নবম শ্রেণী
ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ

1 . ভূ – প্রকৃতিকে ক ’ টি শ্রেণিতে ভাগ করা যায় ও কী কী ?
উত্তরঃ তিনটি শ্রেণীতে । পাহাড় ও পর্বত , মালভূমি ও সমভূমি ।
2 . পর্বতকে ক ‘ ভাগে ভাগ করা যায় ও কী কী ?
উত্তরঃ চারভাগে । ভঙ্গিল পর্বত , স্থূপ পর্বত , ক্ষয়জাত পর্বত , আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত ।
3 . পাহাড় কাকে বলে ? উদাহরণ দাও ।
উত্তরঃ অল্প উচ্চ ( ৩০০ থেকে ১০০০ মিটার ) এবং অল্পদূর বিস্তৃত শিলাপকে বলে পাহাড় । যেমন – রাজমহল পাহাড় ।
4 . দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখ ?
উত্তরঃ ভারতের আরাবল্লী ও আমেরিকা
যুক্তরাষ্ট্রের অ্যাপালেশিয়ান ।
5 . দুটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখ ।
উত্তরঃ এশিয়ার হিমালয় পর্বত এবং ইউরােপের আল্পস পর্বত ।
6 . রিকাম্ববেন্ট ফোল্ড কাকে বলে ?
উত্তরঃ ভঙ্গিল পর্বতে ঊর্ধ্বভঙ্গের দুই বাহু ক্রমশ হেলতে হেলতে যদি একটি বাহু অপর একটি বাহুর ওপর শায়িত হয় , তখন তাকে বলে রিকাম্ববেন্ট ফ্লোল্ড ।
7 . ওভারথ্রাস্ট কাকে বলে ?
উত্তরঃ প্রচণ্ড চাপ এবং টানের ফলে যখন ঊর্ধ্বভঙ্গের ( ভঙ্গিল পর্বতে ) একটি বাহু অপর একটি বাহু থেকে আলাদা হয়ে কিছুটা এগিয়ে যায় , তখন তাকে বলে ওভারফ্রাস্ট ।
8 . ন্যাপ কী ?
উত্তরঃ ভঙ্গিল পর্বত গঠনের সময় চাপ অত্যন্ত বেশি হলে ঊর্ধ্বভঙ্গের এক বাহু অন্য বাহু থেকে একেবারে আলাদা হয়ে স্থানচ্যুত হয় একে ন্যাপ বলে ।
9 . প্রতিসম ও অপ্রতিসম ভাঁজ কী ?
উত্তরঃ ভঙ্গিল পর্বতে ঊধ্বর্ভঙ্গের দু – দিকের বাহু যদি সমানভাবে হেলানাে থাকে তবে তাকে প্রতিসম ভাঁজ বলে । আর যদি একদিকেরনবাহুর তুলনায় অন্যদিকের বাহু একটু বেশি খাড়া থাকে তখন তাকে বলে অপ্রতিসম ভাঁজ ।
10 . চ্যুতিরেখা ও চ্যুতিতল কী ?
উত্তরঃ ভূ – ত্বকে যে রেখা বরাবর চ্যুতি ঘটে তাকে চ্যুতিরেখা এবং যে তলে চ্যুতি ঘটে তাকে চ্যুতিতল বলে ।
11 . গ্রাবেন কী ?
উত্তরঃ যে গ্রস্ত উপত্যকার দু – পাশে স্তুপ পর্বত থাকে , তাকে গ্রাবেন জাতীয় গ্রস্ত উপত্যকা বলে।
12 . জার্মানির ব্ল্যাক ফরেস্ট কী জাতীয় পর্বত ?
উত্তরঃ স্তুপ পর্বত ।
13 . জ্বালামুখ কী ?
উত্তরঃ আগ্নেয় পর্বতের চূড়ায় একটি মুখ থাকে যার মধ্য দিয়ে অগ্ন্যুৎপাত হয় , তাকে জ্বালামুখ বলে ।
উত্তরঃ প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতাে ঘিরে আছে যে আগ্নেয়গিরিমণ্ডল তাকেই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলে ।
15 . ভারতের দুটি ক্ষয়জাত পর্বতের নাম লেখ ।
উত্তরঃ রাজস্থানের আরাবল্লী ও বিহারের রাজমহল ।
16 . পশ্চিমবঙ্গের শুশুনিয়া কী জাতীয় পর্বত ?
উত্তরঃ ক্ষয়জাত পর্বত ।
17 . অগ্ন্যুৎপাতের প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে আগ্নেয় পর্বতের শ্রেনিবিভাগ কর ।
উত্তরঃ ১ । জীবন্ত আগ্নেয়গিরিঃ
ক । অবিরাম আগ্নেয়গিরি – হাওয়াই দ্বীপপুঞ্জের যৌনালৌয়া , পশ্চিমভারতীয় দ্বীপপুঞ্জের মাউন্ট পিলি , ইতালির ভিসুভিয়াস । খ । সবিরাম আগ্নেয়গিরি – ইতালির স্ট্রোম্বলি , ইন্দোনেশিয়ার ক্রাকাতােয়া , আলাস্কার মাউন্ট ম্যাজমা , ভারতের ব্যারেন ।
২ । সুপ্ত আগ্নেয়গিরি – জাপানের মাউন্ট ফুজি ( ফুজিয়ামা ) , মেক্সিকোর পারিকুতিন , আফ্রিকার মাউন্ট কেনিয়া । |
৩ | মৃত আগ্নেয়গিরি – মায়ানমারের মাউন্ট পােপাে , মেস্কিকোর কটোপাস্কি , চিম্বােরাজো , আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নারকোণ্ডাম ।
18 . ভিসুভিয়াস কী জাতীয় পর্বত ?
উত্তরঃ জীবন্ত আগ্নেয়গিরি ।
19 . ক্ষয়জাত পর্বতকে অবশিষ্ট পর্বত বলা হয় কেন ?
উত্তরঃ মূল পর্বত বা মলভূমির অবশিষ্ট অংশ নিয়ে গথিত হয় বলে ক্ষয়জাত পর্বত্র অপর নাম অবশিষ্ট পর্বত ।
20 . ভারতের দুটি আগ্নেয় পর্বতের নাম লেখ ।
উত্তরঃ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন | এবং নারকোণ্ডাম ।
21 . পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কী ?
উত্তরঃ পামীর মালভূমি ( গড় উচ্চতা ৪৮০০ মিটার ) ।
22 . মালভূমি সৃষ্টির কারণগুলি কী কী ?
উত্তরঃ ভূ – আলড়ােন , প্রাকৃতিক ক্ষয়কারী শক্তিসমূহের কাজ এবং লাভ সঞ্চয় ।
23 . মালভূমিকে কয় শ্রেণিতে ভাগ করা যায় কী কী ?
উত্তরঃ তিন শ্রেণিতে ভাগ করা যায় পর্বতবেষ্টিত মালভুমি , ব্যবচ্ছিন্ন মালভূমি , লাভা গঠিত মালভূমি ।
24 . পৃথিবীর বৃহত্তম ব – দ্বীপ সমভূমির নাম লেখ ।
উত্তরঃ গঙ্গা ব – দ্বীপ সমভূমি ।
25 . একটি উন্নত ও একটি অবনত সমভূমির নাম লেখ ।
উত্তরঃ উন্নত সমভূমি – মেক্সিকো উপসাগরের তীরবর্তী উপসাগরীয় সমভূমি অবনত সমভূমি – তুরানের নিম্নভূমি ।
26 , একটি লােয়েস সমভূমির নাম লেখ ।
উত্তরঃ উত্তর চীনের হােয়াভেঘা নদী অববাহিকায় লােয়েস সমভূমির সৃষ্টি হয়েছে ।
27 . টেথিস সাগরের অবস্থান কোথায় ছিল ?
উত্তরঃ- বর্তমানে হিমালয় পর্বতশ্রেণী যে অঞ্চলে বিস্তৃত আছে , সেখানে একসময় টেথিস সাগর ছিল ।
28 . পামীর মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন ?
উত্তরঃ অন্যান্য মালভূমির মতাে পামীরের উপরিভাগ কিছুটা সমতল এবং চারপাশের ঢাল খাড়া পামীরের পরিচয় শুধু মালভূমি হিসাবেই নয় , এটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি । এর উচ্চতা প্রায় ৪৮০০ মিটার । এজন্য পামীরকে পৃথিবীর ছাদ বলে ।
29 . ভারতের সর্ববৃহৎ সঞ্চয়জাত সমভূমি কোনটি ?
উত্তরঃ উত্তর ভারতের সমভূমি । এর অন্য নাম সিন্ধু – গঙ্গা – ব্রহ্মপুত্র সমভূমি ।
30 . একটি লাভাগঠিত মালভূমির নাম লেখ ।
উত্তরঃ মহারাষ্ট্রের লাভ মালভূমি বা ড্রেকান ট্র্যাপ অঞ্চল ।
31 . হিমালয় পর্বতমালা কোন শ্রেণির পর্বত ?
উত্তরঃ- নবীন ভঙ্গিল পর্বত ।
32 . গিরিজনি আন্দোলনের ফলে সৃষ্ট কয়েকটি | পর্বতের নাম লেখাে ।
উত্তরঃ আন্দিজ , আল্পস , আটালাস , হিমালয় পর্বত ইত্যাদি ।
33 . গ্রীক শব্দ ‘ ওরস ‘ এর অর্থ কী ?
উত্তরঃ পর্বত ।
34 . মহাদেশীয় চলনতত্ত্বটি কে কবে প্রকাশ করেন?
উত্তরঃ- ১৯১২ খ্রীষ্টাব্দে আলফ্রেড উইলসন ।
35 . পাতসংস্থানতত্ত্ব কে সর্বপ্রথম প্রকাশ করেন ?
উত্তরঃ মার্কিন ভূবিজ্ঞানী উইলসন ।
36 . পাত – সংস্থান মতবাদের প্রকৃত স্রস্টা কে ?
উত্তরঃ- ফরাসী ভূবিজ্ঞানী পিঁচো ।
37 . ভুবিজ্ঞানীদের মতে কটি পাতের সমন্বয়ে ভূত্বক গঠিত ?
উত্তরঃ ১১ টি প্রধান পাত এবং ২০ টি অপ্রধান পাত ।
38 . কয়েকটি স্কুপ পর্বতের নাম লেখাে ।
উত্তরঃ ফ্রান্সের ভােজ , জার্মানীর ব্ল্যাকফরেস্ট , স্কটল্যাণ্ডের চেভিয়ট , ভারতের নীলগিরি , সাতপুরা ও বিন্ধ্যপর্বত , আফ্রিকার ড্রাকেন্সবার্গ , আমেরিকার হেনরিপর্বত , ব্রাজিলের ব্যাণ্ডিভার , জার্মানির কিওলেন ইত্যাদি ।
39 . কয়েকটি গ্রস্ত উপত্যকার নাম লেখাে ।
উত্তরঃ ফ্রান্সের ভােজ ও জার্মানির ব্ল্যাকফরেস্ট দুটি স্তুপ পর্বত এবং তাদের মাঝে অবস্থিত রাইন নদীর উপত্যকা গ্রস্ত উপত্যকা । ভারতের বিন্ধ্য ও সাতপুরা দুটি স্তুপ পর্বত এবং তাদের মাঝে অবস্থিত নর্মদা নদীর উপত্যকা গ্রস্ত উপত্যকা ।
40 . একটি শঙ্কু বা মােচাকৃতি আগ্নেয়গিরির নাম লেখাে ।
উত্তরঃ হাওয়াই দ্বীপপুঞ্জের যৌনালােয়া ।
41 . মিশ্র শঙ্কুবিশিষ্ট আগ্নেয়গিরির দুটি উদাহরণ দাও ?
উত্তরঃ মেক্সিকোর ওরিজাবা , চিম্বারাজো ।
42 . একটি গম্বুজ আকৃতির আগ্নেয়গিরির নাম লেখো?
উত্তরঃ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের মাউন্ট পিলি ৷
43 . দুটি বিস্ফোরণ জ্বালামুখবিশিষ্ট আগ্নেয়গিরির নাম লেখাে ।
উত্তরঃ আইসল্যান্ডের ক্রাফলা , ইন্দনেশিয়ার ক্রাকাতােয়া ।
44 . কয়েকটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখাে ।
উত্তরঃ হাওয়াই দ্বীপপুঞ্জের যৌনালৌয়া , পশ্চিমভারতীয় দ্বীপপুঞ্জের মাউন্ট পিলি , ইতালির ভিসুভিয়াস । ইতালির স্ট্রোম্বলি , ইন্দোনেশিয়ার ক্রাকাতােয়া , আলাস্কার মাউন্ট ম্যাজমা , ভারতের ব্যারেন ।
45 . কয়েকটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখাে ।
উত্তরঃ জাপানের মাউন্ট ফুজি ( ফুজিয়ামা ) , মেক্সিকোর পারিকুতিন , আফ্রিকার মাউন্ট কেনিয়া ।
46 . কয়েকটি মৃত আগ্নেয়গিরির নাম লেখাে ।
উত্তরঃ মায়ানমারের মাউন্ট পােপাে , মেস্কিকোর কটোপাস্কি , চিম্বােরাজো , আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নারকোণ্ডাম ।
47 . পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম কী ?
উত্তরঃ হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালৌয়া ।
48 . কাকে ভূমধ্যসাগরের আলােকস্তম্ভ বলা হয় ?
উত্তরঃ ইতালির স্ট্রোম্বলিকে ।
49 . পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরির নাম কী ?
উত্তরঃ পশ্চিমভারতীয় দ্বীপপুঞ্জের মাউন্ট পিলি ।
50 . ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরির নাম কী ?
উত্তরঃ ব্যারেন ।
51 . কয়েকটি ক্ষয়জাত পর্বতের নাম লেখাে ।
উত্তরঃ উত্তর আমেরিকার অ্যাপালচিয়ান ও সিয়েবানেভেদা , ইউরােপের গ্লিণ্টারটিন , অস্ট্রেলিয়ার হামার্সলেরেঞ্জ , ভারতের আরাবল্লী ।
52 . কাকে পৃথিবীর ছাদ বলা হয় ?
উত্তরঃ পামীর মালভুমিকে ।
53 . পামীর মালভূমির উচ্চতা কত ?
উত্তরঃ ৪৮০০ ফুট ।
56 . পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কী ? এর | দৈর্ঘ্য কত ?
উত্তরঃ তিব্বতের মালভূমি ।
55 . পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মালভূমির নাম কী ?
উত্তরঃ বলিভিয়ার মালভূমি ।
56 . লাদাক মালভূমির গড় উচ্চতা কত ?
উত্তরঃ ৪০০০ মিটার ।
57 . পশ্চিমবঙ্গের একটি মালভূমির নাম লেখাে । এর উচ্চতা কত ?
উত্তরঃ গাের্গাবুরু । এর উচ্চতা ৬৭৭ মিটার ।
58 . ভূপৃষ্ঠের ক্ষয়সাধনের ফলে সৃষ্ট কয়েকটি মালভূমির নাম লেখ ।
উত্তরঃ ক্যালিডােনিয়ার মালভূমি , ফিজেন্ড মাওভূমি ।
59 . লাভা সঞ্চয়ের ফলে সৃষ্ট কয়েকটি মালভূমির নাম লেখ ।
উত্তরঃ ভারতের মালব মালভূমি ও মহারাষ্ট্রের মালভূমি বা ড্রেকান ট্র্যাপ , আফ্রিকার আবিসিনিয়ার মালভূমি , উত্তর আমেরিকার কলম্বিয়া ।
60 . কয়েকটি মহাদেশীয় মালভূমি বা শিল্ড মালভূমির নাম লেখ ।
উত্তরঃ আফ্রিকার মালভূমি , আরবের মালভূমি , ভারতের দাক্ষিণাত্য মালভূমি , ব্রাজিলের মালভূমি , পশ্চিম অস্ট্রেলিয়ার মালভূমি ।
61 . কয়েকটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখা ।
উত্তরঃ পামীর মালভূমি , তিব্বতের মালভূমি , ছয়ডাম বা শৈদাম মালভূমি , সিনকিয়াং মালভূমি , ইরানের মালভূমি , অ্যানাটোলিয়া মালভূমি ।
62 . একটি তির্যক মালভূমির নাম লেখ ।
উত্তরঃ স্পেনের মেসেটা মালভূমি , মেঘালয়ের চেরাপুঞ্জি পামভূমি , ফান্সের প্যারিস অববাহিকা ।
63 . একটি চ্যুতি মালভূমির নাম লেখ ।
উত্তরঃ ফ্রেন্সর সেন্ট্রাল ম্যাসিফ ।
64 . একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখ ।
উত্তরঃ কর্ণাটকের মালনাদ অঞ্চল , স্কটল্যাণ্ডের ও ওয়েলসের উচ্চভূমি ব্যবচ্ছিন্ন মালভূমির অন্তর্গত ।
65 . একটি সমপ্ৰায়ভূমির নাম লেখ ।
উত্তরঃ মিশরের সিনাই অঞ্চল ।
66 . একটি পলিগঠিত সমভূমির নাম লেখ ।
উত্তরঃ গঙ্গা সমভূমি ।
67 . একটি বন্যাগঠিত সমভূমির নাম লেখ ।
উত্তরঃ মিশরের নীলনদের সমভূমি ।
68 . একটি উপকূলের সমভূমির নাম লেখ ।
উত্তরঃ করমণ্ডল সমভূমি ।
69 . একটি ব – দ্বীপ সমভুমির নাম লেখ ।
উত্তরঃ সুন্দরবনের ব – দ্বীপ সমভূমি ।
70 . একটি হিমবাহ সমভূমির নাম লেখ ।
উত্তরঃ কানাডার উত্তরাংশ এবং সাইবেরিয়ার সমভূমি ।
71 . একটি হ্রদ সমভূমির নাম লেখ ।
উত্তরঃ মালব মালভূমির দক্ষিণাংশ ।
72 . একটি লােয়েস সমভূমির নাম লেখ ।
উত্তরঃ চীনের হােয়াংহাে অববাহিকায় লােয়েস সমভূমি গড়ে উঠেছে ।
73 . কোথায় বাজাদা বা মরুমরুভূমি দেখা যায় ?
উত্তরঃ আফ্রিকা মহাদেশে সাহরীয় আটলাসের পাদদেশে শটসের জলাভুমির সন্নিকট বাজাদা দেখা যায় ।
74 . পেডিমেন্ট কোথায় দেখা যায় ?
উত্তরঃ সাহারা মরভূমির উত্তরে আতলাস পর্বতের পাদদেশে পেডিমেন্ট দেখা যায় ।
75 . মােনাডনক কী ? কোথায় দেখা যায় ?
উত্তরঃ সমপ্ৰায়ভুমির মধ্যস্থিত অবশিষ্ট পাহাড়কে যােনাডনক বলা হয় । মেঘালয়ে দেখা যায় ।
ছোটো প্রশ্ন ও উত্তর:- পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ —পর্বত, মালভূমি ও সমভূমি
প্রশ্ন:- ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) সৃষ্টির প্রধান কারণ কী ?
উত্তর:- ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) সৃষ্টির প্রধান কারণ ভুখন্ডের পার্শ্ববর্তী চলন ।
প্রশ্ন:- ভারতের হিমালয় পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- হিমালয় পর্বত ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত।
প্রশ্ন:- ইউরোপের আল্পস ও জুরা পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- ইউরোপের আল্পস ও জুরা পর্বত ভঙ্গিল পর্বত বাভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- আফ্রিকার আটলাস পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- আফ্রিকার আটলাস পর্বত ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- উত্তর আমেরিকার রকি পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- উত্তর আমেরিকার রকি পর্বত ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত ভঙ্গিল পর্বত বাভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- স্তুপ পর্বতের মাথা কেমন আকৃতির দেখতে হয় ?
উত্তর:- স্তুপ পর্বতের মাথা চ্যাপ্টা আকৃতির দেখতে হয় ।
প্রশ্ন:- ভারতের সাতপুরা পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- ভারতের সাতপুরা পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- ভারতের নীলগিরি পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- ভারতের নীলগিরি পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- ভারতের আন্নামালাই পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- ভারতের আন্নামালাই পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- ভারতের বিন্ধ্য পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- ভারতের বিন্ধ্য পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- ফ্রান্সের ভোজ পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- ফ্রান্সের ভোজ পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত।
প্রশ্ন:- জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- জার্মানির ব্ল্যাক ফরেস্ট স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- জার্মানির ব্ল্যাক ফরেস্ট স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- ভারতের আরাবল্লী পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- ভারতের আরাবল্লী পর্বত ক্ষয়্জাত পর্বত বা অবশিষ্ট(Relict বা Erosional বা Residual Mountain) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- ভারতের পূর্বঘাট পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- ভারতের পূর্বঘাট পর্বত ক্ষয়্জাত পর্বত বা অবশিষ্ট (Relict বা Erosional বা Residual Mountain) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- বিহারের রাজমহল পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- বিহারের রাজমহল পর্বত ক্ষয়্জাত পর্বত বা অবশিষ্ট(Relict বা Erosional বা Residual Mountain) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- স্পেনের সিয়েরা নেভাদা পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- স্পেনের সিয়েরা নেভাদা পর্বত ক্ষয়্জাত পর্বত বা অবশিষ্ট (Relict বা Erosional বা Residual Mountain) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- ইটালির ভিসুভিয়াস পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- ইটালির ভিসুভিয়াসপর্বত আগ্নেয় পর্বত বাসঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- জাপানের ফুজিয়ামা পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- জাপানের ফুজিয়ামা পর্বত আগ্নেয় পর্বত বাসঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত আগ্নেয় পর্বত বাসঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- মেক্সিকোর পোপোক্যাটেপেটল পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- মেক্সিকোর পোপোক্যাটেপেটল পর্বত আগ্নেয় পর্বত বাসঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- দক্ষিণ আমেরিকার অ্যাকনকাগুয়া পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- দক্ষিণ আমেরিকার অ্যাকনকাগুয়া পর্বত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- দক্ষিণ আমেরিকার চিম্বোরাজো পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- দক্ষিণ আমেরিকার চিম্বোরাজো পর্বত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- দক্ষিণ আমেরিকার কটোপাক্সি পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- দক্ষিণ আমেরিকার কটোপাক্সি পর্বত আগ্নেয় পর্বত বাসঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।
প্রশ্ন:- গ্রস্ত উপত্যকা (Rift Valley) কোথায় দেখা যায় ?
উত্তর:- স্তুপ পর্বতে গ্রস্ত উপত্যকা (Rift Valley) দেখা যায় ।
প্রশ্ন:- দামোদর উপত্যকা কোন শ্রেণির উপত্যকার উদাহরণ ?
উত্তর:- দামোদর উপত্যকা হল ভারতের একটি গ্রস্ত উপত্যকার (Rift Valley) উদাহরণ ।
প্রশ্ন:- ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বতের নাম কী ?
উত্তর:- ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বত হল ব্যারেন দ্বীপ ।
প্রশ্ন:- ভঙ্গিল পর্বত কোন শিলা থেকে সৃষ্টি হয় ?
উত্তর:- ভঙ্গিল পর্বত পাললিক শিলা (Sedimentary Rocks) থেকে সৃষ্টি হয় ।
প্রশ্ন:- ব্যবচ্ছিন্ন মালভূমি (Dissected Plateau) বিচ্ছিন্ন হয় মূলত কিসের দ্বারা ?
উত্তর:- ব্যবচ্ছিন্ন মালভূমি (Dissected Plateau) বিচ্ছিন্ন হয় মূলত নদী উপত্যকা দ্বারা।
প্রশ্ন:- পৃথিবীর বৃহত্তম উচ্চ-মালভূমির নাম কী ?
উত্তর:- পৃথিবীর বৃহত্তম উচ্চ-মালভূমি নাম হল তিব্বত মালভূমি ।
প্রশ্ন:- ঝাড়খন্ডের ছোটনাগপুর মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- ঝাড়খন্ডের ছোটনাগপুর মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি(Dissected Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।
প্রশ্ন:- কর্ণাটকের মালনাদ মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- কর্ণাটকের মালনাদ মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি(Dissected Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।
প্রশ্ন:- মধ্যভারতের বিন্ধ্য মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- মধ্যভারতের বিন্ধ্য মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি(Dissected Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।
প্রশ্ন:- গ্রেট বৃটেনের ওয়েলস মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- গ্রেট বৃটেনের ওয়েলস মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি(Dissected Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।
প্রশ্ন:- হিমালয় ও কুনলুন পর্বতের মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- তিব্বত মালভূমি পর্বতঘেরা মালভূমি (Intermontane Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।
প্রশ্ন:- এলবুর্জ ও জাগ্রোস পর্বতের মধ্যে অবস্থিত ইরাণের মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- এলবুর্জ ও জাগ্রোস পর্বতের মধ্যে অবস্থিত ইরাণের মালভূমি পর্বতঘেরা মালভূমি (Intermontane Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।
প্রশ্ন:- পন্টিক ও টরাস মধ্যে অবস্থিত আনাতোলিয়ার মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- পন্টিক ও টরাস মধ্যে অবস্থিত আনাতোলিয়ার মালভূমি পর্বতঘেরা মালভূমি (Intermontane Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।
প্রশ্ন:- দাক্ষিণাত্যের ডেকানট্রাপ মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- দাক্ষিণাত্যের ডেকানট্রাপ মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।
প্রশ্ন:- দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিমাংশে অবস্থিত মহারাষ্ট্র মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিমাংশে অবস্থিত মহারাষ্ট্র মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।
প্রশ্ন:- আমেরিকা যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া-স্নেক নদীর অববাহিকায় অবস্থিত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া-স্নেক নদীর অববাহিকায় অবস্থিত মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।
প্রশ্ন:- পূর্ব আফ্রিকার সোমালিয়া ও ইথিওপিয়ায় অবস্থিত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- পূর্ব আফ্রিকার সোমালিয়া ও ইথিওপিয়ায় অবস্থিত মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।
প্রশ্ন:- দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় (অল্টিপ্লানো) অবস্থিত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় (অল্টিপ্লানো) অবস্থিত মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।
প্রশ্ন:- পশ্চিম মেক্সিকোয় (পশ্চিম সিয়েরা মাদ্রে ) অবস্থিত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- পশ্চিম মেক্সিকোয় (পশ্চিম সিয়েরা মাদ্রে ) অবস্থিত মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।
প্রশ্ন:- সমভূমি [Plains] কয় প্রকার ও কী কী ?
উত্তর:- সমভূমিকে [Plains] নানা প্রকারে ভাগ করা যায় ; যথা —(ক) পলিগঠিত সমভূমি [Alluvial Plain] (খ) প্লাবন সমভূমি [Flood Plain] (গ) ব-দ্বীপ সমভূমি [Deltaic Plain] (ঘ) উপকূল সমভূমি [Coastal Plain] (ঙ) সমপ্রায় সমভূমি। এছাড়া আরও অনেক রকমের সমভূমি আছে, যেমন —তরঙ্গায়িত সমভূমি, হ্রদ-সমভূমি, লাভা সমভূমি, লোয়েস সমভূমি প্রভৃতি ।
প্রশ্ন:- উত্তর ভারতের সুবিশাল সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্রের সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- উত্তর ভারতের সুবিশাল সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্রের সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি ।
প্রশ্ন:- ইয়াংসিকিয়াং নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- ইয়াংসিকিয়াং নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি ।
প্রশ্ন:- মেকং নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- মেকং নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি[Alluvial Plain] শ্রেণির সমভূমি।
প্রশ্ন:- মেনাম নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- মেনাম নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি[Alluvial Plain] শ্রেণির সমভূমি।
প্রশ্ন:- ইরাবতী নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- ইরাবতী নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি ।
প্রশ্ন:- টাইগ্রিস নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- টাইগ্রিস নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি।
প্রশ্ন:- মিসিসিপি-মিসৌরী নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- মিসিসিপি-মিসৌরী নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি ।
প্রশ্ন:- প্লাবন সমভূমি [Flood Plain] কোথায় দেখা যায় ?
উত্তর:- পৃথিবীর প্রায় সব নদীর তীরে কম-বেশি প্লাবন সমভূমি [Flood Plain] দেখা যায় ।
প্রশ্ন:- সঞ্চয়জাত সমভূমি কাকে বলে ?
উত্তর:- প্লাবন সমভূমিকে সঞ্চয়জাত সমভূমিও বলে । এই সমভূমি পলিমাটি সঞ্চিত হয়ে গঠিত হয় বলে একে সঞ্চয়জাত সমভূমি বলে । গাঙ্গেয় সমভূমি ভারতের সর্ববৃহৎ সঞ্চয়জাত সমভূমি ।
প্রশ্ন:- ব-দ্বীপ সমভূমি [Deltaic Plain] কোথায় দেখা যায় ?
উত্তর:- গঙ্গা, ব্রহ্মপুত্র, হোয়াংহো, ইয়াংসিকিয়াং, মিসিসিপি-মিসৌরী, নীলনদ প্রভৃতি নদ-নদীর মোহনার কাছাকাছি জায়গায় ব-দ্বীপ সমভূমি [Deltaic Plain] দেখা যায় ।
প্রশ্ন:- উপকূল সমভূমি [Coastal Plain] কোথায় দেখা যায় ?
উত্তর:- এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা প্রভৃতি সব মহাদেশের উপকূলে উপকূল সমভূমি [Coastal Plain] দেখা যায় । এই সমভূমি সাধারণত সমুদ্রের দিকে ঢালু হয় ।
প্রশ্ন:- যাবতীয় পর্বতের মধ্যে সবচেয়ে নবীন কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- যাবতীয় পর্বতের মধ্যে সবচেয়ে নবীন ভঙ্গিল পর্বত ।
প্রশ্ন:- পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম কী ?
উত্তর:- পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম হল হাওয়াই দ্বীপের মৌনালোয়া ।
প্রশ্ন:-পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি ?
উত্তর:- পৃথিবীর বৃহত্তম সমভূমি হল ইউরেশিয়া সমভূমি ।
প্রশ্ন:- ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ?
উত্তর:- ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হল ব্যারেন দ্বীপ ।
প্রশ্ন:- ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী ?
উত্তর:- ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হল লাদাখ ।
প্রশ্ন:- পাখির পায়ের মতো দেখতে একটি ব-দ্বীপের নাম কী ?
উত্তর:- পাখির পায়ের মতো দেখতে একটি ব-দ্বীপের নাম হল মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরী-মিসিসিপির ব-দ্বীপ ।
প্রশ্ন:- জীবাশ্ম দেখা যায় কোন শ্রেণীর পর্বতে ?
উত্তর:- জীবাশ্ম দেখা যায় ভঙ্গিল শ্রেণীর পর্বতে ।
প্রশ্ন:- পৃথিবীর ছাদ কাকে বলে ?
উত্তর:- পামীর মালভূমিকে পৃথিবীর ছাদ বলে ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।