ধীরুভাই আম্বানির জীবনী - Dhirubhai Ambani Biography in Bengali
ধীরুভাই আম্বানির জীবনী - Dhirubhai Ambani Biography in Bengali

ধীরুভাই আম্বানির জীবনী

Dhirubhai Ambani Biography in Bengali

ধীরুভাই আম্বানির জীবনী – Dhirubhai Ambani Biography in Bengali : ধীরুভাই আম্বানী ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত উদ্যোক্তা। মাত্র ৫০০ টাকা নিয়ে গ্রাম থেকে শহরে আসা যে মানুষটি রিলায়েন্স গ্রুপের মত একটি প্রতিষ্ঠান ও ৬০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ রেখে মারা যান ।

  ভারতের প্রথম ব্যবসায় উদ্যোক্তা ধীরুভাই আম্বানি এর একটি সংক্ষিপ্ত জীবনী । ধীরুভাই আম্বানি এর জীবনী – Dhirubhai Ambani Biography in Bengali বা ধীরুভাই আম্বানি এর আত্মজীবনী বা (Dhirubhai Ambani Jivani Bangla. A short biography of Dhirubhai Ambani. Dhirubhai Ambani Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) ধীরুভাই আম্বানি এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

ধীরুভাই আম্বানি কে ছিলেন ? Who is Dhirubhai Ambani ?

ধীরুভাই আম্বানি (Dhirubhai Ambani) ভারতীয় ব্যবসায়ী টাইকুন যিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠা করেছিলেন।  ধীরুভাই আম্বানি (Dhirubhai Ambani) ১৯৭৭ সালে রিলায়েন্সকে জনসমক্ষে নেন এবং ২০০২ সালে তার মৃত্যুর পর তার মূল্য ২.৯ বিলিয়ন মার্কিন ডলার (US $2.9 Billion Dollars) ছিল।  ২০১৬ সালে, ধীরুভাই আম্বানি (Dhirubhai Ambani) বাণিজ্য ও শিল্পে অবদানের জন্য ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে মরণোত্তর সম্মানিত হন।

ধিরাজলাল হীরাচাঁদ আম্বানি বা ধীরুভাই আম্বানির জীবনী – Dhirajlal Hirachand Ambani or Dhirubhai Ambani Biography in Bengali :

নাম (Name) ধীরুভাই আম্বানি / ধিরাজলাল হীরাচাঁদ আম্বানি (Dhirubhai Ambani / Dhirajlal Hirachand Ambani)
জন্ম (Born) ২৮ ডিসেম্বর ১৯৩২ (28 December 1932) 
জন্মস্থান (Birthplace) জুনাগড় রাজ্য, ব্রিটিশ ভারত (বর্তমান গুজরাট, ভারত)
জাতীয়তা ভারতীয় 
পেশা (Occupation)  প্রতিষ্ঠাতা: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

প্রতিষ্ঠাতা: রিলায়েন্স পাওয়ার

প্রতিষ্ঠাতা: রিলায়েন্স ক্যাপিটাল

দাম্পত্য সঙ্গী (Spouse)  ককিলাবেন অম্বানী
সন্তান মুকেশ আম্বানি (Mukesh Ambani)

অনিল আম্বানি (Anil Ambani)

পুরস্কার  পদ্মবিভূষণ (২০১৬) 
মৃত্যু (Death)  ৬ জুলাই ২০০২ (6th July 2002) 

ধীরুভাই আম্বানির জন্ম – Dhirubhai Ambani Birthday : 

ধিরাজলাল হীরাচাঁদ আম্বানি বা ধীরুভাই আম্বানি (Dhirubhai Ambani) এর জন্ম হয় ১৯৩২ সালের ২৮ ডিসেম্বর ভারতের গুজরাটের একটি ছোট্ট গ্রামে।  তাঁর বাবা ছিলেন খুবই দরিদ্র একজন স্কুল শিক্ষক এবং মা ছিলেন গৃহিনী। বাবা যথেষ্ঠ শিক্ষিত একজন মানুষ হওয়া সত্বেও তাঁর আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। 

ধীরুভাই আম্বানির শৈশবকাল – Dhirubhai Ambani Childhood : 

ছোটবেলা থেকেই ধীরুভাই আম্বানি (Dhirubhai Ambani) পরিবারের দারিদ্র মেটানোর চেষ্টা করতে থাকেন।  এই কারণে পড়াশুনার চেয়ে টাকা রোজগারের দিকে তাঁর ঝোঁক ছিলো বেশি।  বন্ধুদের নিয়ে স্থানীয় মেলায় মিষ্টি ও ভাজাপোড়া বিক্রী করতেন ধিরাজলাল হীরাচাঁদ, ওরফে ধীরুভাই আম্বানি। 

ধীরুভাই আম্বানির ইয়েমেন যাত্রা – Dhirubhai Ambani Yemen Tour : 

দশম শ্রেণী পর্যন্ত পড়েই পড়াশুনা আর করবেন না বলে সিদ্ধান্ত নেন ধিরুভাই আম্বানী।  কিছুদিন এখানে ওখানে কাজ খোঁজার পর তাঁর ইয়েমেন প্রবাসী বড়ভাই রামনিকলাল আম্বানি তাঁকে ইয়েমেনে চলে আসতে বলেন। ১৬ বছরের ধীরুভাই বড় ভাইয়ের কথামত ইয়েমেনে পাড়ি জমান।  সেখানে ৩০০ টাকা মাসিক বেতনে একটি পেট্রল পাম্পে কাজ নেন।  সেখানে তাঁর প্রাথমিক কাজ ছিলো গাড়িতে তেল ভরে দেয়া এবং টাকা সংগ্রহ করা। 

[আরও দেখুন, মুকেশ আম্বানির জীবনী – Mukesh Ambani Biography in Bengali]

ধীরুভাই আম্বানির ভারতে প্রথম কোম্পানি চালু – Dhirubhai Ambani Start first Company in India

প্রথম যখন মুম্বাই যান, তাঁর পকেটে ছিল মাত্র ৫০০ টাকা। সেই সময়ের হিসেবে বেশ কিছু টাকা হলেও, ব্যবসা শুরুর জন্য যা মোটেই যথেষ্ঠ ছিল না।  পরবর্তীতে তিনি দূর সম্পর্কের চাচাত ভাই চম্পকলালের সাথে মিলে “মাজিন” প্রতিষ্ঠা করেন।  চম্পকলাল আর ধিরুভাই আম্বানী বিদেশে একইসাথে থাকতেন। “মাজিন” এর প্রথম ব্যবসা ছিল, ভারত থেকে ইয়েমেনে মসলা রপ্তানী এবং সেখান থেক পলিস্টার কাপড়ের সূতা আমদানী করা। 

[আরও দেখুন, ইলন মাস্ক এর জীবনী – Elon Musk Biography in Bengali]

ধীরুভাই আম্বানির রিলায়েন্স কোম্পানির প্রতিষ্ঠা – Dhirubhai Ambani Established Reliance Company : 

মাজিন থেকে আলাদা হওয়ার এক বছর পর ধীরুভাই নিজেই আবার টেক্সটাইল ব্যবসা শুরু করেন।  একবার একটি ব্যবসা দাঁড় করিয়ে আবার প্রথম থেকে আরেকটি শুরু করা খুব কঠিন একটি কাজ।  কিন্তু ধিরুভাই আম্বানির মানসিকতাই ছিলো অন্য রকমের।  তিনি ব্যর্থ হলে থেমে না গিয়ে, আরও জোর দিয়ে কাজ শুরু করতেন।  এভাবেই মূল “রিলায়েন্স গ্রুপ” যাত্রা শুরু করে। 

  সেই সময়ে কোনও ভারতীয় কোম্পানী খুব একটা ব্রান্ডিং বা মার্কেটিং করতো না।  কিন্তু ধীরুভাই সবদিক দিয়েই ছিলেন অন্যরকম।  তিনি রিলায়েন্স গ্রুপের এমন ব্র্যান্ডিং করা শুরু করলেন যে সেটি ঘরে ঘরে একটি পরিচিত নাম হয়ে উঠলো।  টিভি-রেডিও, সিনেমা, পোস্টার, খবরের কাগজ – সবখানে শুধু রিলায়েন্স। 

ধীরুভায় আম্বানির মৃত্যু – Dhirubhai Ambani Death : 

পুরো বিশ্বের বুকে বিজনেস আইকনে পরিনত হওয়া ধীরুভাই আম্বানী ২০০২ সালের ২৪ জুন একটি মেজর স্ট্রোক এর শিকার হন এবং ৬ জুলাই ভারতের মুম্বাই এর একটি হসপিটালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। 

ধীরুভাই আম্বানির জীবনী – Dhirubhai Ambani Biography in Bengali FAQ :

  1. ধীরুভাই আম্বানি কে ছিলেন ?

Ans: ধীরুভাই আম্বানি ছিলেন একজন ভারতীয় শিল্পপতি ।

  1. ধীরুভাই আম্বানির জন্ম কোথায় হয় ?

Ans: ধীরুভাই আম্বানির জন্ম হয় জুনাগড় রাজ্য ।

  1. ধীরুভাই আম্বানির কবে জন্মগ্রহণ করেন ?

Ans: ধীরুভাই আম্বানির জন্মগ্রহণ করেন ২৮ ডিসেম্বর ১৯৩২ সালে ।

  1. ধীরুভাই আম্বানির স্ত্রীর নাম কী ?

Ans: ধীরুভাই আম্বানির স্ত্রীর নাম ককিলাবেন অম্বানী।

  1. ধীরুভাই আম্বানির সন্তানের নাম কী ?

Ans: মুকেশ আম্বানি (Mukesh Ambani), অনিল আম্বানি (Anil Ambani)।

  1. ধীরুভাই আম্বানি কবে পদ্দবিভুষণ পান ?

Ans: ধীরুভাই আম্বানি পদ্দবিভুষণ পান ২০১৬ সালে ।

  1. ধীরুভাই কবে মারা যান ?

Ans: ধীরুভাই মারা যান ৬ জুলাই ২০০২ সালে ।

  1. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা কে?

Ans: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এর প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানি (Dhirubhai Ambani)।

[আরও দেখুন, সুন্দর পিচাই এর জীবনী – Sundar Pichai Biography in Bengali

আরও দেখুন, শচীন টেন্ডুলকারের জীবনী – Sachin Tendulkar Biography in Bengali

আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali

আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali]

ধীরুভাই আম্বানি এর জীবনী – Dhirubhai Ambani Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ধীরুভাই আম্বানি এর জীবনী – Dhirubhai Ambani Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। ধীরুভাই আম্বানি এর জীবনী – Dhirubhai Ambani Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই ধীরুভাই আম্বানি এর জীবনী – Dhirubhai Ambani Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।