ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি ধারনা , প্রকৃতি ও শ্রেণীবিভাগ | Physical & Economic Concept , Nature , Type , Scale And Dimensions – Regional Geography of India (Geography) Question and Answer in Bengali
ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি ধারনা , প্রকৃতি ও শ্রেণীবিভাগ (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Physical & Economic Concept , Nature , Type , Scale And Dimensions (Regional Geography of India – Geography) : ভারতের আঞ্চলিক ভূগোল – Regional Geography of India (ভূগোল – Geography) ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি ধারনা , প্রকৃতি ও শ্রেণীবিভাগ – Physical & Economic Concept , Nature , Type , Scale And Dimensions প্রশ্ন Oও উত্তর নিচে দেওয়া হল। এই (ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি ধারনা , প্রকৃতি ও শ্রেণীবিভাগ – Physical & Economic Concept , Nature , Type , Scale And Dimensions – ভারতের আঞ্চলিক ভূগোল Regional Geography of India – ভূগোল Geography) প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি ধারনা , প্রকৃতি ও শ্রেণীবিভাগ – Physical & Economic Concept , Nature , Type , Scale And Dimensions – ভারতের আঞ্চলিক ভূগোল – Regional Geography of India (ভূগোল – Geography) অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।
ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি ধারনা , প্রকৃতি ও শ্রেণীবিভাগ (Physical & Economic Concept , Nature , Type , Scale And Dimensions) ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
1. অঞ্চল ( REGION ) কী ?
Ans: স্বকীয় বৈশিষ্ট্যযুক্ত কোন দেশ বা মহাদেশের বিভিন্ন অংশকে অঞ্চল বলা হয় । অধ্যাপক টেলরের মতে , অঞ্চল বলতে ভূ – পৃষ্ঠের একটি স্থান একককেই বোঝায় । মার্কিন ভৌগোলিক গিলবার্টের মতে , কোন অঞ্চলের পরিসর প্রধানত সেই অঞ্চলের ব্যক্তিত্ব বা স্বাতন্ত্র্য অনুযায়ী নির্দিষ্ট হয় । তবে সাধারণভাবে অঞ্চল বলতে বোঝায়— “ কোন বিশেষ আয়তনের বিশেষ গুণাবলী সম্পন্ন এলাকা যা দিয়ে কোন উদ্দেশ্য সাধন করা যায় । ”
2. বৃহৎ অঞ্চল ও ক্ষুদ্র অঞ্চলের পার্থক্য লেখো ।
পার্থক্যের বিষয় | বৃহৎ অঞ্চল | ক্ষুদ্র অঞ্চল |
সংঘা | Scale ও Dimensional অনুসারে যে অঞ্চল আয়তনে বড়ো হয় তাকে বৃহৎ অঞ্চল বলে । | যে অঞ্চল Scale ও Dimensional অনুসারে আয়তনে অপেক্ষাকৃত ছোট হয় তাকে ক্ষুদ্র অঞ্চল বলে । |
বৈশিষ্ট | এরূপ অঞ্চলে একাধিক প্রাকৃতিক বৈশিষ্ট্য দেখা যায় । | প্রাকৃতিক দিক থেকে ছোট বলে নির্দিষ্ট প্রাকৃতিক বৈশিষ্ট্য থাকে । |
শ্রেণী | বৃহৎ অঞ্চলকে কয়েকটি উপরিভাগে ভাগ করা যেতে পারে । | ক্ষুদ্র অঞ্চলকেও কয়েকভাগে ভাগ করা যেতে পারে, যেমন – First Order, Second Order region প্রভৃতি । |
পরিকল্পনা | এরূপ অঞ্চলে কোন অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা হয় না । | আয়তনে ছোট বলে সহজেই এই অঞ্চলে অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব । |
জ্ঞান | এ অঞ্চল বৃহৎ বলে এর সম্পর্কে জ্ঞান আহরণ করা সহজ নয় । | আয়তনে ছোট বলে এর সম্পর্কে জ্ঞান আহরণ করা সহজ । |
পরিমণ্ডল | আয়তনে বড় বলে এরূপ অঞ্চল থেকে বেশী সাংস্কৃতিক পরিমণ্ডল প্রত্যক্ষ করা যায় । | আয়তনে ছোট বলে কম ও স্বতন্ত্র সাংস্কৃতিক পরিমণ্ডল প্রত্যক্ষ করা যায় । |
3. ওয়াল্টার ক্রিস্টেলার বা ‘ SCALE AND DIMENSION OF REGION’- কে কী দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন ।
Ans: 1933 খ্রিস্টাব্দের ক্রিস্টেলার তার ‘ CENTRAL PLACE THEORY ‘ ( কেন্দ্রীয় স্থান তত্ত্ব ) ব্যাখ্যা করতে গিয়ে SCALE AND DIMENSION- কে ব্যাখ্যা দিয়েছিলেন । বিভাগ : ক্রিস্টেলার অঞ্চলের SCALE ও DIMENSION- কে দু’ভাগে ব্যাখ্যা করেছেন ।
A ) Horizontal Dimension এর দ্বারা অঞ্চলটির বিস্তৃতি ব্যাখ্যা করা হয় ।
B ) Vertical Dimension এর দ্বারা অঞ্চলটির কার্যকলাপ ব্যাখ্যা করা হয় । শর্ত : অঞ্চলের SCALE- এর কথা বলতে গিয়ে তিনি 3 টি প্রাথমিক শর্তের কথা বলেছেন । যেমন— ( i ) অঞ্চলটি হবে সমপ্রকৃতির ; ( ii ) অঞ্চলটির সামাজিক ও অর্থনৈতিক জীবনধারণ একই হবে ; ( iii ) অঞ্চলটিতে একই পরিবহন ব্যবস্থা থাকতে হবে ; যাতে যেকোন স্থানে যেতে একই ভাড়া হবে । |
4. ভারতের অর্থনৈতিক অঞ্চল ( Economic reagion of India ) কী ?
Ans: 1958 সালে R.B.I এর সহযোগিতায় Baker ভারতে কৃষি অঞ্চলের সাথে বাণিজ্য ও শিল্পকেন্দ্রগুলোর অবস্থান বিচার করে নিম্নোক্ত বিভাজন প্রস্তাব করেছেন । i ) জীবন সত্ত্বাভিত্তিক ধান বলয় : হুগলী শিল্পাঞ্চল , পূর্ব উপকূলীয় সমভূমির আঞ্চলিক শিল্পকেন্দ্র যেমন — কটক , বিশাখাপত্তনম্ , চেন্নাইসহ অনেক বন্দর , শিল্প ও বাণিজ্য অঞ্চল । ii ) শুষ্ক কৃষির জীবনসত্ত্বা ভিত্তিক মধ্যাঞ্চল ও আঞ্চলিক শিল্প অঞ্চল । iii ) বাণিজ্য গম বলয় : আঞ্চলিক শিল্প এলাকাসহ , পাঞ্জাব , রাজস্থান , হরিয়ানা , দিল্লী ও সংলগ্ন অঞ্চলের বাণিজ্য কেন্দ্র । iv ) বাণিজ্যিক শস্য ও পশুপালন অঞ্চল : মহারাষ্ট্র ও গুজরাটের — মুম্বাই , পুণে , আমেদাবাদ , সবরমতী উপত্যকার শিল্প কেন্দ্রগুলো । v ) পার্বত্য অঞ্চল ঃ জীবন সত্ত্বাভিত্তিক কৃষি , কুটিরশিল্প নির্ভর চারুশিল্প ও পর্যটন কেন্দ্র ভিত্তিক অঞ্চল ।
5. ভারতের পরিকল্পনা কমিশন গঠন কী ?
Ans: যে সংস্থা ভারতের বিভিন্ন স্থানে কৃষি , শিল্প , বাণিজ্য সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ ও রূপায়ণের জন্য বায় বরাদ্দ করে তাকে পরিকল্পনা কমিশন বলে । ভারতের এই পরিকল্পনা কমিশন সংবিধান বহির্ভূত এক সংস্থা । এর সদস্য সংখ্যা কোন সাংবিধানিক সংস্থার মতো নির্দিষ্ট নয় । প্রধানমন্ত্রী এই কমিশনের সভাপতি । এছাড়া অর্থমন্ত্রী , প্রতিরক্ষা মন্ত্রী , স্বরাষ্ট্র মন্ত্রী ও বিদেশমন্ত্রী ও অন্যান্য কিছু ক্যাবিনেট পর্যায়ের মন্ত্রী এর সদস্য হন । রাজ্যের কোন প্রতিনিধি এই কমিশনে থাকেন না । ফলে কেন্দ্রীয় সরকারই এই কমিশনের প্রধান উপদেষ্টা ।
6. রাজ্য বিভাজনে ভাষার ভূমিকা কী ?
Ans: ভারতে মূলত ভাষাকে কেন্দ্র করে রাজ্য বিভাজন করা হয় । এর সুবিধা হল প্রশাসনিক কাজে সাফল্য , আঞ্চলিক ভাষার মাধ্যমে শিক্ষাদান , আঞ্চলিক উন্নয়ন ও ভাষার উন্নয়ন থাকা সত্ত্বেও অসুবিধাগুলি ভারতীয় যুক্তরাষ্ট্রের কাঠামোকে নড়বড়ে করে দিচ্ছে । যেমন i ) ভাষার হাত ধরেই বিভিন্ন আঞ্চলিকতাবাদের উৎপত্তি হয়েছে । ii ) ভাষাগত সীমারেখা টেনে দেওয়ার ফলে রাজ্য এবং বিভিন্ন ভাষাভাষীর ক্ষেত্রে বৈরিতামুলক মনোভাব সৃষ্টি হয়েছে । iii ) ভাষাগত আঞ্চলিকীকরণের ফলে জাতীয় সংগতির ভাবধারা দুর্বল হয়েছে । পরে ভাষাগত সংখ্যালঘুদের উপর সংখ্যাগুরুদের আক্রমণ শুরু হয়েছে । . iv ) আঞ্চলিক গণ আন্দোলন ভাষাগত বিভেদের ফলেই তৈরী হয় ।
7. পরিকল্পনা অঞ্চল ( Planning Region ) কী ?
Ans: কোন ভূ – খণ্ডে সুষম অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিকল্পনার উদ্দেশ্য ও কর্মসুচীকে একইভাবে কার্যকরী করা হয় এবং সমগ্র অঞ্চলটির ভূ – প্রাকৃতিক ও আর্থ সাংস্কৃতিক অবস্থা অভিন্ন হয় , তাকে পরিকল্পনা অঞ্চল বলে ।
বৈশিষ্ট্য : ( i ) পরিকল্পনা অঞ্চল আকৃতিতে মাঝারি প্রকৃতির হয় । ( ii ) পরিকল্পনা অঞ্চলের একটি নির্দিষ্ট সীমানা থাকবে ও সীমানাগুলি নমনীয় প্রকৃতির হবে । ( iii ) পরিকল্পনা অঞ্চলগুলিতে কার্যমুলক একতা লক্ষ্য করা যাবে ।
উদাহরণঃ দণ্ডকারণ্য পরিকল্পনা অঞ্চল ।
8. ভারতের বিভিন্ন প্রাকৃতিক অঞ্চল কী ?
Ans: R.L. Singh ভারতকে চারটি বৃহৎ অঞ্চলে বিভক্ত করেছেন । যথা— a ) হিমালয় অঞ্চল হিমাদ্রি হিমালয় , টেথিস হিমালয় , হিমাচল হিমালয় ও শিবালিক হিমালয় । b )
উত্তর ভারতের সমভূমি রাজস্থান সমভূমি , পাঞ্জাব সমভূমি , উচ্চ , মধ্য ও নিম্ন গাঙ্গেয় সমভূমি ও অসম উপত্যকা । c ) উপদ্বীপীয় মালভূমি অঞ্চল : বুন্দেলখণ্ড , বাঘেলখণ্ড , ছোটনাগপুরের মালভূমি , দণ্ডকারণ্য , অন্ধ্র , কর্ণাটক মালভূমি । d ) দ্বীপ ও উপকূল ঃ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ , পূর্ব ও পশ্চিম উপকূল ।
9. ভৌগলিক অঞ্চল ( Geographical Region ) কী ?
Ans: যে সকল স্থানের ভূ – প্রকৃতি , মৃত্তিকা , জলবায়ু , উদ্ভিদকুল ও প্রাণীকূল এবং মানুষের জীবনযাত্রার মান প্রায় একই , সেই সকল অঞ্চলকে ভৌগলিক অঞ্চল বলে । বৈশিষ্ট্য ঃ ( i ) ভৌগলিক অঞ্চল প্রাকৃতিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যের উপর গড়ে ওঠে । ( ii ) এই অঞ্চল রাজনৈতিক মানুষের দ্বারা উপকৃত হয় । ( iii ) এই অঞ্চল চির পরিবর্তনশীল । ( iv ) আঞ্চলিক ভূগোল পাঠের আলোচনার দ্বারা ভৌগলিক অঞ্চল নির্ধারণ করা হয় ।
10. স্পেট ( Spate ) ও এস . পি . চ্যাটার্জী কৃত ( S.P. Chatterjee ) ভারতের প্রাকৃতিক অঞ্চলের শ্রেণী ।
Ans: স্পেট ( O.H.K. Spate ) ভারতকে ভূ – প্রকৃতির উপর ভিত্তি করে 4 টি প্রধান ভাগে ভাগ করেছেন । যথা— ( a ) পার্বত্য সীমানা , ( b ) সিন্ধু – গন্ধা সমভূমি , ( c ) উপদ্বীপীয় ভারত , ( d ) দ্বীপ অঞ্চল । এই অঞ্চলগুলিকে তিনি আবার 37 টি উপ অঞ্চলে ভাগ করেছেন ।
S.P. Chatterjee ভূ – প্রাকৃতিকভাবে ভারতকে 5 ভাগে বিভক্ত করেছেন । যথা- ( a ) পার্বত্য অঞ্চল , ( b ) উত্তর ভারতের সমভূমি অঞ্চল , ( c ) মধ্য ও দক্ষিণ ভারতের উচ্চভূমি ও মালভূমি অঞ্চল : ( d ) উত্তর – পূর্ব ভারতের উচ্চভূমি অঞ্চল , ( e ) উপকূলীয় সমভূমি ও দ্বীপ অঞ্চল ।
11. প্রশাসনিক অঞ্চল ( Administrartive Region ) কী ?
Ans: কোন এলাকা প্রশাসকের দ্বারা নিয়ন্ত্রিত হলে তাকে প্রশাসনিক অঞ্চল বলে ।
বৈশিষ্ট্য : i ) অঞ্চলটিতে আঞ্চলিক সচেতনা লক্ষ্য করা যায় । ii ) বৃহত্তম প্রশাসনিক একক হল জেলা । iii ) অঞ্চলটি Human Catchment Area এর মধ্যে অন্তর্ভুক্ত ।
উদাহরণ : ক্ষুদ্রতম প্রশাসনিক এককের নাম গ্রাম ও বৃহত্তম একক জেলা ।
12. ডাম্পিয়ার হাজেস রেখা ( Dampiar – Hojes Line ) কী ?
Ans: 1830 সালে দুই ইংরাজ সার্ভেয়র ডম্পিয়ার এবং হোজেসের প্রচেষ্টায় সুন্দরবনে জমি উদ্ধার ও জরিপের জন্য যে সীমারেখা চিহ্নিত করা হয় তাকে ডম্পিয়ার হোজেস রেখা বলে । এই রেখাটি উত্তরে হাসনাবাদ , হাড়োয়া , মিনাখা , ক্যানিং হয়ে জয়নগর ও মথুরাপুরের উত্তরদিকে কয়েকটি বাঁক সৃষ্টি করে ।
13. অ্যাডহক অঞ্চল ( Adhoc Region ) কী ?
Ans: কোন দেশের বিশেষ বিশেষ ক্ষেত্রে যে অঞ্চলকে চিহ্নিত করা হয় তাকে অ্যাডহক অঞ্চল বলে । সাধারণত কোন অঞ্চলের নীতি নির্ধারণ বা পরিকল্পনার জন্য এই অঞ্চলের সৃষ্টি হয় ।
14. B.L.C. Jonson কৃত ভারতের কৃষি অঞ্চলের শ্রেণিবিভাগ করো ।
Ans: 1971 খ্রিঃ জনসন প্রধান ফসল ও শস্যের মিশ্রণের ভিত্তিতে ভারতকে 17 টি কৃষি অঞ্চলে ভাগ করেন । এগুলি হল- ( 1 ) একফসলি ধান অঞ্চল ( 2 ) ধান ভুট্টা , ( 3 ) ধান – গম , ( 4 ) গম ( 5 ) গম – মিলেট , ( 6 ) তুলা মিলেট , ( 7 ) জোয়ার , ( 8 ) জোয়ার – ধান ( 9 ) জোয়ার – তৈলবীজ , ( 10 ) ধান – আলু , ( 11 ) নারকেল , ( 12 ) ট্যাপিওকা ধান , ( 13 ) স্থানান্তর কৃষি , ( 14 ) মিলেট – খান , ( 15 ) গম – ভুট্টা , ( 16 ) বাগিচা কৃষি ( 17 ) খারিফ – মিলেট ।
15. Jasbir Singh- কৃত ভারতের কৃষি অঞ্চলের শ্রেণিবিভাগ করো ।
Ans: 1945 খ্রিঃ জাসবির সিং কৃষিজ ফসলের ভিত্তিতে 12 টি প্রধান কৃষি অঞ্চল চিহ্নিত করেছেন ।
যাথা- ( i ) ধান অঞ্চল , ( ii ) জোয়ার অঞ্চল , ( iii ) বাজরা অঞ্চল , ( iv ) গম অঞ্চল , ( v ) তুলা ( vi ) তৈলবীজ অঞ্চল , ( vii ) ডাল অঞ্চল , ( viii ) ভুট্টা অঞ্চল , ( ix ) রাগি অঞ্চল , ( x ) বালি অঞ্চল ( xi ) চা অঞ্চল , ( xii ) আবাদী শস্য ।
16. ভারতের কৃষি জলবায়ু অঞ্চল কী কী ?
Ans: ভারতকে 15 টি কৃষি – জলবায়ু অঞ্চলে ভাগ করা যায় । যথা— ( 1 ) পশ্চিম হিমালয় , ( 2 ) পূর্ব হিমালা , ( 3 ) নিম্নগা সমভূমি , ( 4 ) মধ্যগঙ্গা সমভূমি , ( 5 ) উচ্চগঙ্গা সমভূমি , ( 6 ) ট্রান্স – গঙ্গা সমভূমি ( 7 ) পূর্বের মালভূমি , ( 8 ) পশ্চিমের মালভূমি , ( 9 ) মধ্যভাগের মালভূমি , ( 10 ) দক্ষিণের মালভূমি , ( 11 ) পূর্ব উপকূল , ( 12 ) পশ্চিম উপকূল , ( 13 ) গুজরাট , ( 14 ) পশ্চিমের শুষ্ক অঞ্চল , ( 15 ) দ্বীপ ও দ্বীপপুঞ্জ ।
17. কৃষি – ফলবায়ু অঞ্চলের ( Agro Climatic Region ) গুরুত্ব কী ?
Ans: a ) শসাপর্যায় : কোন অঞ্চলের শস্যপর্যায় নির্ণয় করা যায় ।
b ) ভূমি ব্যবহার : কোন অঞ্চলের সঠিক ভূমি ব্যবহার করা যায় ।
c ) ব্যবস্থাপনা গ্রহণ : কৃষি বনসৃজন , সামাজিক বনসৃজন ও ভৌমজলের সঠিক ব্যবহার করা যায় ।
d ) প্রকল্প গ্রহণ : মরুভূমিকরণ রোধ করে অঞ্চলটির প্রকৃত উন্নতি সম্ভব ।
18. করণ ও জেনকিনস কৃত ভারতের শিল্পাঞ্চল কী ?
Ans: 1959 খ্রিঃ পি.পি.করণ ও ডরু . এম . জেনকিনস্ ভারতে ১ টি প্রধান ও ৪ টি গৌণ শিল্পাঞ্চল চিহ্নিত ( i ) কলকাতা – হুগলী , ( ii ) মুম্বাই পুণা , ( iii ) আমেদাবাদ বরোদা , ( iv ) মাদুরাই — কোয়েম্বাটুর ব্যাঙ্গালোর , ( v ) ছোটনাগপুর শিল্পাঞ্চল । – ( viii ) ধারওয়ার – বেলগাঁও , ( ix ) গোদাবরী – কৃষ্ণার ব – দ্বীপ । গৌণ শিল্পাঞ্চল ( i ) অসম উপত্যকা , ( ii ) দার্জিলিং তরাই , ( iii ) দিল্লি – মিরাট , ( iv ) উত্তর বিহার ও পূর্ব উত্তরপ্রদেশ , ( v ) ( vi ) ইন্দোর উজ্জয়িনী , ( vii ) নাগপুর – ওয়ার্থ ,
19. R.L. Sing- এর প্রদত্ত ভারতীয় শিল্পাঞ্চলের শ্রেণিবিভাগ করো ।
Ans: 1971 খ্রিস্টাব্দে R.L. Sing ভারতীয় শিল্পাঞ্চলকে ।। টি ভাগে বিভক্ত করেন ।
যথা- ( i ) কলকাতা হুগলী শিল্পাঞ্চল ( ii ) দক্ষিণ – বিহার ও উত্তর ওড়িশা : শিল্পাঞ্চল ( iii ) আমেদাবাদ – ভাদোদরা শিল্পাঞ্চল ; ( iv ) মুম্বাই পুণা শিল্পাঞ্চল ( v ) ব্যাঙ্গালোর চেন্নাই শিল্পাঞ্চল ( vi ) কোয়েম্বাটুর – মাদুরাই – শিবকাশী শিল্পাঞ্চল ; ( vii ) কেরালা শিল্পাঞ্চল ; ( viii ) লক্ষ্ণৌ – কানপুর শিল্পাঞ্চল ; ( ix ) দিল্লী – গাজিয়াবাদ অমৃতসর শিল্পাঞ্চল ( x ) ডিগবয় শিল্পাঞ্চল ( xi ) পূর্ব উত্তরপ্রদেশ ও উত্তর বিহার শিল্পাঞ্চল ।
20. B.N. Sinha কৃত ভারতীয় শিল্পাঞ্চলের শ্রেণিবিভাগ করো ।
Ans: 1972 খ্রিস্টাব্দে B.N. Sinha দৈনিক শিল্প শ্রমিকের ভিত্তিতে তিন ধরণের শিল্পাঞ্চল চিহ্নিত করেছেন ।
A ) বৃহৎ শিল্পাঞ্চল ও দৈনিক ন্যূনতম 1.5 লক্ষ শ্রমিক সমন্বিত শিল্পাঞ্চল । যেমন – ( a ) কলকাতা হুগলী ; ( b ) মুম্বাই পুণে ; ( c ) আমেদাবাদ – ভাদোদরা প্রভৃতি ।
B ) ক্ষুদ্র শিল্পাঞ্চল : দৈনিক কমপক্ষে 0.25 লক্ষ শ্রমিক সমন্বিত শিল্পাঞ্চল । যেমন- ( a ) কানপুর শিল্পাঞ্চল ; ( b ) গোদাবরী – কৃষা শিল্পাঞ্চল ( c ) নাগপুর – ওয়ার্ধা শিল্পাঞ্চল ( d ) শোলাপুর শিল্পাঞ্চল ।
C ) শিল্প জেলা : দৈনিক সর্বোচ্চ 25 হাজার শ্রমিকযুক্ত অঞ্চল । যেমন- ( a ) তিরুনেলভেলি ; ( b ) উত্তর আর্কট ; ( c ) নিজামাবাদ ( d ) বান্দ্রা ( e ) কটক ; ( f ) আগ্রা ; ( g ) অমৃতসর ; ( h ) রামপুর ।
21. Centre for Monitoring Indian Economy বা C.M.I.E. কী ?
Ans: 1908 খ্রিস্টাব্দে এই C.M.I.E. সংস্থাটি গঠিত হয় । এই সংস্থাটি ভারতে প্রায় 111 টি শিল্পকেন্দ্রের কথা বলে । যেমন— ( 1 ) বৃহত্তর মুম্বাই ( 2 ) থানে ( 3 ) পুণে ; ( 4 ) কোলাপুর : ( 5 ) আমেদাবাদ : ( 6 ) রাজকোট ; ( 7 ) লুধিয়ানা : ( 8 ) মহীশুর ( 9 ) আসানসোল ( 10 ) জব্বলপুর ; ( 11 ) কানপুর , ( 12 ) আজমের ।
22. তিন বিঘা করিডোর কী ?
Ans: ভারত ও বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের পানবাড়ি মৌজা থেকে চারদিকে ভারতবেষ্টিত দহ গ্রাম ও আরোপোতা অঞ্চলে 170 মিটার x 85 মিটার 1992 সালে বাংলাদেশকে ভারত সরকার লিজ দেয় । একেই তিনবিঘা করিডোর বলে । অর্থাৎ , এটি হল ভারতীয় এলাকায় বাংলাদেশি ছিটমহল । সরকারী হিসেবে ভারতীয় ভূ – খণ্ডের মধ্যে 130 টি বাংলাদেশি ছিটমহল রয়েছে । তারমধ্যে দহগ্রাম ও আংরাপোতাই সবচেয়ে বড় । আবার বাংলাদেশের মধ্যে ভারতের 95 টি ছিটমহল রয়েছে ।
23. ভারতে আঞ্চলিক বিভাজনের ভিত্তি কী ?
Ans: বিভিন্ন ভূগোলবিদ ভারতে আঞ্চলিক বিভাজনের ভিত্তি উল্লেখ করেছেন— ক ) S.P. চ্যাটার্জ্জী ও R.L. সিং এর মতে প্রাকৃতিক পরিবেশের ভিত্তিতে ভারতের আঞ্চলিক বিভাজন করা সম্ভব । Karan এর মতে ভূ – প্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে এই বিভাজন করা দরকার । গ ) Baker ভারতের আঞ্চলিক বিভাজন করেছেন ভারতের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক উপাদানের ভিত্তিতে । ঘ ) সেনগুপ্ত ভারতের বিভিন্ন অঞ্চলের আর্থ সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই বিভাজন করেছেন ।
FILE INFO : ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি ধারনা , প্রকৃতি ও শ্রেণীবিভাগ – Physical & Economic Concept , Nature , Type , Scale And Dimensions | ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Regional Geography of India – Geography)
File Details:
PDF Name : ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি ধারনা , প্রকৃতি ও শ্রেণীবিভাগ – Physical & Economic Concept , Nature , Type , Scale And Dimensions | ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Regional Geography of India – Geography)
Price : FREE
Download Link : Click Here To Download
INFO : Geography – Regional Geography of India – Question and Answer | ভূগোল – ভারতের আঞ্চলিক ভূগোল – ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি ধারনা , প্রকৃতি ও শ্রেণীবিভাগ (Physical & Economic Concept , Nature , Type , Scale And Dimensions) প্রশ্নোত্তর
” ভূগোল (Geography) – ভারতের আঞ্চলিক ভূগোল (Regional Geography of India) – ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি ধারনা , প্রকৃতি ও শ্রেণীবিভাগ – Physical & Economic Concept , Nature , Type , Scale And Dimensions “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, Madhyamik, Class 11, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস ভূগোল (Geography) ভারতের আঞ্চলিক ভূগোল (Regional Geography of India) – ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি ধারনা , প্রকৃতি ও শ্রেণীবিভাগ – Physical & Economic Concept , Nature , Type , Scale And Dimensions / ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি ধারনা , প্রকৃতি ও শ্রেণীবিভাগ সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি ধারনা , প্রকৃতি ও শ্রেণীবিভাগ (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Physical & Economic Concept , Nature , Type , Scale And Dimensions (Regional Geography of India – Geography) SAQ / Short Question and Answer / ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি ধারনা , প্রকৃতি ও শ্রেণীবিভাগ (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Physical & Economic Concept , Nature , Type , Scale And Dimensions (Regional Geography of India – Geography) Quiz / ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি ধারনা , প্রকৃতি ও শ্রেণীবিভাগ (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Physical & Economic Concept , Nature , Type , Scale And Dimensions (Regional Geography of India – Geography) QNA / ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি ধারনা , প্রকৃতি ও শ্রেণীবিভাগ (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Physical & Economic Concept , Nature , Type , Scale And Dimensions (Regional Geography of India – Geography) Question and Answer FREE PDF Download ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।
ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি ধারনা , প্রকৃতি ও শ্রেণীবিভাগ (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Physical & Economic Concept , Nature , Type , Scale And Dimensions (Regional Geography of India – Geography) Question and Answer in Bengali
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।
ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি ধারনা , প্রকৃতি ও শ্রেণীবিভাগ (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Physical & Economic Concept , Nature , Type , Scale And Dimensions (Regional Geography of India – Geography)
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” ভারতের আঞ্চলিক শ্রেণীকরণের ভিত্তি ধারনা , প্রকৃতি ও শ্রেণীবিভাগ (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Physical & Economic Concept , Nature , Type , Scale And Dimensions (Regional Geography of India – Geography) ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।