1 . পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কত ?
উত্তরঃ পাঁচটি ।
2 . পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রশাসনিক বিভাগ কোনটি ?
উত্তরঃ মেদিনীপুর বিভাগ ।
3 . ভারতের কয়টি রাজ্যের সীমানার সাথে পশ্চিমবঙ্গের সীমা সংশ্লিষ্ট ?
উত্তরঃ পাঁচটি ।
4 . পশ্চিমবঙ্গের প্রধান ভাষা কি ?
উত্তরঃ বাংলা ।
5 . পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কত ?
উত্তরঃ 23 টি ।
6 . পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা কত ?
উত্তরঃ 9 , 13 , 47 , 736 জন ( 2011আদমশুমারি ) ।
7 . পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি ?
উত্তরঃ দক্ষিণ চব্বিশ পরগনা ( 9 , 660 বর্গ কিঃমিঃ ) ।
8 . পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি ?
উত্তরঃ কলকাতা ( 185 বর্গ কিঃমিঃ ) ।
9 . পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি ?
উত্তরঃ কলকাতা ।
10 . কোথায় পশ্চিমবঙ্গের সর্বাধিক উষ্ণতা পরিলক্ষিত হয় ?
উত্তরঃ পূর্ব বর্ধমান জেলার আসানসােলে।
11 . বর্তমানে পশ্চিমবঙ্গে জেলা পরিষদের সংখ্যা কত ?
উত্তরঃ 20 টি ।
12 . কোন জেলায় কোন মহকুমা নেই ?
উত্তরঃ কলকাতায় ।
13 . পশ্চিমবঙ্গে ব্লকের সংখ্যা কত ?
উত্তরঃ 341 টি ।
14 . কবে থেকে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন শুরু হয় ?
উত্তরঃ 1978 থেকে ।
15 . পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় জেলা পরিষদ নেই?
উত্তরঃ কলকাতা , দার্জিলিং ও কালিম্পং ।
16 . দার্জিলিং গােখা পার্বত্য পরিষদ ( বর্তমানে – গােখা পার্বত্য পরিষদ ) কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ 1988 সালের 22 শে আগস্ট ।
17 . পশ্চিমবঙ্গের পৌরসভার সংখ্যা কত ?
উত্তরঃ 119 টি ।
18 . পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কত ?
উত্তরঃ 3354 টি ।
19 . পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির সংখ্যা কত ? উত্তরঃ 341 টি ।
20 . পূর্ব হিমালয় জৈব বৈচিত্র হটস্পট এর একটি গুরুত্বপূর্ণ বিপন্ন প্রজাতির নাম লিখ ।
উত্তরঃ রেড পান্ডা ।
21 . কোন সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে ?
উত্তরঃ IUCN
22 . উত্তর বঙ্গের জাতীয় উদ্যানে সংরক্ষিত বিলুপ্ত প্রায় স্তন্যপায়ী প্রাণীটির নাম কি ?
উত্তরঃ এক শৃঙ্গ গন্ডার ।
23 . বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়
উত্তরঃ আয়ন স্তরে ।
24 . ‘ ভ্যালি অফ ফ্লাওয়ার ‘ কোথায় অবস্থিত ?
উত্তরঃ গাড়ওয়াল হিমালয়ে ।
25 . দাক্ষিণাত্যের মালভূমি প্রাথমিক ভাবে কোন শিলা দ্বারা গঠিত ?
উত্তরঃ ব্যাসল্ট ।
26 . ভারতের প্রথম হেলিকপ্টার ট্যাক্সি সর্ভিস কোথায় চালু হয় ?
উত্তরঃ বেঙ্গালুরুতে ।
27 . চাপরামারি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ পশ্চিমবঙ্গে ।
28 . পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে কোন সময় কালবৈশাখী পরিলক্ষিত হয় ?
উত্তরঃ এপ্রিল – মে মাসে ।
29 . পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালীন গড় উত্তাপ কত ?
উত্তরঃ 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস ।
30 . স্বাভাবিক অবস্থায় পশ্চিমবঙ্গে প্রবল বর্ষণ কখন শুরু হয় ?
উত্তরঃ 15 ই জুনের মধ্যে ।
” পশ্চিমবঙ্গের ভূগােল ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় “পশ্চিমবঙ্গের ভূগােল ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা এর পক্ষ থেকে “ পশ্চিমবঙ্গের ভূগােলের প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( প্রতি সপ্তাহে পশ্চিমবঙ্গের ভূগােলের 30টি প্রশ্ন ও উত্তর ) সফল হবে । তাই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা এর পাশে থাকুন ।
সৌজন্যে- দেবব্রত মণ্ডল (ভূগোল শিক্ষা)
Website: www.bhugolshiksha.com