ভূগোল শিক্ষা (Bhugol Shiksha)

   শীতের মরশুম শুরু হচ্ছে। কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যাবে পিকনিক বা চড়ুইভাতি । খাবার জন্য সাধারণত সবাই ব্যবহার করেন থার্মোকল এর পাতা, বাটি এবং প্লাস্টিকের গ্লাস। এতে খাবার খাওয়া কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক । তারওপর  এই পাতা, বাটি, গ্লাস পচে না ।যার ফলে ভর্তি হয় নিকটবর্তী জলাশয়।পোড়ালেও উৎপন্ন হয় দূষিত গ্যাস যা পরিবেশ তথা আমাদের অনেক ক্ষতি করে ।
অথচ শাল পাতার থালা,কলাপাতা ও মাটির ভাঁড় এই সব ব্যবহার করলে আমাদের শরীরের এমনকি পরিবেশের কোনো সমস্যা হয় না ।এই সব না পেলে নিদেনপক্ষে কাগজের থালা,গ্লাস ব্যবহার করুন । এগুলোও আমাদের কোনো ক্ষতি করে না । এগুলো সবই জৈব ভঙ্গুর ।

   তাই সকলের কাছে আমাদের অনুরোধ – দয়া করে আপনার , আমাদের ও পরিবেশের স্বার্থে থার্মোকল, প্লাস্টিক বর্জন করুন। থার্মোকলকে না বলুন , শালপাতা ব্যবহার করুন ।পরিবেশ ‘ এবং নিজেকে সুরক্ষিত রাখুন।

সৌজন্যে:- দেবব্রত মন্ডল (ভূগোল শিক্ষা)

Download Our Android App

Subscribe Our YouTube Channel

Join Our Telegram Channel