Class 8 Science 3rd Unit Test Question | অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান প্রশ্নপত্র
Class 8 Science 3rd Unit Test Question | অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান প্রশ্নপত্র

Class 8 Science 3rd Unit Test Question 2023

অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র ২০২৩

Class 8 Science 3rd Unit Test Question : অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র : Class 8 Science 3rd Unit Test Question | অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিচে দেওয়া হলো। এই WBBSE Class 8 Science 3rd Unit Test Question with Answer, Notes, Suggestion | Class 8 Science 3rd Unit Test Question – অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 8 Science Third Unit Test – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টে বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা Class 8 Science 3rd Unit Test Questionঅষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

West Bengal Class 8 Science 3rd Unit Test Question | WBBSE Class 8th Science Third Unit Test Summative Suggestion | অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র

Class 8 Science 3rd Unit Test Question – WBBSE Class 8th Science 3rd Summative Question Papers এখানে অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বিজ্ঞান বিষয় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন ও উত্তর দেওয়া হল। সেইসাথে একটি নমুনা মডেল প্রশ্নপত্রও দেওয়া হয়েছে।

শ্রেণী (Class) পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণী (West Bengal Class 8th)
পরীক্ষা (Exam) তৃতীয় ইউনিট টেস্ট (Third / 3rd Unit Test Model Questions) 
বিষয় (Subject) বিজ্ঞান (Science)
পূর্ণমান (Marks) ৭০ নম্বর (70 Marks)
সময় (Time) ২ ঘন্টা ৩০ মিনিট (2 Hours 30 Minute)

GROUP-A Physical Science

[A] সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1×5=5

  1. শুষ্ক বরফ তৈরি করা হয়- 

(A) জল থেকে 

(B) বায়ু থেকে 

(C) অক্সিজেন থেকে 

(D) CO2 থেকে 

Ans: (D) CO2 থেকে 

  1. ফসফিন অণুতে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা —– 

(A) 2 টি 

(B) 3 টি 

(C) 4 টি 

(D) 5 টি 

Ans: (B) 3 টি

  1. বায়োডিগ্রেডেবল পলিমারটি হল —–

(A) PVC 

(B) পলিথিন 

(C) সেলুলোজ 

(D) টেরিলিন 

Ans: (C) সেলুলোজ

  1. প্রদত্ত যে বলটি না থাকলে আমরা হাঁটতে পারতাম না– 

(A) ঘর্ষণ বল 

(B) চৌম্বক বল 

(C) তড়িৎ বল 

(D) মহাকর্ষ বল 

Ans: (A) ঘর্ষণ বল 

  1. সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোকরশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান হবে– 

(A) 90 ° 

(B) 60 ° 

(C) 50 ° 

(D) 0 °

Ans: (D) 0 °

  1. একটি টেস্টটিউবে জিংক ও লঘু H2SO4 -এর বিক্রিয়ায় একটি বর্ণহীন গ্যাস উৎপন্ন হল , যা শব্দ – সহ নীল শিখায় জ্বলে উঠে নিভে যায় । গ্যাসটি হল –

(A) O2

(B) H2

(C) N2

(D) CO2

Ans: (B) H2

  1. ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে— 

(A) Fe 

(B) Al 

(C) Na 

(D) Cu 

Ans: (C) Na

[B] সংক্ষিপ্ত উত্তর দাও ( যে – কোনো পাঁচটি ) । 1×5=5

  1. শূন্যস্থান পূরণ করো : পেরিস্কোপে _______ টি সমতল দর্পণ ব্যবহার করা হয় । 

Ans: 2 

  1. আর্কিমিডিসের নীতি লেখো । 

Ans: স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটির কিছু পরিমাণ ওজন হ্রাস পায় বলে মনে হয় , যা নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান । 

  1. ঠিক না ভুল নির্বাচন করে : ননস্টিক বাসনপত্র তৈরিতে ব্যবহৃত পলিমারটি হল টেফলন । 

Ans: ঠিক 

  1. আমি একপ্রকার পারক্সাইড যৌগ যা কোশের DNA অণুর অনেক ক্ষতির কারণ । আমি কে ? 

Ans: হাইড্রোজেন পারঅক্সাইড (H2O2)

  1. তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে ? 

Ans: তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ তরলের গভীরতা , অভিকর্ষজ ত্বরণ এবং তরলের ঘনত্বের ওপর নির্ভর করে । 

  1. শূন্যস্থান পূরণ করো : অধাতুর সঙ্গে CO2 বিক্রিয়া করে অক্সাইড উৎপন্ন করে । 

Ans: আম্লিক 

  1. N2 অণু তৈরি হয় কোন্ বন্ধন দ্বারা ? 

Ans: সমযোজী বন্ধন দ্বারা । 

[C] একটি বা দুটি বাক্যে উত্তর দাও ( যে – কোনো পাঁচটি ) । 2×5 = 10 

  1. বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির কারণ দুটি লেখো । 

Ans: বস্তুর প্রতিবিম্ব সৃষ্টির কারণ দুটি আলোর হলো প্রতিফলন এবং প্রতিসরণ ।

  1. মরীচিকায় সৃষ্ট প্রতিবিম্বের অবস্থার প্রতি মুহূর্তে পরিবর্তন ঘটে কেন ? 

Ans: তাপমাত্রার অনবরত পরিবর্তনের ফলে বায়ুস্তরগুলির ঘনত্ব ও প্রতিসরাঙ্ক সবসময় পরিবর্তিত হয় । ফলে বায়ুস্তরগুলির মধ্যে দিয়ে আসা আলোকরশ্মিগুচ্ছের গতিপথ বরাবর পরিবর্তিত হয় । তাই অসদ প্রতিবিম্বটিরও অনবরত পরিবর্তন হতে থাকে । ফলে দর্শকের মনে হয় , প্রতিবিম্বটি কাঁপছে ।

  1. অন্তধৃতি বলতে কী বোঝায় ? 

Ans: কোনো ধাতুর সাধারণ উষ্ণতায় কোনো গ্যাস শোষণ করার ক্ষমতাকে অন্তধৃতি বলে । যেমন — প্যালাডিয়াম , প্ল্যাটিনাম , লোহা , নিকেল প্রভৃতি ধাতু সাধারণ উষ্ণতায় হাইড্রোজেন গ্যাস শোষণ করে এবং তাপ দিলে আবার ওই সমস্ত গ্যাস ধাতু থেকে বেরিয়ে যায় । 

  1. সাধারণত বাড়ির জল সরবরাহের ট্যাংক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় কেন ? 

Ans: বাড়ির জল সরবরাহের ট্যাংক বাড়ির সবচেয়ে উঁচু স্থানে রাখা হয় , কারণ বাড়ির সমস্ত কলগুলি যেন ট্যাংকের জলতলের চেয়ে কম উচ্চতায় থাকে । ফলে বাড়ির যে – কোনো জায়গার কল খুললে সমোচ্চশীলতা ধর্মের জন্য জল ট্যাংকের জলের উচ্চতায় আসতে চায় ও তীব্রবেগে পড়ে । এতে দৈনন্দিন কাজে সুবিধা হয় ।

  1. ফুলারিন কী ? এটি কোন কাজে ব্যবহার করা যায়?

Ans: ফুলারিন হলো কার্বনের একটি রূপভেদ । এটি ইলেকট্রনিক্স ও চিকিৎসাবিজ্ঞানে ব্যবহার করা যায় ।

  1. আয়নীয় যৌগের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই কেন?

Ans: প্রতিটি আয়নীয় যৌগের কেলাস অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন পরস্পর স্থির তাড়িতিক আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে গঠিত হয় । আয়নীয় যৌগ সুস্থিত ত্রিমাত্রিক আকারবিশিষ্ট কেলাস হওয়ায় আয়নীয় যৌগের ক্ষেত্রে বিচ্ছিন্ন অণুর অস্তিত্ব নেই ।

[D]  নীচের প্রশ্নগুলির উত্তর লেখো ( যে – কোনো পাঁচটি ) । 3×5 = 15

  1. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে ? এর দুটি শর্ত লেখো । 

Ans: ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদতলে মাধ্যম দুটির সংকট কোণ অপেক্ষা বেশি কোণে আপতিত হলে আপতিত আলোকরশ্মির প্রায় সবটুকু অংশই বিভেদতল থেকে প্রতিফলিত হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে । আলোর এই ঘটনাকেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হয় ।

অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত হলো- ১. আলোকরশ্মি সর্বদা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে এসে দুই মাধ্যমের বিভেদতলে আপতিত হতে হবে । ২. নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে ঘন মাধ্যমে আপতন কোণের মান মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে । 

  1. ক্যাটায়ন ও অ্যানায়ন কাকে বলে ? উদাহরণ দাও । Ans: ধনাত্মক আধানযুক্ত পরমাণুসমূহকে ক্যাটায়ন বলে । যেমন- H + ঋণাত্মক আধানযুক্ত পরমাণু সমূহকে অ্যানায়ন বলে । যেমন- OH-
  2. অভিকর্ষ কাকে বলে ? অভিকর্ষজ ত্বরণ কাকে বলে ? এর মান কত ? 

Ans: অভিকর্ষঃ পৃথিবী তার কেন্দ্রাভিমুখে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বা অভিকর্ষ বল বা মাধ্যাকর্ষণ বল বা Gravity বলে । অভিকর্ষজ ত্বরণঃ অভিকর্ষ বলের টানে কোনো বস্তু বিনা বাধায় নিচের দিকে নামতে থাকলে বস্তুটির বেগ নির্দিষ্ট হারে বাড়তে থাকে । বেগের এই বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলা হয় ।

  1. হিরে ও গ্রাফাইটের তিনটি পার্থক্য লেখো । 

Ans: 

হিরে গ্রাফাইট
1 হীরা একটি কঠিন , স্বচ্ছ ও উজ্জ্বল পদার্থ । গ্রাফাইট একটি নরম , ধূসর – কালো পদার্থ ।
2 এটি তাপ ও তড়িতের কুপরিবাহী। গ্রাফাইটের এটি তাপ ও তড়িৎ এর সুপরিবাহী ।
3 হিরে হীরা মূলত অলঙ্কার এবং শিল্পকর্মে ব্যবহৃত হয় । গ্রাফাইট সাধারণত লেখার জন্য ব্যবহৃত হয় ।
  1. কার্বনের রূপভেদগুলি লেখো । 

Ans: কার্বনের বিভিন্ন রূপভেদগুলোকে প্রধানত দু’শ্রেণিতে বিভক্ত করা যায় । যথা : ১. নিয়তাকার : প্রধানত দু’প্রকার । যথা : হীরক ও গ্রাফাইট । ২. অনিয়তাকার : প্রধানত তিন প্রকার । যথা : চারকোল বা অঙ্গার , ভূসা কয়লা এবং কোল ।

  1. বিশ্ব উষ্ণায়ন কী ? এর ফলে কী কী সমস্যা সৃষ্টি হয় ?

Ans: পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিকে বলে বিশ্ব উষ্ণায়ন । জলীয় বাষ্প , CFC , ক্লোরিন পরমানু ইত্যাদি প্রাকৃতিক সৌরপর্দা ওজোনস্তরের ক্ষয় করে ফলে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে । এর ফলে সুমেরু অঞ্চলের বরফ গলছে আর সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে । বহু দেশ , দ্বীপ জলের তলায় হারিয়ে যাচ্ছে ।

  1. ঘর্ষণ বলের তিনটি বৈশিষ্ট্য লেখো । 

Ans: ঘর্ষণ বলের বৈশিষ্ট্য : 1. ঘর্ষণবল সবসময় গতির অভিমুখের বিপরীত দিকে ক্রিয়া করে । 2. ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা বল দুটির সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে । 3. ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না । 4. ঘর্ষণ বল স্পর্শ তলের প্রকৃতির উপর নির্ভর করে ।

GROUP-B Life Science

[A] সঠিক উত্তরটি নির্বাচন করো ( যে – কোনো পাঁচটি ) । 1×5 = 5 

  1. মূত্র উৎপাদন নিয়ন্ত্রণ করে— 

(A) থাইরক্সিন 

(B) ইনসুলিন 

(C) ADH 

(D) কোনোটিই নয় 

Ans: (C) ADH 

  1. যে অঙ্গাণুর সক্রিয়তা বৃদ্ধি পেলে ক্যানসার হওয়ার সম্ভাবনা দেখা যায় সেটি হল কী 

(A) মাইটোকনড্রিয়া 

(B) গলগি বস্তু 

(C) রাইবোজোম 

(D) লাইসোজোম 

Ans: (D) লাইসোজোম

  1. চাপড়ামারি হল একটি— 

(A) ন্যাশনাল পার্ক 

(B) অভয়ারণ্য 

(C) সংরক্ষিত বন 

(D) বায়োস্ফিয়ার রিজার্ভ 

Ans: (B) অভয়ারণ্য 

  1. কাটা আম , লেবু , বাঁধাকপি , পেঁয়াজ – এ ভিনিগার যোগ করাকে – বলে – 

(A) সল্টিং 

(B) ক্যানিং 

(C) পিকলিং 

(D) প্যাকেজিং 

Ans: (C) পিকলিং 

  1. স্লিপিং সিকনেস— 

(A) ব্যাকটেরিয়া 

(B) ভাইরাস 

(C) ছত্রাক 

(D) আদ্যপ্রাণী ঘটিত রোগ 

Ans: (D) আদ্যপ্রাণী ঘটিত রোগ

  1. অগ্ন্যাশয় গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন হল– 

(A) ইনসুলিন 

(B) ADH 

(C) অ্যাড্রিনালিন 

(D) STH 

Ans: (A) ইনসুলিন 

  1. বহুবর্ষজীবী বীরুৎ জাতীয় গাছের উদাহরণ হল— 

(A) এলাচ 

(B) বেল 

(C) নয়নতারা 

(D) সবগুলিই 

Ans: (A) এলাচ

[B] সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও । 1×5 = 5

শূন্যস্থান পূরণ করো ( যে – কোনো একটি ) : 

  1. ____-এর রাজ্য পশু হল বাঘরোল । 

Ans: পশ্চিমবঙ্গ 

  1. রাইবোজোম _______ থেকে উৎপত্তি লাভ করে।

Ans: নিউক্লিওলাস

ঠিক বা ভুল লেখো ( যে – কোনো একটি ) : 

  1. শৈবাল নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে । 

Ans: ঠিক 

  1. হিং হল গ্রন্থিকাণ্ড যা মশলা রূপে ব্যবহৃত হয় । 

Ans: ভুল 

বিসদৃশ শব্দটি লেখো : 

কারকিউমিন , অ্যালিসিন , পিপেরাইন , রৌবেসিন । 

Ans: রৌবেসিন

দু – এক কথায় উত্তর দাও ( যে – কোনো দুটি ) : 

  1. আমি কুমেরুতে থাকি , মেরুভালুক আমাকে খেতে পারে না— আমি কে ? 

Ans: পেঙ্গুইন 

  1. কোন্ হরমোন দৌড়ানোর সময় শক্তির জোগান দেয় ? 

Ans: অ্যাড্রিনালিন হরমোন দৌড়ানোর সময় শক্তির জোগান দেয় । 

  1. প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম কী ? 

Ans: প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম পেনিসিলিন

[C] একটি বা দুটি বাক্যে উত্তর দাও ( যে – কোনো পাঁচটি ) ।  2 x 5 = 10 

  1. মাইসেলিয়াম কোথায় দেখা যায় ? দই – এর মধ্যে থাকা ব্যাকটেরিয়াটির নাম কী ?

Ans: মাইসেলিয়াম প্রায়শই মাটির নিচে জন্মায় তবে গাছের গুঁড়ি এবং পচে যাওয়ার মতো অন্যান্য জায়গায়ও বৃদ্ধি পেতে পারে । দই – এর মধ্যে থাকা ব্যাকটেরিয়াটির নাম ল্যাক্টোব্যাসিলাস । 

  1. কোন্ উদ্ভিদে Mass Flowering দেখা যায় ?

Ans: বাঁশ গাছে Mass Flowering দেখা যায় ।

  1. ভেষজ উদ্ভিদ বলতে কী বোঝো ? উদাহরণ দাও। 

Ans: ভেষজ উদ্ভিদ বা ঔষধি উদ্ভিদ হলো এক প্রকার উদ্ভিদ যার যেকোনা অংশ রোগ নিরাময়ে বা উপশমে সক্ষম । যেমনঃ থানকুনি , তুলসী , কালোমেঘ , বাসক , সর্পগন্ধা ইত্যাদি । 

  1. শীতঘুম কী ? 

Ans: শীতকালে কিছু প্রাণীর মধ্যে বিপাকীয় কার্যকলাপ হ্রাস হয়ে যায় এই অবস্থাকে শীতঘুম বলা হয় । যেমন মাছ , উভচর এবং সরীসৃপ । 

  1. অ্যামোনিফিকেশন কী ? 

Ans: যে পদ্ধতিতে মাটিতে বসবাসকারী ব্যাকটিরিয়া নাইট্রোজেন যৌগকে অ্যামোনিয়ায় পরিণত করে তাকে অ্যামোনিফিকেশন বলে ।

  1. কোন্ কোশীয় অঙ্গাণু শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে ? ক্রোমোজোমের মধ্যে কী থাকে ?   

Ans: মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে অংশগ্রহণ করে । ক্রোমোজোমের মধ্যে প্রোটিন এবং ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড ( DNA ) থাকে । 

  1. কাকে রাসায়নিক বার্তাবাহক বলা হয় ? কোন্ হরমোন গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে ? 

Ans: হরমোনকে রাসায়নিক বার্তাবাহক বলা হয় । ইনসুলিন হরমোন গ্লুকোজকে গ্লাইকোজেনে পরিণত করে ।

[D] তিন – চারটি বাক্যে উত্তর দাও ( যে – কোনো পাঁচটি ) । 3×5 = 15 

  1. ত্রিফলা কী ? 

Ans: ত্রিফলা এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ যা আমলকি , হরিতকী ও বহেড়া সমপরিমাণে মিশিয়ে তৈরি করা হয় । এটি জোলাপ হিসেবে কাজ করে , কোষ্ঠকাঠিন্য দূর করে , রক্ত পরিষ্কার করে ও ভিটামিন C থাকায় রোগ প্রতিরোধ করে।

  1. সাগর কুসুমের বৈশিষ্ট্য গুলি কি কি ? এরা কিভাবে স্বীকার ধরে ? 

Ans: সাগর কুসুমের দেহ ফাঁপা ও পাপড়ির মত বহু উপাঙ্গ বা কর্ষিকাযুক্ত । কর্ষিকাগুলির ঠিক মাঝখানে মুখ থাকে ।

  1. এম্পেরার পেঙ্গুইনদের বিস্ময়কর জীবন সম্পর্কে লেখো ।

Ans: পেঙ্গুইনদের মধ্যে এম্পেরার পেঙ্গুইন সবচেয়ে বড় । আন্টার্কটিকার প্রবল ঠান্ডাতে স্ত্রী পেঙ্গুইন একটি মাত্র ডিম পাড়ে । এরপর স্ত্রী পেঙ্গুইন খাবার খুঁজতে চলে যায় এবং পুরুষ এম্পেরার পেঙ্গুইন দুপায়ের সঙ্গে একটি চামড়ার ভাঁজের নিচে ডিমটি রেখে দু মাস ধরে তা দেয় । ডিম ফুটে বাচ্চা বের হলে পুরুষরা প্রথম খাওয়ানোর দায়িত্ব নেয় । এরপর বাবা ও মা দুজনেই দায়িত্ব নেয় । পেঙ্গুইনরা অত্যাধিক ঠান্ডা ( -20 ° C ) ও অন্ধকার পরিবেশে জীবন যাপন করে বলে এদের আন্টার্কটিকার বিস্ময় বলে । 

  1. মিশ্রগ্রন্থি কাকে বলে ? থাইরক্সিনের দুটি কাজ লেখো ।

Ans: যে সমস্ত গ্রন্থি অন্তঃক্ষরা ( হরমোন ক্ষরণকারী অংশ ) এবং বহিঃক্ষরা ( উৎসেচক ক্ষরণকারী অংশ ) উভয় গ্রন্থির সমন্বয়ে গঠিত , তাদের মিশ্র গ্রন্থি বলে । থাইরক্সিন হরমোন শরীরের বিপাকীয় হারের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে । এর প্রাথমিক কাজ হল শক্তি উৎপাদনের জন্য কোষে কার্বোহাইড্রেট , প্রোটিন এবং চর্বিগুলির বিপাককে উদ্দীপিত করা । এটি হজম , মস্তিষ্কের বিকাশ , পেশী নিয়ন্ত্রণ এবং হাড়ের স্বাস্থ্যেও ভূমিকা পালন করে ।

  1. গরম মশলার উপাদানগুলি কী কী ? তবাশির পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে ? 

Ans: গরম মসলার উপাদান গুলি হল লবঙ্গ এলাচ , দারচিনি , গোলমরিচ , জৈত্রী আর জায়ফল । তবাশির পাওয়া যায় বাঁশ গাছ থেকে । 

  1. উদ্ভিদকোশ ও প্রাণী কোশের মধ্যে পার্থক্য লেখো । কোশের মস্তিষ্ক কাকে বলে ? 

Ans: উদ্ভিদ কোষ ও প্রাণী কোশের মধ্যে পার্থক্য

উদ্ভিদকোশ প্রাণীকোশ
1 উদ্ভিদকোশের পুরু প্রাচীর থাকে । প্রাণিকোশের কোষ প্রাচীর নেই ।
2 উদ্ভিদকোশে কোষ গহ্বর বিদ্যমান । প্রাণিকোশে কোষগহ্বর নেই । থাকলেও তা আকারে ছোট ।
3 বিভিন্ন প্রকার প্লাস্টিড থাকে । কোনো ধরনের প্লাস্টিড নেই ।
4 সেন্ট্রোজোম ও সেন্ট্রিওল অনুপস্থিত । সেন্ট্রোজোম ও সেন্ট্রিওল বিদ্যমান ।

নিউক্লিয়াস কোষের যাবতীয় বিপাকীয় ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করায় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় । 

WB Class 8th All Subjects 3rd Unit Test Question and Answer – অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের প্রশ্নপত্র

আরোও দেখুন:-

Class 8 Bengali 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 8 English 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 8 Geography 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 8 History 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 8 Mathematics 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 8 Science 3rd Unit Test Question Click here

Class 8 Suggestion 2023 – অষ্টম শ্রেণীর সাজেশন ২০২৩ 

আরোও দেখুন:-

Class 8 Bengali Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 English Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Geography Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 History Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Mathematics Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 8 Science Suggestion 2023 Click here

Info : Class 8 Science 3rd Unit Test Question  | West Bengal WBBSE Class Eight VIII (Class 8th) Science Question and Answer Third Unit Test Question 

অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর   

” Class 8 Science 3rd Unit Test Question | অষ্টম শ্রেণীর  বিজ্ঞান – প্রশ্ন উত্তর  “ সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অষ্টম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Eight VIII 3rd Unit Test Question / WB Class 8  3rd Unit Test Question / WBBSE  / West Bengal Board of Thirdary Education – WB Class 8 Exam / Class 8 3rd Unit Test Question / Class 8th 3rd Unit Test Question / WB Class VIII 3rd Unit Test Question / Class 8 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Science 3rd Unit Test Question / Class 8 Science Question and Answer / Class VIII Science 3rd Unit Test Question / Class 8 Pariksha Science 3rd Unit Test Question  / Science Class 8 Exam Guide  / Class 8th Science MCQ , Short , Descriptive  Type Question and Answer  / Class 8 Science 3rd Unit Test Question  FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস অষ্টম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Science 3rd Unit Test Question / Class 8 Science Third Unit Test Question / West Bengal Eight VIII Question and Answer, 3rd Unit Test Question / WBBSE Class 8th Science 3rd Unit Test Question / Class 8 Science Question and Answer  / Class VIII Science 3rd Unit Test Question  / Class 8 Pariksha 3rd Unit Test Question  / Class 8 Science Exam Guide  / Class 8 Science 3rd Unit Test Question, 2024, 2025 / Class 8 Science 3rd Unit Test Question  MCQ , Short , Descriptive  Type Question and Answer. / Class 8 Science 3rd Unit Test Question  FREE PDF Download) সফল হবে।

Get the Class 8 Science 3rd Unit Test Question by BhugolShiksha.com

West Bengal Class 8 Science Question and Answer prepared by expert subject teachers. WB Class 8  Science 3rd Unit Test Question with 100% Common in the Examination .

Class 8th Science 3rd Unit Test Syllabus

West Bengal Board of Secondary Education (WBBSE) Class 8th Science Syllabus with all the important chapters and marks distribution. Download the Class 8th Science Syllabus and Question Paper. Questions on the Science exam will come from these chapters. All the chapters are equally important, so read them carefully.

WB Class 8th Science Syllabus Free Download Link Click Here

Class Eight VIII Science 3rd Unit Test Question | West Bengal WBBSE Class 8 Exam 3rd Unit Test Question

Class 8 Science Question and Answer, 3rd Unit Test Question Download PDF: WBBSE Class 8 Eight VIII Science 3rd Unit Test Question  is provided here. Class 8 Science 3rd Unit Test Questions Answers PDF Download Link in Free has been given below.

Class 8 Science 3rd Unit Test Question PDF Download

Class 8 Science 3rd Unit Test Question Question and Answer free pdf download | West Bengal WBBSE Class 8 Science Question and Answer 3rd Unit Test Question  Class 8 Science 3rd Unit Test Question with pdf file free download.

Class 8 Science 3rd Unit Test Question  | West Bengal Class 8th Science Board Model Question Paper and Answer

Class 8 Science 3rd Unit Test Question West Bengal WBBSE Class 8 Science Board Model Question Paper and Answer । Class 8 Science 3rd Unit Test Question Question and Answer. Class 8 Science 3rd Unit Test Question.

West Bengal Class 8  Science 3rd Unit Test Question  Download. WBBSE Class 8th Science short question Third Unit Test Question . Class 8 Science 3rd Unit Test Question download. Class 8th Question Paper  Science. WB Class 8  Science 3rd Unit Test Question and important question and answer. Class 8 3rd Unit Test Question pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর  বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Class 8 Science 3rd Unit Test Question – অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র MCQ প্রশ্ন ও উত্তর

Class 8 Science 3rd Unit Test Question – অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র MCQ প্রশ্ন ও উত্তর | Class 8 Science 3rd Unit Test Question MCQ or Multiple Choice Question and Answer |  অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র MCQ প্রশ্ন উত্তর।

Class 8 Science 3rd Unit Test Question – অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র

Class 8 Science 3rd Unit Test Question – অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 8 Science 3rd Unit Test Question Short Question and Answer |  Class 8 Science 3rd Unit Test Question  – SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

Class 8th Science 3rd Unit Test Question – অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র DTQ বড়ো প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণী বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র 

Class 8th Science 3rd Unit Test Question – অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর | Class 8th Science 3rd Unit Test Question  West Bengal Class 8th Science 3rd Unit Test Question  – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর।

Class 8 3rd Unit Test Science Question | পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণির বিজ্ঞান  তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ইউনিট টেস্টের প্রশ্নপত্র  

Class 8 Science 3rd Unit Test Question | পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণির বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর | Class 8 Science 3rd Unit Test Question – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণির বিজ্ঞান  তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র প্রশ্ন উত্তর। অষ্টম তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বিজ্ঞান সাজেশন । অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বিজ্ঞান সাজেশন।

Class 8 Science 3rd Unit Test Question | West Bengal Class 8 Science Question and Answer, Third Unit Test Question – অষ্টম শ্রেণি বিজ্ঞান তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র

Class 8 Science 3rd Unit Test Question – | Class 8 Science Third Unit Test Question – | পশ্চিমবঙ্গ Class 8 Science 3rd Unit Test Question – | অষ্টম শ্রেণীর বিজ্ঞান সহায়ক প্রশ্ন ও উত্তর । Class 8 Science Question and Answer, 3rd Unit Test Question | Class 8 Science Third Unit Test Question  | Class 8 Science Question and Answer Notes  | West Bengal Class 8th Science Question and Answer 3rd Unit Test Question. Class-8 Science 3rd-Unit-Test Question | Class 8 3rd Unit Test Science Question Paper Class 8 3rd Unit Test Science Suggestion Class 8 Unit Test Science Question Paper Class-8 Science 3rd-Unit-Test Suggestion WBBSE Class 8 Model Question Paper Unit Test Question Paper Science Class VIII Science 3rd Unit Test Question Paper pdf Download Class Eight Science Suggestion Class-8 Science 3rd Unit Test Suggestion Class-8 Science 3rd-Unit-Test Question-2023.

Class 8 Science 3rd Unit Test Question | অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র 

        অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Class 8 Science 3rd Unit Test Question | অষ্টম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।m