
বিষয় – জলবায়ুবিদ্যা (Climatology) থেকে 30 টি ছোট প্রশ্নউত্তর
1 . ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলের উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ ফন বা ফ্যার্ন।
2 . উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ ও শুষ্ক বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ চিনুক।
3 . ‘চিনুক’ শব্দটির অাক্ষরিক অর্থ কি?
উত্তরঃ তুষার-খাদক বা Snow-Eater
4 . পর্বতের চূড়া থেকে নিম্নাভিমুখী শীতল ও ভারী বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ ক্যাটিয়াবেটিক বায়ু।
5 . যুগোশ্লাভিয়াতে স্থানীয় ক্যাটিয়াবেটিক বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ বোরী।
6 . ফ্রান্সে স্থানীয় ক্যাটিয়াবেটিক বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ মিস্ট্রাল।
7 . আলাস্কায় স্থানীয় ক্যাটিয়াবেটিক বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ টাকু।
8 . গ্রীষ্মকালে উত্তর পূর্ব ভারতে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ লু।
9 . ইতালির সিসিলি দ্বীপের ওপর প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
The drug is a pro-hepatitis c virus (hep-c) medication. If you are new http://byoungco.com/ buy stromectol australia to making and flying kites, then you will be happy to know that there are several new manufacturers out there. Priligy ohne rezept bestellen – einfuhren von fotos und video.
También se puede consultar el enlace de la dirección general de salud de españa, a través del enlace siguiente. Our strategy and capabilities provide an attractive path to achieve our goal of accelerating soever product and regulatory approvals, expanding our clinical trial network, and building commercial partnerships. Buy cheap dapoxetine | order online dapoxetine online.
10 . আফ্রিকার গিনি উপকূলে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ হারমাট্টান।
11 . আঁধি কি?
উত্তরঃ গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে সন্ধ্যাবেলা যে উষ্ণ ও শুষ্ক ধূলিঝড় প্রবাহিত হয়, তাকে আঁধি বলে।
12 . Pineapple Express কি?
উত্তরঃ হাওয়াই দ্বীপপুঞ্জ ও উত্তর আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অতিরিক্ত আর্দ্রতা যুক্ত যে বায়ু প্রচুর বৃষ্টিপাত ঘটায় তাকে Pineapple Express বলে।
13 . উত্তর পূর্ব ইতালিতে প্রবাহিত শীতল শুষ্ক স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ বোরা।
উত্তরঃ দক্ষিন ক্যালিফোর্নিয়াতে চিনুক বায়ুপ্রবাহ সান্টা আনা নামে পরিচিত।
15 . পম্পাস তৃণভূমি অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ পাম্পেরো।
16 . খামসিন কি?
উত্তরঃ সাহারা মরুভূমি থেকে মিশরের ওপর প্রবাহিত একপ্রকার উষ্ণ স্থানীয় বায়ু।
17 . সিমুম কি?
উত্তরঃ সাহারা মরুভূমি ও মধ্যপ্রাচ্যে প্রবাহিত তীব্র শুষ্ক ও উষ্ণ স্থানীয় বায়ুকে সিমুম বলে।
18 . দঃ আমেরিকার আন্দিজ পর্বতের পূর্ব ঢালে প্রবাহিত শুষ্ক স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ জোন্ডা।
19 . শীতকালে সার্বিয়াতে প্রবাহিত অতি শীতল স্থানীয় বায়ু কি নামে পরিচিত?
উত্তরঃ কোসাভা।
20 . গ্রিগাল কি?
উত্তরঃ গ্রীস, মাল্টা সহ পশ্চিম ভূ-মধ্য সাগরীয় অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে গ্রিগাল বলে।
উত্তরঃ জাপানের সংকীর্ণ উপত্যকা অঞ্চলে প্রবাহিত উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুকে ইয়ামো (Yamo) বলে।
22 . Tramontane কি?
উত্তরঃ মধ্য ইউরোপের উপত্যকা অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুকে Tramontane বলে।
23 . লেভেচ (Levech) কি?
উত্তরঃ স্পেনে প্রবাহিত উষ্ণ সিরক্কো বায়ু লেভেচ (Levech) নামে পরিচিত।
24 . লেস্টে (Leste) কি?
উত্তরঃ ম্যাদিয়েরা ও মরক্কোতে প্রবাহিত উষ্ণ সিরক্কো বায়ু লেস্টে (Leste) নামে পরিচিত।
25 . ব্রিকফিল্ডার কি?
উত্তরঃ অস্ট্রেলিয়াতে প্রবাহিত উষ্ণ উত্তরে হাওয়াকে ব্রিকফিল্ডার বলে।
26 . Blackroller কি?
উত্তরঃ উত্তর আমেরিকার বিস্তীর্ণ সমভূমি অঞ্চলে প্রবাহিত তীব্র গতিবেগ সম্পন্ন, ধূলিকনা মিশ্রিত, উষ্ণ স্থানীয় বায়ুকে Blackroller বলে।
27 . Shamal কি?
উত্তরঃ পারস্য উপসাগর ও ইরাকের ওপর প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুকে Shamal বলে।
28 . বুরান (Buran) কি?
উত্তরঃ পূর্ব রাশিয়া ও মধ্য সাইবেরিয়াতে প্রবাহিত তীব্র শীতল হাওয়াকে বুরান বলে।
29 . পুর্গা (Purga) কি?
উত্তরঃ রাশিয়ার তুন্দ্রা অঞ্চলে প্রবাহিত বরফশীতল বাতাস কে পুর্গা (Purga) বলে।
30 . পাপাগায়ো কি?
উত্তরঃ পাপাগায়ো উপসাগর ও কোস্টারিকার উত্তর-পশ্চিম উপকূলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে পাপাগায়ো বলে।