নবম শ্রেণী

ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ 


1 . ভূ – প্রকৃতিকে ক ’ টি শ্রেণিতে ভাগ করা যায় ও কী কী ?


উত্তরঃ
তিনটি শ্রেণীতে । পাহাড় ও পর্বত , মালভূমি ও সমভূমি ।

2 . পর্বতকে ক ‘ ভাগে ভাগ করা যায় ও কী কী ?


উত্তরঃ
চারভাগে । ভঙ্গিল পর্বত , স্থূপ পর্বত , ক্ষয়জাত পর্বত , আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত ।

3 . পাহাড় কাকে বলে ? উদাহরণ দাও ।


উত্তরঃ
অল্প উচ্চ ( ৩০০ থেকে ১০০০ মিটার ) এবং অল্পদূর বিস্তৃত শিলাপকে বলে পাহাড় । যেমন – রাজমহল পাহাড় ।

4 . দুটি প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম লেখ ?

উত্তরঃ ভারতের আরাবল্লী ও আমেরিকা
যুক্তরাষ্ট্রের অ্যাপালেশিয়ান ।

5 . দুটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখ ।

উত্তরঃ এশিয়ার হিমালয় পর্বত এবং ইউরােপের আল্পস পর্বত ।

6 . রিকাম্ববেন্ট ফোল্ড কাকে বলে ?

উত্তরঃ ভঙ্গিল পর্বতে ঊর্ধ্বভঙ্গের দুই বাহু ক্রমশ হেলতে হেলতে যদি একটি বাহু অপর একটি বাহুর ওপর শায়িত হয় , তখন তাকে বলে রিকাম্ববেন্ট ফ্লোল্ড ।

7 . ওভারথ্রাস্ট কাকে বলে ?

উত্তরঃ প্রচণ্ড চাপ এবং টানের ফলে যখন ঊর্ধ্বভঙ্গের ( ভঙ্গিল পর্বতে ) একটি বাহু অপর একটি বাহু থেকে আলাদা হয়ে কিছুটা এগিয়ে যায় , তখন তাকে বলে ওভারফ্রাস্ট ।

8 . ন্যাপ কী ?

উত্তরঃ ভঙ্গিল পর্বত গঠনের সময় চাপ অত্যন্ত বেশি হলে ঊর্ধ্বভঙ্গের এক বাহু অন্য বাহু থেকে একেবারে আলাদা হয়ে স্থানচ্যুত হয় একে ন্যাপ বলে ।

9 . প্রতিসম ও অপ্রতিসম ভাঁজ কী ?

উত্তরঃ ভঙ্গিল পর্বতে ঊধ্বর্ভঙ্গের দু – দিকের বাহু যদি সমানভাবে হেলানাে থাকে তবে তাকে প্রতিসম ভাঁজ বলে । আর যদি একদিকেরনবাহুর তুলনায় অন্যদিকের বাহু একটু বেশি খাড়া থাকে তখন তাকে বলে অপ্রতিসম ভাঁজ ।

10 . চ্যুতিরেখা ও চ্যুতিতল কী ?

উত্তরঃ ভূ – ত্বকে যে রেখা বরাবর চ্যুতি ঘটে তাকে চ্যুতিরেখা এবং যে তলে চ্যুতি ঘটে তাকে চ্যুতিতল বলে ।

11 . গ্রাবেন কী ?

উত্তরঃ যে গ্রস্ত উপত্যকার দু – পাশে স্তুপ পর্বত থাকে , তাকে গ্রাবেন জাতীয় গ্রস্ত উপত্যকা বলে।

12 . জার্মানির ব্ল্যাক ফরেস্ট কী জাতীয় পর্বত ?

উত্তরঃ স্তুপ পর্বত ।

13 . জ্বালামুখ কী ?

উত্তরঃ আগ্নেয় পর্বতের চূড়ায় একটি মুখ থাকে যার মধ্য দিয়ে অগ্ন্যুৎপাত হয় , তাকে জ্বালামুখ বলে ।

14 . প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কী ?
উত্তরঃ প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতাে ঘিরে আছে যে আগ্নেয়গিরিমণ্ডল তাকেই প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা বলে ।

15 . ভারতের দুটি ক্ষয়জাত পর্বতের নাম লেখ ।

উত্তরঃ রাজস্থানের আরাবল্লী ও বিহারের রাজমহল ।
16 . পশ্চিমবঙ্গের শুশুনিয়া কী জাতীয় পর্বত ?
উত্তরঃ ক্ষয়জাত পর্বত ।
17 . অগ্ন্যুৎপাতের প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে আগ্নেয় পর্বতের শ্রেনিবিভাগ কর ।
উত্তরঃ ১ । জীবন্ত আগ্নেয়গিরিঃ
ক । অবিরাম আগ্নেয়গিরি – হাওয়াই দ্বীপপুঞ্জের যৌনালৌয়া , পশ্চিমভারতীয় দ্বীপপুঞ্জের মাউন্ট পিলি , ইতালির ভিসুভিয়াস । খ । সবিরাম আগ্নেয়গিরি – ইতালির স্ট্রোম্বলি , ইন্দোনেশিয়ার ক্রাকাতােয়া , আলাস্কার মাউন্ট ম্যাজমা , ভারতের ব্যারেন ।
২ । সুপ্ত আগ্নেয়গিরি – জাপানের মাউন্ট ফুজি ( ফুজিয়ামা ) , মেক্সিকোর পারিকুতিন , আফ্রিকার মাউন্ট কেনিয়া । |
৩ | মৃত আগ্নেয়গিরি – মায়ানমারের মাউন্ট পােপাে , মেস্কিকোর কটোপাস্কি , চিম্বােরাজো , আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নারকোণ্ডাম ।
18 . ভিসুভিয়াস কী জাতীয় পর্বত ?
উত্তরঃ জীবন্ত আগ্নেয়গিরি ।
19 . ক্ষয়জাত পর্বতকে অবশিষ্ট পর্বত বলা হয় কেন ?
উত্তরঃ মূল পর্বত বা মলভূমির অবশিষ্ট অংশ নিয়ে গথিত হয় বলে ক্ষয়জাত পর্বত্র অপর নাম অবশিষ্ট পর্বত ।
20 . ভারতের দুটি আগ্নেয় পর্বতের নাম লেখ ।
উত্তরঃ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন | এবং নারকোণ্ডাম ।
21 . পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কী ?
উত্তরঃ পামীর মালভূমি ( গড় উচ্চতা ৪৮০০ মিটার ) ।
22 . মালভূমি সৃষ্টির কারণগুলি কী কী ?
উত্তরঃ ভূ – আলড়ােন , প্রাকৃতিক ক্ষয়কারী শক্তিসমূহের কাজ এবং লাভ সঞ্চয় ।
23 . মালভূমিকে কয় শ্রেণিতে ভাগ করা যায় কী কী ?
উত্তরঃ তিন শ্রেণিতে ভাগ করা যায় পর্বতবেষ্টিত মালভুমি , ব্যবচ্ছিন্ন মালভূমি , লাভা গঠিত মালভূমি ।
24 . পৃথিবীর বৃহত্তম ব – দ্বীপ সমভূমির নাম লেখ ।
উত্তরঃ গঙ্গা ব – দ্বীপ সমভূমি ।
25 . একটি উন্নত ও একটি অবনত সমভূমির নাম লেখ ।
উত্তরঃ উন্নত সমভূমি – মেক্সিকো উপসাগরের তীরবর্তী উপসাগরীয় সমভূমি অবনত সমভূমি – তুরানের নিম্নভূমি ।
26 , একটি লােয়েস সমভূমির নাম লেখ ।
উত্তরঃ উত্তর চীনের হােয়াভেঘা নদী অববাহিকায় লােয়েস সমভূমির সৃষ্টি হয়েছে ।
27 . টেথিস সাগরের অবস্থান কোথায় ছিল ?
উত্তরঃ- বর্তমানে হিমালয় পর্বতশ্রেণী যে অঞ্চলে বিস্তৃত আছে , সেখানে একসময় টেথিস সাগর ছিল ।
28 . পামীর মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন ?
উত্তরঃ অন্যান্য মালভূমির মতাে পামীরের উপরিভাগ কিছুটা সমতল এবং চারপাশের ঢাল খাড়া পামীরের পরিচয় শুধু মালভূমি হিসাবেই নয় , এটি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি । এর উচ্চতা প্রায় ৪৮০০ মিটার । এজন্য পামীরকে পৃথিবীর ছাদ বলে ।
29 . ভারতের সর্ববৃহৎ সঞ্চয়জাত সমভূমি কোনটি ?
উত্তরঃ উত্তর ভারতের সমভূমি । এর অন্য নাম সিন্ধু – গঙ্গা – ব্রহ্মপুত্র সমভূমি ।
30 . একটি লাভাগঠিত মালভূমির নাম লেখ ।
উত্তরঃ মহারাষ্ট্রের লাভ মালভূমি বা ড্রেকান ট্র্যাপ অঞ্চল ।
31 . হিমালয় পর্বতমালা কোন শ্রেণির পর্বত ?
উত্তরঃ- নবীন ভঙ্গিল পর্বত ।
32 . গিরিজনি আন্দোলনের ফলে সৃষ্ট কয়েকটি | পর্বতের নাম লেখাে ।
উত্তরঃ আন্দিজ , আল্পস , আটালাস , হিমালয় পর্বত ইত্যাদি ।
33 . গ্রীক শব্দ ‘ ওরস ‘ এর অর্থ কী ?
উত্তরঃ পর্বত ।
34 . মহাদেশীয় চলনতত্ত্বটি কে কবে প্রকাশ করেন?
উত্তরঃ- ১৯১২ খ্রীষ্টাব্দে আলফ্রেড উইলসন ।
35 . পাতসংস্থানতত্ত্ব কে সর্বপ্রথম প্রকাশ করেন ?
উত্তরঃ মার্কিন ভূবিজ্ঞানী উইলসন ।
36 . পাত – সংস্থান মতবাদের প্রকৃত স্রস্টা কে ?
উত্তরঃ- ফরাসী ভূবিজ্ঞানী পিঁচো ।
37 . ভুবিজ্ঞানীদের মতে কটি পাতের সমন্বয়ে ভূত্বক গঠিত ?
উত্তরঃ ১১ টি প্রধান পাত এবং ২০ টি অপ্রধান পাত ।
38 . কয়েকটি স্কুপ পর্বতের নাম লেখাে ।
উত্তরঃ ফ্রান্সের ভােজ , জার্মানীর ব্ল্যাকফরেস্ট , স্কটল্যাণ্ডের চেভিয়ট , ভারতের নীলগিরি , সাতপুরা ও বিন্ধ্যপর্বত , আফ্রিকার ড্রাকেন্সবার্গ , আমেরিকার হেনরিপর্বত , ব্রাজিলের ব্যাণ্ডিভার , জার্মানির কিওলেন ইত্যাদি ।
39 . কয়েকটি গ্রস্ত উপত্যকার নাম লেখাে ।
উত্তরঃ ফ্রান্সের ভােজ ও জার্মানির ব্ল্যাকফরেস্ট দুটি স্তুপ পর্বত এবং তাদের মাঝে অবস্থিত রাইন নদীর উপত্যকা গ্রস্ত উপত্যকা । ভারতের বিন্ধ্য ও সাতপুরা দুটি স্তুপ পর্বত এবং তাদের মাঝে অবস্থিত নর্মদা নদীর উপত্যকা গ্রস্ত উপত্যকা ।
40 . একটি শঙ্কু বা মােচাকৃতি আগ্নেয়গিরির নাম লেখাে ।
উত্তরঃ হাওয়াই দ্বীপপুঞ্জের যৌনালােয়া ।
41 . মিশ্র শঙ্কুবিশিষ্ট আগ্নেয়গিরির দুটি উদাহরণ দাও ?
উত্তরঃ মেক্সিকোর ওরিজাবা , চিম্বারাজো ।
42 . একটি গম্বুজ আকৃতির আগ্নেয়গিরির নাম লেখো?
উত্তরঃ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের মাউন্ট পিলি ৷
43 . দুটি বিস্ফোরণ জ্বালামুখবিশিষ্ট আগ্নেয়গিরির নাম লেখাে ।
উত্তরঃ আইসল্যান্ডের ক্রাফলা , ইন্দনেশিয়ার ক্রাকাতােয়া ।
44 . কয়েকটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখাে ।
উত্তরঃ হাওয়াই দ্বীপপুঞ্জের যৌনালৌয়া , পশ্চিমভারতীয় দ্বীপপুঞ্জের মাউন্ট পিলি , ইতালির ভিসুভিয়াস । ইতালির স্ট্রোম্বলি , ইন্দোনেশিয়ার ক্রাকাতােয়া , আলাস্কার মাউন্ট ম্যাজমা , ভারতের ব্যারেন ।
45 . কয়েকটি সুপ্ত আগ্নেয়গিরির নাম লেখাে ।
উত্তরঃ জাপানের মাউন্ট ফুজি ( ফুজিয়ামা ) , মেক্সিকোর পারিকুতিন , আফ্রিকার মাউন্ট কেনিয়া ।
46 . কয়েকটি মৃত আগ্নেয়গিরির নাম লেখাে ।
উত্তরঃ মায়ানমারের মাউন্ট পােপাে , মেস্কিকোর কটোপাস্কি , চিম্বােরাজো , আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নারকোণ্ডাম ।
47 . পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম কী ?
উত্তরঃ হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালৌয়া ।
48 . কাকে ভূমধ্যসাগরের আলােকস্তম্ভ বলা হয় ?
উত্তরঃ ইতালির স্ট্রোম্বলিকে ।
49 . পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী আগ্নেয়গিরির নাম কী ?
উত্তরঃ পশ্চিমভারতীয় দ্বীপপুঞ্জের মাউন্ট পিলি ।
50 . ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরির নাম কী ?
উত্তরঃ ব্যারেন ।
51 . কয়েকটি ক্ষয়জাত পর্বতের নাম লেখাে ।
উত্তরঃ উত্তর আমেরিকার অ্যাপালচিয়ান ও সিয়েবানেভেদা , ইউরােপের গ্লিণ্টারটিন , অস্ট্রেলিয়ার হামার্সলেরেঞ্জ , ভারতের আরাবল্লী ।
52 . কাকে পৃথিবীর ছাদ বলা হয় ?
উত্তরঃ পামীর মালভুমিকে ।
53 . পামীর মালভূমির উচ্চতা কত ?
উত্তরঃ ৪৮০০ ফুট ।
56 . পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কী ? এর | দৈর্ঘ্য কত ?
উত্তরঃ তিব্বতের মালভূমি ।
55 . পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মালভূমির নাম কী ?
উত্তরঃ বলিভিয়ার মালভূমি ।
56 . লাদাক মালভূমির গড় উচ্চতা কত ?
উত্তরঃ ৪০০০ মিটার ।
57 . পশ্চিমবঙ্গের একটি মালভূমির নাম লেখাে । এর উচ্চতা কত ?
উত্তরঃ গাের্গাবুরু । এর উচ্চতা ৬৭৭ মিটার ।
58 . ভূপৃষ্ঠের ক্ষয়সাধনের ফলে সৃষ্ট কয়েকটি মালভূমির নাম লেখ ।
উত্তরঃ ক্যালিডােনিয়ার মালভূমি , ফিজেন্ড মাওভূমি ।
59 . লাভা সঞ্চয়ের ফলে সৃষ্ট কয়েকটি মালভূমির নাম লেখ ।
উত্তরঃ ভারতের মালব মালভূমি ও মহারাষ্ট্রের মালভূমি বা ড্রেকান ট্র্যাপ , আফ্রিকার আবিসিনিয়ার মালভূমি , উত্তর আমেরিকার কলম্বিয়া ।
60 . কয়েকটি মহাদেশীয় মালভূমি বা শিল্ড মালভূমির নাম লেখ ।
উত্তরঃ আফ্রিকার মালভূমি , আরবের মালভূমি , ভারতের দাক্ষিণাত্য মালভূমি , ব্রাজিলের মালভূমি , পশ্চিম অস্ট্রেলিয়ার মালভূমি ।
61 . কয়েকটি পর্বতবেষ্টিত মালভূমির নাম লেখা ।
উত্তরঃ পামীর মালভূমি , তিব্বতের মালভূমি , ছয়ডাম বা শৈদাম মালভূমি , সিনকিয়াং মালভূমি , ইরানের মালভূমি , অ্যানাটোলিয়া মালভূমি ।
62 . একটি তির্যক মালভূমির নাম লেখ ।
উত্তরঃ স্পেনের মেসেটা মালভূমি , মেঘালয়ের চেরাপুঞ্জি পামভূমি , ফান্সের প্যারিস অববাহিকা ।
63 . একটি চ্যুতি মালভূমির নাম লেখ ।
উত্তরঃ ফ্রেন্সর সেন্ট্রাল ম‍্যাসিফ ।
64 . একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখ ।
উত্তরঃ কর্ণাটকের মালনাদ অঞ্চল , স্কটল্যাণ্ডের ও ওয়েলসের উচ্চভূমি ব্যবচ্ছিন্ন মালভূমির অন্তর্গত ।
65 . একটি সমপ্ৰায়ভূমির নাম লেখ ।
উত্তরঃ মিশরের সিনাই অঞ্চল ।
66 . একটি পলিগঠিত সমভূমির নাম লেখ ।
উত্তরঃ গঙ্গা সমভূমি ।
67 . একটি বন্যাগঠিত সমভূমির নাম লেখ ।
উত্তরঃ মিশরের নীলনদের সমভূমি ।
68 . একটি উপকূলের সমভূমির নাম লেখ ।
উত্তরঃ করমণ্ডল সমভূমি ।
69 . একটি ব – দ্বীপ সমভুমির নাম লেখ ।
উত্তরঃ সুন্দরবনের ব – দ্বীপ সমভূমি ।
70 . একটি হিমবাহ সমভূমির নাম লেখ ।
উত্তরঃ কানাডার উত্তরাংশ এবং সাইবেরিয়ার সমভূমি ।
71 . একটি হ্রদ সমভূমির নাম লেখ ।
উত্তরঃ মালব মালভূমির দক্ষিণাংশ ।
72 . একটি লােয়েস সমভূমির নাম লেখ ।
উত্তরঃ চীনের হােয়াংহাে অববাহিকায় লােয়েস সমভূমি গড়ে উঠেছে ।
73 . কোথায় বাজাদা বা মরুমরুভূমি দেখা যায় ?
উত্তরঃ আফ্রিকা মহাদেশে সাহরীয় আটলাসের পাদদেশে শটসের জলাভুমির সন্নিকট বাজাদা দেখা যায় ।
74 . পেডিমেন্ট কোথায় দেখা যায় ?
উত্তরঃ সাহারা মরভূমির উত্তরে আতলাস পর্বতের পাদদেশে পেডিমেন্ট দেখা যায় ।
75 . মােনাডনক কী ? কোথায় দেখা যায় ?
উত্তরঃ সমপ্ৰায়ভুমির মধ্যস্থিত অবশিষ্ট পাহাড়কে যােনাডনক বলা হয় । মেঘালয়ে দেখা যায় ।

ছোটো প্রশ্ন ও উত্তর:- পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ —পর্বত, মালভূমি ও সমভূমি 

প্রশ্ন:- ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) সৃষ্টির প্রধান কারণ কী  ?
উত্তর:- ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) সৃষ্টির প্রধান কারণ ভুখন্ডের পার্শ্ববর্তী চলন ।

প্রশ্ন:- ভারতের হিমালয় পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- হিমালয় পর্বত ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত।

প্রশ্ন:- ইউরোপের আল্পস ও জুরা পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- ইউরোপের আল্পস ও জুরা পর্বত ভঙ্গিল পর্বত বাভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- আফ্রিকার আটলাস পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- আফ্রিকার আটলাস পর্বত ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- উত্তর আমেরিকার রকি পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- উত্তর আমেরিকার রকি পর্বত ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত ভঙ্গিল পর্বত বাভাঁজ পর্বত (Fold Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- স্তুপ পর্বতের মাথা কেমন আকৃতির দেখতে হয় ?
উত্তর:- স্তুপ পর্বতের মাথা চ্যাপ্টা আকৃতির দেখতে হয় ।

প্রশ্ন:- ভারতের সাতপুরা পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- ভারতের সাতপুরা পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- ভারতের নীলগিরি পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- ভারতের নীলগিরি পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- ভারতের আন্নামালাই পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- ভারতের আন্নামালাই পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- ভারতের বিন্ধ্য পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- ভারতের বিন্ধ্য পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- ফ্রান্সের ভোজ পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- ফ্রান্সের ভোজ পর্বত স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain) শ্রেণির পর্বত।

প্রশ্ন:- জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- জার্মানির ব্ল্যাক ফরেস্ট স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain)  শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- জার্মানির ব্ল্যাক ফরেস্ট স্তুপ পর্বত (Block Mountain) বা চ্যুতি পর্বত (Faulty Mountain)  শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- ভারতের আরাবল্লী পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- ভারতের আরাবল্লী পর্বত ক্ষয়্জাত পর্বত বা অবশিষ্ট(Relict বা Erosional বা Residual Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- ভারতের পূর্বঘাট পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- ভারতের পূর্বঘাট পর্বত ক্ষয়্জাত পর্বত বা অবশিষ্ট (Relict বা Erosional বা Residual Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- বিহারের রাজমহল পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- বিহারের রাজমহল পর্বত ক্ষয়্জাত পর্বত বা অবশিষ্ট(Relict বা Erosional বা Residual Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- স্পেনের সিয়েরা নেভাদা পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- স্পেনের সিয়েরা নেভাদা পর্বত ক্ষয়্জাত পর্বত বা অবশিষ্ট (Relict বা Erosional বা Residual Mountain) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- ইটালির ভিসুভিয়াস পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- ইটালির ভিসুভিয়াসপর্বত আগ্নেয় পর্বত বাসঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- জাপানের ফুজিয়ামা পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- জাপানের ফুজিয়ামা পর্বত আগ্নেয় পর্বত বাসঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত আগ্নেয় পর্বত বাসঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- মেক্সিকোর পোপোক্যাটেপেটল পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- মেক্সিকোর পোপোক্যাটেপেটল পর্বত আগ্নেয় পর্বত বাসঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- দক্ষিণ আমেরিকার অ্যাকনকাগুয়া পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- দক্ষিণ আমেরিকার অ্যাকনকাগুয়া পর্বত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- দক্ষিণ আমেরিকার চিম্বোরাজো পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- দক্ষিণ আমেরিকার চিম্বোরাজো পর্বত আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- দক্ষিণ আমেরিকার কটোপাক্সি পর্বত কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- দক্ষিণ আমেরিকার কটোপাক্সি পর্বত আগ্নেয় পর্বত বাসঞ্চয়জাত পর্বত (Volcano বা Mountain of accumulation) শ্রেণির পর্বত ।

প্রশ্ন:- গ্রস্ত উপত্যকা (Rift Valley) কোথায় দেখা যায় ?
উত্তর:- স্তুপ পর্বতে গ্রস্ত উপত্যকা (Rift Valley) দেখা যায় ।

প্রশ্ন:- দামোদর উপত্যকা কোন শ্রেণির উপত্যকার উদাহরণ ?
উত্তর:-  দামোদর উপত্যকা হল ভারতের একটি গ্রস্ত উপত্যকার (Rift Valley) উদাহরণ ।

প্রশ্ন:- ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বতের নাম কী ?
উত্তর:- ভারতের একটি জীবন্ত আগ্নেয় পর্বত হল ব্যারেন দ্বীপ ।

প্রশ্ন:- ভঙ্গিল পর্বত কোন শিলা থেকে সৃষ্টি হয় ?
উত্তর:- ভঙ্গিল পর্বত পাললিক শিলা (Sedimentary Rocks) থেকে সৃষ্টি হয় ।

প্রশ্ন:- ব্যবচ্ছিন্ন মালভূমি (Dissected Plateau) বিচ্ছিন্ন হয় মূলত কিসের দ্বারা ?
উত্তর:- ব্যবচ্ছিন্ন মালভূমি (Dissected Plateau) বিচ্ছিন্ন হয় মূলত নদী উপত্যকা দ্বারা।

প্রশ্ন:- পৃথিবীর বৃহত্তম উচ্চ-মালভূমির নাম কী ?
উত্তর:- পৃথিবীর বৃহত্তম উচ্চ-মালভূমি নাম হল তিব্বত মালভূমি ।

প্রশ্ন:- ঝাড়খন্ডের ছোটনাগপুর মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- ঝাড়খন্ডের ছোটনাগপুর মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি(Dissected Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- কর্ণাটকের মালনাদ মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- কর্ণাটকের মালনাদ মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি(Dissected Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- মধ্যভারতের বিন্ধ্য মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- মধ্যভারতের বিন্ধ্য মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি(Dissected Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- গ্রেট বৃটেনের ওয়েলস মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- গ্রেট বৃটেনের ওয়েলস মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি(Dissected Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- হিমালয় ও কুনলুন পর্বতের মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- তিব্বত মালভূমি পর্বতঘেরা মালভূমি (Intermontane Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।
প্রশ্ন:- এলবুর্জ ও জাগ্রোস পর্বতের মধ্যে অবস্থিত ইরাণের মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- এলবুর্জ ও জাগ্রোস পর্বতের মধ্যে অবস্থিত ইরাণের মালভূমি পর্বতঘেরা মালভূমি (Intermontane Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- পন্টিক ও টরাস মধ্যে অবস্থিত আনাতোলিয়ার মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- পন্টিক ও টরাস মধ্যে অবস্থিত আনাতোলিয়ার মালভূমি পর্বতঘেরা মালভূমি (Intermontane Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- দাক্ষিণাত্যের ডেকানট্রাপ মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- দাক্ষিণাত্যের ডেকানট্রাপ মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিমাংশে অবস্থিত মহারাষ্ট্র মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিমাংশে অবস্থিত মহারাষ্ট্র মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- আমেরিকা যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া-স্নেক নদীর অববাহিকায় অবস্থিত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া-স্নেক নদীর অববাহিকায় অবস্থিত মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- পূর্ব আফ্রিকার সোমালিয়া ও ইথিওপিয়ায় অবস্থিত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- পূর্ব আফ্রিকার সোমালিয়া ও ইথিওপিয়ায় অবস্থিত মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:-  দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় (অল্টিপ্লানো) অবস্থিত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় (অল্টিপ্লানো) অবস্থিত মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- পশ্চিম মেক্সিকোয় (পশ্চিম সিয়েরা মাদ্রে ) অবস্থিত মালভূমি কোন শ্রেণিভুক্ত মালভূমি ?
উত্তর:- পশ্চিম মেক্সিকোয় (পশ্চিম সিয়েরা মাদ্রে ) অবস্থিত মালভূমি লাভাগঠিত মালভূমি (Lava Plateau) শ্রেণিভুক্ত মালভূমি ।

প্রশ্ন:- সমভূমি [Plains] কয় প্রকার ও কী কী ?
উত্তর:- সমভূমিকে [Plains] নানা প্রকারে ভাগ করা যায় ; যথা —(ক) পলিগঠিত সমভূমি [Alluvial Plain]  (খ) প্লাবন সমভূমি [Flood Plain]  (গ) ব-দ্বীপ সমভূমি [Deltaic Plain] (ঘ) উপকূল সমভূমি [Coastal Plain]  (ঙ) সমপ্রায় সমভূমি। এছাড়া আরও অনেক রকমের সমভূমি আছে, যেমন —তরঙ্গায়িত সমভূমি, হ্রদ-সমভূমি, লাভা সমভূমি, লোয়েস সমভূমি প্রভৃতি ।

প্রশ্ন:- উত্তর ভারতের সুবিশাল সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্রের সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- উত্তর ভারতের সুবিশাল সিন্ধু-গঙ্গা-ব্রহ্মপুত্রের সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি ।

প্রশ্ন:- ইয়াংসিকিয়াং নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- ইয়াংসিকিয়াং নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি ।

প্রশ্ন:- মেকং নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- মেকং নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি[Alluvial Plain] শ্রেণির সমভূমি।

প্রশ্ন:- মেনাম নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- মেনাম নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি[Alluvial Plain] শ্রেণির সমভূমি।

প্রশ্ন:- ইরাবতী নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- ইরাবতী নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি ।

প্রশ্ন:- টাইগ্রিস নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- টাইগ্রিস নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি।

প্রশ্ন:- মিসিসিপি-মিসৌরী নদীর অববাহিকার সমভূমি কোন শ্রেণির সমভূমি ?
উত্তর:- মিসিসিপি-মিসৌরী নদীর অববাহিকার সমভূমি পলিগঠিত সমভূমি [Alluvial Plain] শ্রেণির সমভূমি ।

প্রশ্ন:- প্লাবন সমভূমি [Flood Plain] কোথায় দেখা যায় ?
উত্তর:- পৃথিবীর প্রায় সব নদীর তীরে কম-বেশি প্লাবন সমভূমি [Flood Plain] দেখা যায় ।

প্রশ্ন:- সঞ্চয়জাত সমভূমি কাকে বলে ?
উত্তর:- প্লাবন সমভূমিকে সঞ্চয়জাত সমভূমিও বলে । এই সমভূমি পলিমাটি সঞ্চিত হয়ে গঠিত হয় বলে একে সঞ্চয়জাত সমভূমি বলে । গাঙ্গেয় সমভূমি ভারতের সর্ববৃহৎ সঞ্চয়জাত সমভূমি ।

প্রশ্ন:-  ব-দ্বীপ সমভূমি [Deltaic Plain] কোথায় দেখা যায় ?
উত্তর:- গঙ্গা, ব্রহ্মপুত্র, হোয়াংহো, ইয়াংসিকিয়াং, মিসিসিপি-মিসৌরী, নীলনদ প্রভৃতি নদ-নদীর মোহনার কাছাকাছি জায়গায় ব-দ্বীপ সমভূমি [Deltaic Plain] দেখা যায় ।

প্রশ্ন:- উপকূল সমভূমি [Coastal Plain] কোথায় দেখা যায় ?
উত্তর:- এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা প্রভৃতি সব মহাদেশের উপকূলে উপকূল সমভূমি [Coastal Plain] দেখা যায় । এই সমভূমি সাধারণত সমুদ্রের দিকে ঢালু হয় ।

প্রশ্ন:- যাবতীয় পর্বতের মধ্যে সবচেয়ে নবীন কোন শ্রেণির পর্বত ?
উত্তর:- যাবতীয় পর্বতের মধ্যে সবচেয়ে নবীন ভঙ্গিল পর্বত ।

প্রশ্ন:- পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম কী ?
উত্তর:- পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরির নাম হল হাওয়াই দ্বীপের মৌনালোয়া ।

প্রশ্ন:-পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি ?
উত্তর:- পৃথিবীর বৃহত্তম সমভূমি হল ইউরেশিয়া সমভূমি ।

প্রশ্ন:- ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ?
উত্তর:- ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হল ব্যারেন দ্বীপ ।

প্রশ্ন:- ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কী ?
উত্তর:- ভারতের সর্বোচ্চ মালভূমির নাম হল লাদাখ ।

প্রশ্ন:- পাখির পায়ের মতো দেখতে একটি ব-দ্বীপের নাম কী ?
উত্তর:- পাখির পায়ের মতো দেখতে একটি ব-দ্বীপের নাম হল মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরী-মিসিসিপির ব-দ্বীপ ।

প্রশ্ন:- জীবাশ্ম দেখা যায় কোন শ্রেণীর পর্বতে ?
উত্তর:- জীবাশ্ম দেখা যায় ভঙ্গিল শ্রেণীর পর্বতে ।

প্রশ্ন:- পৃথিবীর ছাদ কাকে বলে ?
উত্তর:-  পামীর মালভূমিকে পৃথিবীর ছাদ বলে ।

© ভূগোল শিক্ষা



       আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য ।  এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে  এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন, ধন্যবাদ।

নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে

Download Our Android App

Subscribe Our YouTube Channel

Join Our Telegram Channel