নাট্যকার গ্যোটের জীবনী
Goethe Biography in Bengali
নাট্যকার গ্যোটের জীবনী – Goethe Biography in Bengali : জার্মান ভাষার সর্বশ্রেষ্ঠ কবি এবং নাট্যকার গ্যোটে পুরাে নাম জোহান উলফগ্যাংভন গ্যোটে । বিশ্বে তিনি একজন বিশাল জনপ্রিয় প্রতিভা হিসাবে স্বীকৃত ।
জার্মানির সর্বশ্রেষ্ঠ কবি নাট্যকার গ্যেটের একটি সংক্ষিপ্ত জীবনী । নাট্যকার গ্যেটে জীবনী – Goethe Biography in Bengali বা নাট্যকার গ্যেটের আত্মজীবনী বা নাট্যকার গ্যেটে (Goethe Jivani) জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
নাট্যকার গ্যেটে কে ছিলেন – Who is Goethe :
নাট্যকার গ্যোটে (Goethe) ছিলেন একজন জার্মান কবি, ঔপন্যাসিক, নাট্যকার, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, কূটনীতিবিদ ও প্রশাসনিক। নাট্যকার গ্যোটের (Goethe) সাহিত্যকর্মের মধ্যে রয়েছে চারটি উপন্যাস, মহাকাব্য ও গীতিকাব্য, গদ্য ও গদ্যকাব্য, নাটক, স্মৃতিকথা, একটি আত্মজীবনী, সাহিত্যিক ও নন্দনতাত্ত্বিক সমালোচনা এবং উদ্ভিদবিদ্যা, শারীরবিদ্যা ও রং বিষয়ক রচনা।
জার্মানির সর্বশ্রেষ্ঠ কবি নাট্যকার গ্যাটের জীবনী – Goethe Biography in Bengali :
নাম (Name) | ইয়োহান ভল্ফগাং ফন গ্যোটে বা নাট্যকার গ্যোটে (Goethe) |
জন্ম (Birthday) | ২৮ আগস্ট ১৭৪৯ (28th August 1749) |
জন্মস্থান (Birthplace) | ফ্রাঙ্কফুর্ট, রোমান সাম্রাজ্য |
অভিভাবক (Parents)/পিতামাতা | জোহান ক্যাসপার গ্যোটে ও ক্যাথারিন এলিজাবেথ টেক্সটর |
পেশা (Occupation) | কবি ,ঔপন্যাসিক ,নাট্যকার ,চিত্রশিল্পী ,প্রাকৃতিক দার্শনিক ,বিজ্ঞানী ,কূটনীতিবিদ ,প্রশাসনিক |
জাতীয়তা | জার্মান |
শিক্ষা প্রতিষ্ঠান | লিপজিগ বিশ্ববিদ্যালয়
স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয় |
উল্লেখযোগ্য রচনাবলী | ফাউস্ট
ডি লাইডেন ডেস ইউঙেন ভেরটার্স Wilhelm Meister’s Apprenticeship Elective Affinities Prometheus Zur Farbenlehre Italienische Reise West–östlicher Divan |
দাম্পত্য সঙ্গী (Spouse) | ক্রিস্টিয়ানা ভাল্পিয়াস |
সন্তান | অগাস্ট ফন গ্যোটে |
মৃত্যু (Death) | ২২ মার্চ ১৮৩২ (22 March 1832) |
গ্যোটের জন্ম – Goethe Birthday :
গ্যোটে ১৭৪৯ সালের ২৮ শে আগস্ট জার্মানির তখনকার নগররাষ্ট্র ফ্রাঙ্কফুটে জন্মগ্রহণ করেন ।
গ্যোটের পিতামাতা – Goethe Parents :
পিতার নাম জোহান ক্যাসপার গ্যোটে । তিনি ছিলেন একজন আইনজীবী । গ্যোটে রা মােট আট ভাইবোেন ছিলেন । মায়ের নাম ক্যাথারিন এলিজাবেথ টেক্সটর ।
গ্যোটের পরিচয় – Introduction :
‘ ফাউস্ট নামে নাটকটির রচয়িতা হিসাবে সর্বাধিক পরিচিত গ্যোটে বিভিন্ন ধরনের সাহিত্যকর্মের মধ্যে অবাধে বিচরণ করে গেছেন । এবং মূল্যবান অবদান রেখেছেন । উনবিংশ শতাব্দীতে তিনি গীতিকবিতা এবং উপন্যাস লিখেও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে গেছেন । তিনি সাহিত্যকর্মের পাশাপাশি একাধারে একজন কূটনীতিক এবং বিজ্ঞানীও । এর ফলে তিনি জগতের শেষ বহুমুখি প্রতিভা । হিসাবেও সুখ্যাতি লাভ করেন ।
গ্যোটের শিক্ষাজীবন – Goethe Education Life :
গ্যোটে মাত্র ১৬ বছর বয়সে জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আইন পড়ার জন্য । ১৭৭১ সালে তিনি আইনশাস্ত্রে ডিগ্রী লাভ করেন । ১৭৭৫ সাল পর্যন্ত গ্যোটে ফ্রাঙ্কফুটে আইনের পেশা চালিয়ে যান এবং সেইসঙ্গে একটা স্থানীয় সাময়িকীতে তার লেখা প্রকাশ করতে থাকেন ।
গ্যোটের প্রথম উপন্যাস – Goethe First Novel :
১৭৭৪ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘ তরুণ ওয়ারথারের সুখ – দুঃখ ।
গ্যোটে ১৭৭৫ সাল পর্যন্ত জীবনের যথার্থ ও পূর্ণাঙ্গ চিত্র অঙ্কন করেছেন ১৮১১-১৮১৪ এই সময়ের মধ্যে চারখন্ডে প্রকাশিত তার আত্মজীবনী ‘ কবিতা ও সত্যবইগুলােতে ।
ভাইমের ডিউক প্রিন্স কার্ল আগস্ট গ্যেটেকে সাদর আমন্ত্রন জানালেন ভাইমের রাজদরবার অলঙ্কৃত করার জন্য ।
গ্যোটের মন্ত্রী সভায় যোগদান – Goethe Join the cabinet :
শীঘ্রই তিনি কার্ল অগাস্টের বন্ধুত্ব স্বীকার করেন এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক পরামর্শদাতার পদে নিযুক্ত হলেন । এবং ১৭৭৬ সালের মাঝামাঝি তার মন্ত্রীসভায় যােগদান করেন ।
অল্পকালের ব্যবধানে তিনি ওয়েমারের সংস্কৃতি জগতের মধ্যমণি হিসাবে বিবেচিত হতে লাগলেন । কবিতার পাশাপাশি তিনি বেশ কিছুনাটকও রচনা করলেন ।
১৭৮০ – এর দশকের মধ্যভাগে রাজনৈতিক পরিবর্তনের কারণে তার দায়িত্বসমূহ সঙ্কুচিত হয়ে যায় । এর ফলশ্রুতিতে তিনি ১৭৮৬ সালে ইটালীতে যাবার একটা অনির্ধারিত ছুটি পেয়ে যান । তিনি ১৭৮৮ সাল পর্যন্ত সেখানে অবস্থান করেন ।
গ্যোটের বিবাহ জীবন – Goethe Marriage Life :
১৭৮৮ সালে গ্যোটে ওয়েমারে ফিরে আসেন এবং এই সময়েই বুদ্ধিজীবী হিসাবেন ক্রিশ্চাইন ভালপিন্সকে স্ত্রী হিসাবে বরণ করে নেন । তবে ১৮০৬ সালে নিয়মানুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন ।
গ্যোটের ‘ উইলহেলম মেইস্টারের সফরসমুহ ‘ উপন্যাস :
১৮০৭ সালে গ্যোটে ‘ উইলহেলম মেইস্টারের সফরসমূহ ‘ উপন্যাসটি রচনা করেন এবং ১৮২৯ সালে তিন খন্ডে প্রকাশিত হয় ।
১৮০৮ সালে ফরাসী সম্রাট নেপােলিয়ান বােনাপার্ট ওয়েমার সফরের সময় গ্যোটে র সঙ্গে সাক্ষাৎকালে কবির প্রতি অসীম শ্রদ্ধা । প্রকাশ করেন ।
১৮১৫ সালে তার আবাসস্থল পরিদর্শকদের জন্য যেন পুণ্য ধামের মতাে পুণ্যস্থান হিসাবে বিবেচিত হতাে ।
গ্যোটের নাটক – Goethe Drama :
শেষ জীবনে গ্যোটে স্মৃতিচারণমূলক রচনার দিকে ঝুঁকে পড়েন । এবং ১৮২৫ সাল থেকে ১৮৩১ সাল পর্যন্ত ‘ ফাউন্ট ’ নাটকের দ্বিতীয় খন্ডরচনা সমাপ্ত করেন । এবং গ্রন্থটির্তার মৃত্যুর পর প্রকাশের জন্য সীল করে রাখেন ।
গ্যোটে মৃত্যু – Goethe Death :
গ্যোটে ১৮৩২ সালের ২২ শে মার্চ মৃত্যুবরণ করেন । তখন তার বয়স হয়েছিলাে ৮৩ বছর । তার মরদেহ রাজকীয় সম্মান প্রদর্শনের পর ডিউকের পারিবারিক সমাধিক্ষেত্রে কবি ফ্রেডারিক শীলারের পাশে সমাহিত করা হয় ।
গ্যোটে জীবনী (প্রশ্ন ও উত্তর) – Goethe Biography in Bengali (FAQ):
- গ্যোটে জন্ম কবে হয় ?
Ans. ২৮ আগস্ট ১৭৪৯ সালে ।
- গ্যোটে পিতার নাম কী ?
Ans. জোহান ক্যাসপার গ্যোটে ।
- গ্যোটে মায়ের নাম কী ?
Ans. ক্যাথারিন এলিজাবেথ টেক্সটর ।
- গ্যোটে কত সালে মন্ত্রী সভায় যোগদান করেন ?
Ans. ১৭৭৬ সালে ।
- গ্যোটে কোথায় জন্মগ্রহণ করেন ?
Ans. ফ্রাঙ্কফুটে জন্মগ্রহণ করেন ।
- গ্যোটে শিক্ষা প্রতিষ্ঠান এর নাম কী ?
Ans. লিপজিগ বিশ্ববিদ্যালয় , স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয় ।
- গ্যোটে রা কই ভাই ও বোন ছিলেন ?
Ans. আট ভাইবোন ছিলেন ।
- গ্যোটে একটি নাটকের নাম কী ?
Ans. ‘ ফাউন্ট ’ নাটক ।
- গ্যোটে স্ত্রীর নাম কী ?
Ans. ক্রিস্টিয়ানা ভাল্পিয়াস ।
- কত সালে গ্যোটে মারা যান ?
Ans. ১৮৩২ সালের ২২ শে মার্চ মৃত্যুবরণ করেন ।
[আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali
আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali
আরও দেখুন, সুকান্ত ভট্টাচার্য জীবনী – Sukanta Bhattacharya Biography in Bengali
আরও দেখুন, কাজী নজরুল ইসলাম জীবনী – Kazi Nazrul Islam Biography in Bengali
আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali]
নাট্যকার গ্যেটে জীবনী – Goethe Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” নাট্যকার গ্যেটে জীবনী – Goethe Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো । যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।