ভারতের ভূগোলের 30 টি ছোট প্রশ্ন ও উত্তর

1 . নিউম্যাঙ্গালাের বন্দর কোন উপকূলে অবস্থিত ?
উত্তরঃ পশ্চিম উপকূলে ।
2 . ডলফিল নােজ অন্তরীপ কোন বন্দরের সাথে জড়িত ?
উত্তরঃ বিশাখাপত্তনম বন্দর ।
3 . কাণ্ডালা বন্দরের মাধ্যমে স্রধান কোন দ্রব্য আমদানি করা হয় ?
উত্তরঃ পেট্রোলিয়াম ।
4 . কোন দেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমারেখার দৈর্ঘ্য সবচেয়ে কম ?
উত্তরঃ আফগানিস্তান ।
5 . ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি ?
উত্তরঃ কেরলের মাহে ।
6 . ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা ( 8598 মি ) , মতান্তরে K2 ( 8611 মি ) ।
7 . দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
উত্তরঃ আনাইমুদি ( 2695 মি ) ।
8 . ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি ?
উত্তরঃ লাদাখ ।
9 . ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি ?
উত্তরঃ আরাবল্লী ।
10 . ‘ প্যাট ‘ ভূমিরূপ বলতে কী বােঝায় ?
উত্তরঃ চ্যাপটা মাথাবিশিষ্ট পাহাড় ।
11 . পক প্রণালী ভারতকে কোন মহাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে ?
উত্তরঃ শ্রীলঙ্কা ।
12 . ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ?
উত্তরঃ সিয়াচেন ।
13 . এশিয়ার প্রথম ‘ OTEC Power Plant ‘ কোথায় স্থাপিত হয় ?
উত্তরঃ কাভারাত্তি তে।
14 . দার্জিলিং জেলার কোথায় সিঙ্কোনা চাষ হয় ?
উত্তরঃ মংপু তে ।
15 . ভারতের সবথেকে প্রাচীণ পর্বত কোনটি ?
উত্তরঃ আরাবল্লী ।

16 . কোন অঞ্চলে লােধি উপজাতি বসবাস করে ?
উত্তরঃ তরাই অঞ্চলে ।
17 . ভারতের শীতলতম মরু অঞ্চলের নাম কি ?
উত্তরঃ লাদাখ ।
18 . সুন্দরবন উন্নয়ন পর্ষদ কবে গড়ে উঠে ?
উত্তরঃ 1953 সালে ।
19 . ভারতে খনি ও খনিজ আইন কবে প্রবর্তন হয় ?
উত্তরঃ 1947 সালে ।
20 . ভারতে রিভার্স বাের্ডস আইন কবে প্রবর্তন হয় ?
উত্তরঃ 1956 সালে ।
21 . ভারতে শিল্প উন্নয়ন ও নিয়ন্ত্রণ আইন কবে প্রবর্তন হয় ?
উত্তরঃ 1951 সালে ।
22 . রাখ ( Rakh ) কি ?
উত্তরঃ ভারতের শুষ্ক মরু অঞ্চলের উন্মুক্ত কাঁটা অরণ্যের স্থানীয় নাম ।
23 . ‘ থর ‘ ( Thar ) কি ?
উত্তরঃ ভারতের শুষ্ক মরু অঞ্চলের উন্মুক্ত বালিয়াড়ি গুল্ম রাজপুতনায় থর নামে পরিচিত ।
24 . পশ্চিম হিমালয় উদ্ভিদ ভৌগােলিক অঞ্চল কটি উপঅঞ্চলে বিভক্ত ?
উত্তরঃ তিনটি ।
25 . তরাই অঞ্চলে কোন উপ উদ্ভিদ অঞ্চল বিকশিত হয়েছে ?
উত্তরঃ ক্রান্তীয় উষ্ণ উদ্ভিদ অঞ্চল ।
26 . ভারতে কয়টি পরিবারের দ্বিবীজপত্রী উদ্ভিদ উপস্থিত ?
উত্তরঃ 140 টি ।
27 . ভারতে কয়টি পরিবারের একবীজপত্রী উদ্ভিদ উপস্থিত ?
উত্তরঃ 35 টি ।
28 . ‘ প্রাচ্যের নন্দনকানন ‘ কাকে বলা হয় ?
উত্তরঃ কাশ্মীর উপত্যকা ।
29 . ম্যাকমােহন লাইন কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ?
উত্তরঃ ভারত ও চিন ।
30 . কোন প্রণালী কার নিকোবর ও লিটল আন্দামান দ্বীপকে পৃথক করেছে ?
উত্তরঃ 10 ডিগ্রি চ্যানেল ।

  ” ভারতের ভূগােল ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় ” ভারতের ভূগােল ” থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা এর পক্ষ থেকে “ ভারতের ভূগােলের ” প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে । ছাত্রছাত্রী , পরীক্ষার্থীদের উপকারেলাগলে , আমাদের প্রয়াস ( ভারতের ভূগােলের 30টি প্রশ্ন ও উত্তর ) সফল হবে । তাই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা এর পাশে থাকুন, এই পোস্টটি ভালো লাগলে নিচে দেওয়া লিংক থেকে  অবশ্যই শেয়ার করুন, ধন্যবাদ।

সৌজন্যে: ভূগোল শিক্ষা – Bhugol Shiksha