নাট্যকার গ্যোটের জীবনী - Goethe Biography in Bengali
নাট্যকার গ্যোটের জীবনী - Goethe Biography in Bengali

নাট্যকার গ্যোটের জীবনী

Goethe Biography in Bengali

নাট্যকার গ্যোটের জীবনী – Goethe Biography in Bengali : জার্মান ভাষার সর্বশ্রেষ্ঠ কবি এবং নাট্যকার গ্যোটে  পুরাে নাম জোহান উলফগ্যাংভন গ্যোটে । বিশ্বে তিনি একজন বিশাল জনপ্রিয় প্রতিভা হিসাবে স্বীকৃত । 

 জার্মানির সর্বশ্রেষ্ঠ কবি নাট্যকার গ্যেটের একটি সংক্ষিপ্ত জীবনী । নাট্যকার গ্যেটে জীবনী – Goethe Biography in Bengali বা নাট্যকার গ্যেটের আত্মজীবনী বা নাট্যকার গ্যেটে (Goethe Jivani) জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

নাট্যকার গ্যেটে কে ছিলেন – Who is Goethe : 

নাট্যকার গ্যোটে (Goethe) ছিলেন একজন জার্মান কবি, ঔপন্যাসিক, নাট্যকার, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, কূটনীতিবিদ ও প্রশাসনিক। নাট্যকার গ্যোটের (Goethe) সাহিত্যকর্মের মধ্যে রয়েছে চারটি উপন্যাস, মহাকাব্য ও গীতিকাব্য, গদ্য ও গদ্যকাব্য, নাটক, স্মৃতিকথা, একটি আত্মজীবনী, সাহিত্যিক ও নন্দনতাত্ত্বিক সমালোচনা এবং উদ্ভিদবিদ্যা, শারীরবিদ্যা ও রং বিষয়ক রচনা। 

জার্মানির সর্বশ্রেষ্ঠ কবি নাট্যকার গ্যাটের জীবনী – Goethe Biography in Bengali :

নাম (Name) ইয়োহান ভল্ফগাং ফন গ্যোটে বা নাট্যকার গ্যোটে (Goethe)
জন্ম (Birthday) ২৮ আগস্ট ১৭৪৯ (28th August 1749)
জন্মস্থান (Birthplace) ফ্রাঙ্কফুর্ট, রোমান সাম্রাজ্য 
অভিভাবক (Parents)/পিতামাতা জোহান ক্যাসপার গ্যোটে ও ক্যাথারিন এলিজাবেথ টেক্সটর
পেশা (Occupation) কবি ,ঔপন্যাসিক ,নাট্যকার ,চিত্রশিল্পী ,প্রাকৃতিক দার্শনিক ,বিজ্ঞানী ,কূটনীতিবিদ ,প্রশাসনিক
জাতীয়তা  জার্মান 
শিক্ষা প্রতিষ্ঠান লিপজিগ বিশ্ববিদ্যালয়

স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয়

উল্লেখযোগ্য রচনাবলী  ফাউস্ট

ডি লাইডেন ডেস ইউঙেন ভেরটার্স

Wilhelm Meister’s Apprenticeship

Elective Affinities

Prometheus

Zur Farbenlehre

Italienische Reise

West–östlicher Divan

দাম্পত্য সঙ্গী (Spouse) ক্রিস্টিয়ানা ভাল্পিয়াস 
সন্তান অগাস্ট ফন গ্যোটে
মৃত্যু (Death) ২২ মার্চ ১৮৩২ (22 March 1832)

গ্যোটের জন্ম – Goethe Birthday :

 গ্যোটে ১৭৪৯ সালের ২৮ শে আগস্ট জার্মানির তখনকার নগররাষ্ট্র ফ্রাঙ্কফুটে জন্মগ্রহণ করেন । 

গ্যোটের পিতামাতা – Goethe Parents :

পিতার নাম জোহান ক্যাসপার গ্যোটে । তিনি ছিলেন একজন আইনজীবী । গ্যোটে রা মােট আট ভাইবোেন ছিলেন । মায়ের নাম ক্যাথারিন এলিজাবেথ টেক্সটর । 

গ্যোটের পরিচয় – Introduction :

‘ ফাউস্ট নামে নাটকটির রচয়িতা হিসাবে সর্বাধিক পরিচিত গ্যোটে  বিভিন্ন ধরনের সাহিত্যকর্মের মধ্যে অবাধে বিচরণ করে গেছেন । এবং মূল্যবান অবদান রেখেছেন । উনবিংশ শতাব্দীতে তিনি গীতিকবিতা এবং উপন্যাস লিখেও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে গেছেন । তিনি সাহিত্যকর্মের পাশাপাশি একাধারে একজন কূটনীতিক এবং বিজ্ঞানীও । এর ফলে তিনি জগতের শেষ বহুমুখি প্রতিভা । হিসাবেও সুখ্যাতি লাভ করেন । 

গ্যোটের  শিক্ষাজীবন – Goethe Education Life :

 গ্যোটে  মাত্র ১৬ বছর বয়সে জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আইন পড়ার জন্য । ১৭৭১ সালে তিনি আইনশাস্ত্রে ডিগ্রী লাভ করেন । ১৭৭৫ সাল পর্যন্ত গ্যোটে  ফ্রাঙ্কফুটে আইনের পেশা চালিয়ে যান এবং সেইসঙ্গে একটা স্থানীয় সাময়িকীতে তার লেখা প্রকাশ করতে থাকেন ।

গ্যোটের  প্রথম উপন্যাস – Goethe First Novel :

 ১৭৭৪ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘ তরুণ ওয়ারথারের সুখ – দুঃখ । 

 গ্যোটে  ১৭৭৫ সাল পর্যন্ত জীবনের যথার্থ ও পূর্ণাঙ্গ চিত্র অঙ্কন করেছেন ১৮১১-১৮১৪ এই সময়ের মধ্যে চারখন্ডে প্রকাশিত তার আত্মজীবনী ‘ কবিতা ও সত্যবইগুলােতে । 

 ভাইমের ডিউক প্রিন্স কার্ল আগস্ট গ্যেটেকে সাদর আমন্ত্রন জানালেন ভাইমের রাজদরবার অলঙ্কৃত করার জন্য । 

গ্যোটের  মন্ত্রী সভায় যোগদান – Goethe Join the cabinet :

 শীঘ্রই তিনি কার্ল অগাস্টের বন্ধুত্ব স্বীকার করেন এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক পরামর্শদাতার পদে নিযুক্ত হলেন । এবং ১৭৭৬ সালের মাঝামাঝি তার মন্ত্রীসভায় যােগদান করেন । 

 অল্পকালের ব্যবধানে তিনি ওয়েমারের সংস্কৃতি জগতের মধ্যমণি হিসাবে বিবেচিত হতে লাগলেন । কবিতার পাশাপাশি তিনি বেশ কিছুনাটকও রচনা করলেন । 

 ১৭৮০ – এর দশকের মধ্যভাগে রাজনৈতিক পরিবর্তনের কারণে তার দায়িত্বসমূহ সঙ্কুচিত হয়ে যায় । এর ফলশ্রুতিতে তিনি ১৭৮৬ সালে ইটালীতে যাবার একটা অনির্ধারিত ছুটি পেয়ে যান । তিনি ১৭৮৮ সাল পর্যন্ত সেখানে অবস্থান করেন ।

গ্যোটের  বিবাহ জীবন – Goethe Marriage Life :

 ১৭৮৮ সালে গ্যোটে  ওয়েমারে ফিরে আসেন এবং এই সময়েই বুদ্ধিজীবী হিসাবেন ক্রিশ্চাইন ভালপিন্সকে স্ত্রী হিসাবে বরণ করে নেন । তবে ১৮০৬ সালে নিয়মানুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হন । 

গ্যোটের ‘ উইলহেলম মেইস্টারের সফরসমুহ ‘ উপন্যাস : 

 ১৮০৭ সালে গ্যোটে  ‘ উইলহেলম মেইস্টারের সফরসমূহ ‘ উপন্যাসটি রচনা করেন এবং ১৮২৯ সালে তিন খন্ডে প্রকাশিত হয় । 

 ১৮০৮ সালে ফরাসী সম্রাট নেপােলিয়ান বােনাপার্ট ওয়েমার সফরের সময় গ্যোটে র সঙ্গে সাক্ষাৎকালে কবির প্রতি অসীম শ্রদ্ধা । প্রকাশ করেন । 

 ১৮১৫ সালে তার আবাসস্থল পরিদর্শকদের জন্য যেন পুণ্য ধামের মতাে পুণ্যস্থান হিসাবে বিবেচিত হতাে ।

গ্যোটের  নাটক – Goethe Drama :

 শেষ জীবনে গ্যোটে  স্মৃতিচারণমূলক রচনার দিকে ঝুঁকে পড়েন । এবং ১৮২৫ সাল থেকে ১৮৩১ সাল পর্যন্ত ‘ ফাউন্ট ’ নাটকের দ্বিতীয় খন্ডরচনা সমাপ্ত করেন । এবং গ্রন্থটির্তার মৃত্যুর পর প্রকাশের জন্য সীল করে রাখেন । 

গ্যোটে  মৃত্যু – Goethe Death :

 গ্যোটে  ১৮৩২ সালের ২২ শে মার্চ মৃত্যুবরণ করেন । তখন তার বয়স হয়েছিলাে ৮৩ বছর । তার মরদেহ রাজকীয় সম্মান প্রদর্শনের পর ডিউকের পারিবারিক সমাধিক্ষেত্রে কবি ফ্রেডারিক শীলারের পাশে সমাহিত করা হয় ।

গ্যোটে  জীবনী (প্রশ্ন ও উত্তর) – Goethe Biography in Bengali (FAQ):

  1. গ্যোটে  জন্ম কবে হয় ?

Ans. ২৮ আগস্ট ১৭৪৯ সালে ।

  1. গ্যোটে  পিতার নাম কী ?

Ans. জোহান ক্যাসপার গ্যোটে ।

  1. গ্যোটে  মায়ের নাম কী ?

Ans. ক্যাথারিন এলিজাবেথ টেক্সটর ।

  1. গ্যোটে  কত সালে মন্ত্রী সভায় যোগদান করেন ?

Ans. ১৭৭৬ সালে ।

  1. গ্যোটে  কোথায় জন্মগ্রহণ করেন ?

Ans. ফ্রাঙ্কফুটে জন্মগ্রহণ করেন ।

  1. গ্যোটে  শিক্ষা প্রতিষ্ঠান এর নাম কী ?

Ans. লিপজিগ বিশ্ববিদ্যালয় , স্ট্রাসবুর্গ বিশ্ববিদ্যালয় ।

  1. গ্যোটে  রা কই ভাই ও বোন ছিলেন ?

Ans. আট ভাইবোন ছিলেন ।

  1. গ্যোটে  একটি নাটকের নাম কী ?

Ans. ‘ ফাউন্ট ’ নাটক ।

  1. গ্যোটে  স্ত্রীর নাম কী ?

Ans. ক্রিস্টিয়ানা ভাল্পিয়াস ।

  1. কত সালে গ্যোটে  মারা যান ?

Ans. ১৮৩২ সালের ২২ শে মার্চ মৃত্যুবরণ করেন ।

[আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali

আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali

আরও দেখুন, সুকান্ত ভট্টাচার্য জীবনী – Sukanta Bhattacharya Biography in Bengali

আরও দেখুন, কাজী নজরুল ইসলাম জীবনী – Kazi Nazrul Islam Biography in Bengali

আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali]

নাট্যকার গ্যেটে জীবনী – Goethe Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” নাট্যকার গ্যেটে জীবনী – Goethe Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো । যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।