর সম্রাট ও সাগর বিকাশের বিশেষ ভূমিকা রয়েছে।

  1. কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি উল্লেখ কর।

Ans: কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার জন্য যে বিশেষ গুণ বা শর্তগুলি আবশ্যিক থাকা দরকার। ক) কার্যকারিতা খ) উপযোগিতা গ) মানুষের প্রয়োজনীয়তা ও অভাব মোচন করতে পারে।

  1. জলবিদ্যুৎ শক্তিকে “সাদা কয়লা” বলা হয় কেন?

Ans: কয়লা থেকে যেমন তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়, তেমনি জল থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। কেবল কয়লার রং কালো এবং জল স্বচ্ছ বা বর্ণহীন, তাই কয়লার সঙ্গে তুলনা করে, জলবিদ্যুৎ শক্তিকে “সাদা কয়লা” বলা হয়।

সংক্ষিপ্ত ব্যাখামূলক | ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WB Class 9 Geography Bharoter Sompod Question and Answer :

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 3]

  1. ফ্যান্টম পাইল কি?

Ans: পৃথিবীতে পদার্থের সঞ্চয় নির্দিষ্ট হলেও কার্যকারিতা নির্দিষ্ট নয়। তাই একদিকে সম্পদের ওজন ও আয়তনগত সংকোচন ও অপরদিকে সম্পদের প্রকৃত ক্ষয়ের ক্ষতিপূরণকে ফ্যান্টম পাইল বলে।

ধরা যাক, পূর্ব 1 টন লোহা গলাতে 2 টন কয়লা লাগত, কিন্তু বর্তমানে কয়লা সেখানে 1 টন এরও কম লাগে, অর্থাৎ কয়লার ব্যবহারের কার্যকারিতা বৃদ্ধি পেয়েছে। ফলে এখন 1 টন কয়লা বাস্তবে অদৃশ্য থেকে যাবে। তাই ফ্যান্টম পাইল বাস্তবে না থাকলেও এর কার্যকারিতা রয়েছে।

  1. ‘জ্ঞান হল সম্পদের প্রকৃত জননী’ মিচেল এর ধারণাটি ব্যাখ্যা কর। 

Ans: মানুষের চাহিদা, প্রয়োজনীয়তা, সাংস্কৃতিক স্তর, আর্থসামাজিক অবস্থা ও লক্ষ্যের উপর নির্ভর করে সম্পদ তৈরি ও ব্যবহার হয়ে থাকে। মানুষের শ্রম, বুদ্ধি, দক্ষতা, জ্ঞান, সামর্থ্য ও গবেষণা সম্পদের কার্যকারিতা বৃদ্ধি করে। মানুষের শ্রম, দক্ষতা, জ্ঞান যে কোন বস্তুকে সম্পদের পরিণত করে, স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী ব্যবহারের উপায়কেও সুনিশ্চিত করতে পারে। একারণেই মিচেল, জ্ঞানকে সম্পদের প্রকৃত জননী হিসেবে ব্যাখ্যা করেছেন।

  1. তাপ বিদ্যুৎ শক্তির দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখ।

Ans: তাপ বিদ্যুৎ শক্তির সুবিধা :

তাপ বিদ্যুৎ শক্তির প্রধান দুটি সুবিধা হলো –

প্রথমত, তাপ বিদ্যুৎ শক্তি কেন্দ্র স্থাপনের প্রাথমিক ব্যয় অনেক কম হয়।

দ্বিতীয়ত, কয়লা বা খনিজ তেল উত্তোলন অঞ্চল থেকে যেকোনো দূরত্বে তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব।

তাপ বিদ্যুৎ শক্তির অসুবিধা :

তাপ বিদ্যুৎ শক্তির প্রধান দুটি অসুবিধা হলো –

প্রথমত, তাপ বিদ্যুৎ শক্তি কেন্দ্র স্থাপনের প্রাথমিক ব্যয় কম হলেও এর পৌনপৌনিক ব্যয় অনেক বেশি।

দ্বিতীয়ত, এই তাপ বিদ্যুৎ শক্তি পরিবেশ বান্ধব শক্তি নয় অর্থাৎ এর ফলে পরিবেশ দূষণ হয়।

  1. ‘তাপবিদ্যুতের তুলনায় জলবিদ্যুৎ পরিবেশমিত্র’ – কারণ ব্যখ্যা কর। 

Ans: তাপবিদ্যুৎ উৎপাদনের প্রধান উপাদান হল কয়লা। কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়, এই পদ্ধতিতে বহুল পরিমাণে পরিবেশের দূষণ ঘটে। কয়লা পোড়ানোর ধোঁয়া, ধূলিকণা, নির্গত কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য বিষাক্ত গ্যাস বাতাসে মিশ্রিত হয়। এছাড়া কয়লার ছাই মিশ্রিত অপরিশোধিত জল জলদূষণ ঘটায়।

অপরদিকে জলবিদ্যুৎ কেন্দ্রে মোটর বা টারবাইন এর সাহায্যে নদীর জলের প্রবল গতিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এক্ষেত্রে বাঁধে নদীর জল সঞ্চয় করে রাখা ছাড়া সেভাবে পরিবেশের কোনোরূপ ক্ষয়ক্ষতি হয় না, তাই তাপবিদ্যুতের তুলনায় জলবিদ্যুৎ পরিবেশমিত্র।

  1. ভারতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা কম কেন?

Ans: ভারতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অন্তরায় হওয়ার জন্য বেশ কিছু কারণ রয়েছে, যথা –

ক) কাঁচামালের অপ্রাচুর্যতা – ভারতে একমাত্র ইউরেনিয়াম পাওয়া যায় যদুগোরায়, ফলে পারমাণবিক শক্তির প্রয়োজনীয় কাঁচামালের অপ্রাচুর্যতা রয়েছে।

খ) বিকল্প শক্তির প্রাধান্য – ভারতে প্রয়োজনীয় বিদ্যুতের চাহিদার প্রায় 80% মিটে যায়, জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ থেকে। ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা তুলনামূলক কম।

গ) উন্নত প্রযুক্তিজনিত সমস্যা – পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও নিরাপদ ব্যবহারের জন্য আধুনিক প্রযুক্তির অভাব রয়েছে।

  1. জলবিদ্যুৎ শক্তির দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখ।

Ans: জলবিদ্যুৎ শক্তির সুবিধা :

জলবিদ্যুৎ শক্তির প্রধান দুটি সুবিধা হলো –

প্রথমত, পৃথিবীতে জলের ভাণ্ডার অফুরন্ত আর জলবিদ্যুৎ শক্তি যেকোনো খরস্রোতা নদীতে উৎপন্ন করা সম্ভব।

দ্বিতীয়ত, জলবিদ্যুৎ শক্তির উৎপাদন ব্যয় অনেক কম এবং এই শক্তি পরিবেশবান্ধব শক্তি।

জলবিদ্যুৎ শক্তির অসুবিধা :

জলবিদ্যুৎ শক্তির প্রধান দুটি অসুবিধা হলো –

প্রথমত, জলবিদ্যুৎ শক্তির প্রধান অসুবিধা হলো এই শক্তি সঞ্চয় করে রাখা যায় না।

দ্বিতীয়ত, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নদীতে বাঁধ বা জলাধার নির্মাণ করার প্রয়োজন হয়, যার ফলস্বরূপ বিস্তীর্ণ অঞ্চলে বনভূমি ধ্বংস হয় এবং জীব-বৈচিত্র বিনাশ ঘটে।

  1. পারমাণবিক শক্তির দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো।

Ans: পারমাণবিক শক্তির সুবিধা :

পারমাণবিক শক্তি প্রধান দুটি সুবিধা হলো –

প্রথমত, পারমাণবিক শক্তিতে খুব সামান্য পরিমাণ কাঁচা মাল ব্যবহার করে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা যায়।

দ্বিতীয়ত, কাঁচামাল কম লাগে বলে বিভিন্ন উন্নত প্রযুক্তি ও কাঁচামালের যোগান থাকলেও যে কোন স্তানে পারমাণবিক শক্তি কেন্দ্র স্থাপন করা যায়।

পরমাণু শক্তির অসুবিধা :

পারমাণবিক শক্তির প্রধান দুটি অসুবিধা হলো –

প্রথমত, পারমাণবিক শক্তি উৎপাদনের সময় যে তেজস্ক্রিয় শক্তি নির্গত হয় তা মানুষের ক্যান্সারসহ বিভিন্ন রোগের উৎস।

দ্বিতীয়ত, এই পারমাণবিক শক্তি থেকে পারমানবিক বোমা তৈরি করে মানুষ সহ পরিবেশকে ব্যাপক ক্ষতি করতে পারে।

  1. সৌর শক্তির ব্যবহার লেখ।

Ans: সূর্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে সৌরশক্তি বলে। পৃথিবীতে যত শক্তি আছে তা সূর্য কিরন ব্যবহার করেই তৈরি হয়েছে। জীবাশ্ম জ্বালানি যেমন প্রাকৃতিক গ্যাস, কয়লা, তেল ইত্যাদি আসলে বহু দিনের সঞ্চিত সৌরশক্তি।

সৌরশক্তির ব্যবহার :

প্রথমত, লেন্সের সাহায্যে সূর্যের আলোকে অভিসারী করে আগুন লাগানো যায় ।

দ্বিতীয়ত, সূর্যের আলোকে ধাতব পাতের সাহায্যে প্রতিফলিত করে সৌরচুল্লীতে রান্না করা যায় ।

তৃতীয়ত, সোলার প্যানেলের সাহায্যে সৌরশক্তিকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ তৈরি করা হয়।

চতুর্থত, জল গরম করা বা শীতপ্রধান দেশে বাড়িঘর গরম রাখার জন্য সৌর শক্তি ব্যবহার করা হয়।

রচনাধর্মী বা বিশ্লেষণধর্মী | ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল বড় প্রশ্ন ও উত্তর | WB Class 9 Geography Bharoter Sompod Question and Answer : 

[প্রতিটি প্রশ্নের প্রশ্নমান 5]

1. ভারতে কয়লা উত্তলনের সমস্যাগুলি কি কি? 

Ans: ভারতে কয়লা উত্তলনের সমস্যাগুলি নিম্নলিখিত:

  • ভারতের কয়লা খুব উন্নতমানের নয়। ভারতে গন্ডয়ানা যুগের মধ্যম শ্রেনির বিটুমিনাস কয়লা এবং টারশিয়ারি যুগের নিম্ন শ্রেণির লিগনাইট কয়লা সঞ্চিত রয়েছে।
  • প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থার অভাব রয়েছে। খনি থেকে বাজার বা শিল্পকেন্দ্রে কয়লা পাঠানোর মত প্রয়োজনীয় রেল ওয়াগন সবসময় পাওয়া যায় না।
  • সাধারণ কয়লা থেকে কোক কয়লা বা উপজাত দ্রব্য তৈরির উপযুক্ত ব্যবস্থাপনা নেই।
  • আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির অভাবে খনি থেকে কয়লা উত্তোলন যথেষ্ট কষ্টসাধ্য এবং অনেকক্ষেত্রেই সম্পূর্ণ উত্তোলন সম্ভব হয়না।
  • ভারতের বেশিরভাগ কয়লা অ-কোকিং যা ধাতু নিষ্কাশনের জন্য অনুপযোগী। কয়লায় ছাই-এর পরিমাণ বেশি, প্রায় 20-35%।
  • কয়লার অসম বণ্টন রয়েছে। ভারতে বেশিরভাগ কয়লা সঞ্চিত রয়েছে, দেশের উত্তর পূর্বাংশের রাজ্যগুলিতে। দেশের পশ্চিম ও দক্ষিণাংশে কয়লার পরিমাণ কম বা নেই বললেই চলে, ফলে দেশে নানা স্থানে অসম শিল্পোন্নতি দেখা যায়।
  • কয়লা দহনের ফলে পরিবেশ দূষণ হচ্ছে, ফলে ভারত সরকার কয়লার পরিবরতে অপ্রচলিত শক্তি ব্যবহারে বেশি গুরুত্ব প্রদান কছে, তাই কয়লার চাহিদা হ্রাস পাওয়ায় উত্তোলনও হ্রাস পাচ্ছে।

2. সম্পদ সৃষ্টিতে প্রাকৃতিক ও মানবিক বাধাগুলি উল্লেখ করে, সম্পদ সৃষ্টিতে প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির ভূমিকা বিশ্লেষণ করো। 

Ans: 

সম্পদ সৃষ্টিতে প্রাকৃতিক বাধা – প্রকৃতির আলো, বাতাস, জল, জীবজগত ইত্যাদি উপকরণ সম্পদের সম্ভাব্য আধার হলেও সম্পদ সৃষ্টির ক্ষেত্রে এগুলিই অনেক সময় বাধার সৃষ্টি করে। মরুভূমি, অনুর্বর মৃত্তিকা, বন্যা, খরা, ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলি সম্পদ সৃষ্টিতে প্রতিবন্ধকতা হয়ে ওঠে।

সম্পদ সৃষ্টিতে মানবিক বাধা – মানুষের অজ্ঞতা, নিরক্ষরতা, কুসংস্কার, বুদ্ধিহীনতা ইত্যাদি মানবিক বিষয়গুলি সম্পদ সৃষ্টির ক্ষেত্রে বাধার সৃষ্টি করে।

সম্পদ সৃষ্টিতে প্রকৃতি, মানুষ ও সংস্কৃতির ভূমিকা নিম্নলিখিত

প্রকৃতি – মানুষের হস্তক্ষেপ ব্যতীত পৃথিবীতে সৃষ্ট যেকোন কিছুই প্রকৃতির অন্তর্গত। বিভিন্ন বস্তু বা পদার্থের অফুরন্ত ভাণ্ডার হল এই প্রকৃতি। প্রকৃতি হল সম্পদের ধারক ও বাহক। প্রকৃতিতে দুইধরণের সম্পদ পাওয়া যায়, যথা – পুনর্ভব ও অপুনর্ভব সম্পদ।

মানুষ – মানুষ হল সম্পদ সৃষ্টির দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান। মানুষ তার কর্মদক্ষতা, চিন্তাবুদ্ধি অ জ্ঞানের সাহায্যে প্রকৃতির বিভিন্ন উপাদানগুলিকে সম্পদে পরিণত করে। সম্পদ সৃষ্টিতে মানুষ দ্বৈত ভূমিকা পালন করে, যথা – সম্পদের সৃষ্টিকারী এবং সম্পদের ভোগকারী।

সংস্কৃতি – সম্পদ সৃষ্টির একটি গতিশীল উপাদান হল সংস্কৃতি, অধ্যাপক হ্যামিলটনের মতে বিজ্ঞানচেতনা, সাংস্কৃতিক চিন্তাধারা সম্পদ সৃষ্টিতে সহয়তা করে।

3. কয়লার ব্যবহার গুলি লেখ। ভারতে কয়লার আঞ্চলিক বন্টন উল্লেখ কর।

Ans: কয়লার ব্যবহার :

ভারতে কয়লার ব্যবহার গুলি হল –

প্রথমত, ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানির কাঁচামাল হিসেবে কয়লা ব্যবহার করা হয়।

দ্বিতীয়ত, উৎপাদিত মোট কয়লার 5% লৌহ ইস্পাত শিল্পে আকরিক লোহা গলানোর জন্য ব্যবহার করা হয়।

তৃতীয়ত, কয়লা গৃহস্থলীর জ্বালানীর জন্য ব্যবহার করা হয়।

চতুর্থত, কয়লার উপজাত দ্রব্য পিচ ও আলকাতরা যথাক্রমে রাস্তা নির্মাণ বাড়ি ঘর নির্মাণে ব্যবহৃত উপকরণে প্রলেপ দিতে ব্যবহৃত হয়।

কয়লার আঞ্চলিক বন্টন :

     ভারতে কয়লা উত্তোলক অঞ্চল সমূহকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় যথা – (ক) গন্ডোয়ানা যুগের কয়লা এবং (খ) টারশিয়ারী যুগের কয়লা।

(ক) গন্ডোয়ানা যুগের কয়লা –

     গণ্ডোয়ানা যুগের কয়লা সাধারণত প্রায় 28 থেকে 30 কোটি বছর আগে ভূগর্ভে সৃষ্টি হয়েছিল। ভারতের মোট কয়লা সম্পদের 99% এই গন্ডোয়ানা যুগের কয়লা। আর এই কয়লার বেশিরভাগই বিটুমিনাস জাতীয় হয়। এই গন্ডোয়ানা যুগের কয়লা সাধারণত দামোদর উপত্যকার ঝরিয়া, বোকারো, করনপুরা, গিরিডি, রানীগঞ্জ, আসানসোল প্রভৃতি জায়গায়। তাছাড়া শোন উপত্যকায় ঝিলিমিলি, বিশ্রামপুর, উমারিয়া প্রভৃতি স্থানে পাওয়া যায়। এছাড়াও মহানদী উপত্যকার তালছের ও সম্বল্পুরে এবং গোদাবরী উপত্যকার সিঙ্গারেনি, অঙ্গারগাও প্রভৃতি স্থানে পাওয়া যায়।

(খ) টারশিয়ারী যুগের কয়লা –

     টারশিয়ারী যুগের কয়লা প্রায় ছয় থেকে সাত কোটি বছর আগে হিমালয় পার্বত্য অঞ্চলে গঠিত হয়েছিল। আর নিম্নমানের এই কয়লার বেশিরভাগই লিগনাইট জাতীয়। টার্শিয়ারি যুগের কয়লা উত্তোলন অঞ্চল গুলি হল অসমের মাকুম, জয়পুর। অরুণাচল প্রদেশের নামফুক, নামচিক প্রভৃতি। মেঘালয়ের চেরাপুঞ্জি, মাওলিং। পশ্চিমবঙ্গের দার্জিলিং এর কাছে বাগরাকোট এবং তিনঝরিয়া।

4. খনিজ তেলের গুরুত্ব গুলি লেখ। ভারতের খনিজ তেল উত্তোলন অঞ্চল গুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।

Ans: খনিজ তেলের ব্যবহার :

ভারতের খনিজ তেল বহুবিধ ও কাজে ব্যবহার করা হয়। যেমন –

প্রথমত, এরোপ্লেন মোটর গাড়ি বাস ট্রাক মোটর সাইকেল রেল ইঞ্জিন জাহাজ প্রভৃতিতে খনিজ তেলের ব্যবহার করা হয়।

দ্বিতীয়ত, মেশিন চালানোর জ্বালানি হিসেবে পেট্রোল বা গ্যাসোলিন এবং ডিজেল ব্যবহার করা হয়।

তৃতীয়ত, ভারতে তাপ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ও খনিজ তেলের উপজাত দ্রব্য ফার্নেস অয়েল, হাই স্পিড ডিজেল ওয়েল প্রভৃতি ব্যবহার করা হয়।

চতুর্থত, আধুনিক যুদ্ধ ট্যাংক যুদ্ধজাহাজ সাবমেরিন যুদ্ধ বিমান প্রভৃতি চালানোর জন্য খনিজ তেল অপরিহার্য ।

খনিজ তেল উৎপাদক অঞ্চল :

ভারতের খনিজ তেল উৎপাদক অঞ্চল গুলিকে চারটি প্রধান অঞ্চলে ভাগ করা যায়, যথা –

(ক) Ans:পূর্ব ভারতের তৈলখনি (খ) পশ্চিম ভারতে তৈল খনি (গ) আরব সাগরের দরিয়া অঞ্চলের তৈল খনি (ঘ) দক্ষিণ ভারতে তৈল খনি।

 (ক) Ans:পূর্ব ভারতে তৈল খনি –

     Ans:পূর্ব ভারতের অসমের ডিগবয় নাহারকাটিয়া মুরান টিয়ক প্রভৃতি অঞ্চলে আর অরুণাচল প্রদেশের খারসাং ও নিঙ্গারু অঞ্চলে পাওয়া যায়

(খ) পশ্চিম ভারতে তৈল খনি –

     খনিজ তেল উৎপাদনে পশ্চিম ভারতের গুজরাট রাজ্যটি দ্বিতীয় স্থান অধিকার করেছে। গুজরাটের ভারুচ জেলার আঙ্গুলেশ্বের, দহেজ, কোসাম্বা; সুরাট জেলার ওলপদ; মহেসানা ডিলার কালোল, কাড়ি; আর আমেদাবাদ জিলার ধোলকা ও সানন্দ প্রভৃতি জায়গায় পাওয়া যায়।

(গ) আরব সাগরের দরিয়া অঞ্চলের তৈল খনি –

      আরব সাগরের দরিয়া অঞ্চলে তৈরি খনিটি মুম্বাইয়ের 173 কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আরব সাগরের মহীসোপানে প্রায় 2 হাজার বর্গকিলোমিটার অঞ্চলে বিস্তৃত বোম্বে হাই হলো ভারতের অন্যতম সমুদ্র গর্বের তৈলখনি, যা ভারতের প্রায় 50 শতাংশ খনিজ তেল উৎপাদন করে প্রথম স্থান লাভ করেছে।

(ঘ) দক্ষিণ ভারতের তৈল খনি –

     দক্ষিণ ভারতের কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজোল, লিনগালা; তামিলনাড়ু রাজ্যের ভুবনগিরি, আরিয়াক্কামঙ্গলম প্রভৃতি জায়গায় খনিজ তেল উৎপাদন করা হয়।

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | West Bengal Class 9th Geography Question and Answer / Suggestion / Notes Book

আরোও দেখুন :-

নবম শ্রেণীর ভূগোল সমস্ত অধ্যায়ের প্রশ্নউত্তর Click Here

Class 9 Suggestion 2024 – নবম শ্রেণীর সাজেশন ২০২৪ 

আরোও দেখুন:-

Class 9 Bengali Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 English Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Geography Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 History Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Life Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Mathematics Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 Physical Science Suggestion 2024 Click here

আরোও দেখুন:-

Class 9 All Subjects Suggestion 2024 Click here

ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) থেকে আরোও প্রশ্ন ও উত্তর দেখুন :

Update

[আমাদের Android Mobile App ডাউনলোড করুন Download Now]

[আমাদের YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন Subscribe Now]

Info : ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর

 Class 9 Geography Suggestion | West Bengal WBBSE Class Nine IX (Class 9th) Geography Question and Answer Suggestion 

” ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX / WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Bhugol Shiksha .com এর পক্ষ থেকে নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম শ্রেণীর ভূগোল সাজেশন / নবম শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 9 Geography Suggestion / Class 9 Geography Bharoter Sompod Question and Answer / Class 9 Geography Suggestion / Class 9 Pariksha Geography Suggestion / Geography Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and Answer / Class 9 Geography Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস নবম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 9 Geography Suggestion / West Bengal Nine IX Question and Answer, Suggestion / WBBSE Class 9th Geography Suggestion / Class 9 Geography Bharoter Sompod Question and Answer / Class 9 Geography Bharoter Sompod Suggestion / Class 9 Pariksha Suggestion / Class 9 Geography Bharoter Sompod Exam Guide / Class 9 Geography Bharoter Sompod Suggestion 2023, 2024, 2025, 2026, 2027, 2021, 2020, 2019, 2017, 2016, 2015, 2028, 2029, 2030 / Class 9 Geography Bharoter Sompod Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / Class 9 Geography Bharoter Sompod Suggestion FREE PDF Download) সফল হবে।

ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর 

ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) Class 9 Geography Bharoter Sompod Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর।

ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণীর ভূগোল 

ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) Class 9 Geography Bharoter Sompod Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।

ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভূগোল 

ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) Class 9 Geography Bharoter Sompod Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – নবম শ্রেণি ভূগোল | Class 9 Geography Bharoter Sompod 

নবম শ্রেণি ভূগোল (Class 9 Geography Bharoter Sompod) – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) | Class 9 Geography Bharoter Sompod Suggestion নবম শ্রেণি ভূগোল – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) প্রশ্ন উত্তর।

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | নবম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 9 Geography Bharoter Sompod Question and Answer Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) | পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) | নবম শ্রেণীর ভূগোল সহায়ক – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 9 Geography Bharoter Sompod Question and Answer, Suggestion | Class 9 Geography Bharoter Sompod Question and Answer Suggestion | Class 9 Geography Bharoter Sompod Question and Answer Notes | West Bengal Class 9th Geography Question and Answer Suggestion. 

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Geography Question and Answer, Suggestion 

নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) । Class 9 Geography Bharoter Sompod Question and Answer Suggestion.

WBBSE Class 9th Geography Bharoter Sompod Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) সত্যজিৎ রায়

WBBSE Class 9 Geography Bharoter Sompod Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) | Class 9 Geography Bharoter Sompod Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।

Class 9 Geography Bharoter Sompod Question and Answer Suggestions | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর 

Class 9 Geography Bharoter Sompod Question and Answer নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 9 Geography Bharoter Sompod Question and Answer নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর । 

WB Class 9 Geography Bharoter Sompod Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর 

Class 9 Geography Bharoter Sompod Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Geography Bharoter Sompod Question and Answer Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর।

West Bengal Class 9 Geography Suggestion Download WBBSE Class 9th Geography short question suggestion . Class 9 Geography Bharoter Sompod Suggestion download Class 9th Question Paper Geography. WB Class 9 Geography suggestion and important question and answer. Class 9 Suggestion pdf.পশ্চিমবঙ্গ নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Get the Class 9 Geography Bharoter Sompod Question and Answer Question and Answer by Bhugol Shiksha .com

Class 9 Geography Bharoter Sompod Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 9 Geography Suggestion with 100% Common in the Examination .

Class Nine IX Geography Bharoter Sompod Suggestion | West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Exam 

Class 9 Geography Bharoter Sompod Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of Secondary Education (WBBSE) Class 9 Nine IX Geography Suggestion is provided here. Class 9 Geography Bharoter Sompod Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here. 

FILE INFO : ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Bharoter Sompod Question and Answer with FREE PDF Download Link

PDF File Name ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Bharoter Sompod Question and Answer PDF
Prepared by Experienced Teachers
Price FREE
Download Link 1 Click Here To Download
Download Link 2 Click Here To Download

ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Bharoter Sompod Question and Answer 

  অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভারতের সম্পদ (সপ্তম অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Bharoter Sompod Question and Answer ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই Bhugol Shiksha ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।