Daily GK – General knowledge

1। হীরক হল – মৌলিক পদার্থ, একই সঙ্গে কার্বনের একটি রূপভেদ।

2। জলে বেশি পরিমাণে দ্রবীভূত হয় যে পদার্থ – চিনি (CH,০)।

3 ৷ সােডিয়াম ধাতু যার নীচে সংরক্ষিত করা হয় – কেরােসিন।

4। নন-স্টিক রান্নার বাসনে যার প্রলেপ থাকে – টেফলন।

5। জলের স্থায়ী ক্ষরতা দূর করা হয় যার দ্বারা – কাপড় কাচার সােডা।

6। যে পদার্থ বিদ্যুৎ কুপরিবাহী কিন্তু তাপের সুপরিবাহী -অভ্র।

7। মুদ্রাধাতু হল – দস্তা ও সােনা। কপার (Cu), সােনা (Au) এবং সিলভার (Ag)-কে মুদ্রাধাতু বলা হয়। এদের সবচেয়ে বাইরের কক্ষে ১টি ইলেকট্রন থাকে।

8। পেনসিলে ব্যবহৃত অধাতুর নাম – গ্রাফাইট।

9। ক্লোরােফিল ও প্রাকৃতিকভাবে পাওয়া যৌগ যার মূল ধাতুটির নাম- ম্যাগনেসিয়াম (Mg)।

10। কাপড় কাচার সােডা যে যৌগের সাধারণ নাম – সসাডিয়াম কার্বনেট।

11। চুনজল ঘােলা হয় Co, চালনা করলে। কারণ অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়।

12। যে উপাদান দ্বারা ট্রানজিস্টর তৈরি হয় – সিলিকন (Si) ও জার্মেনিয়াম(Ge)।

13। গ্রীণ হাউস গ্যাস নয় -নাইট্রাস অক্সাইড (NO)।

14। নাইট্রাস অক্সাইডকে বলা হয় – Laughing Gas।

15। গ্রাফাইট হল – কার্বনের বহুরূপতা, ভালাে তাপ ও | বিদ্যুৎ পরিবাহী এবং কৃত্রিমভাবে একে তৈরি করা যায়।


16। ভারী জল হল -ডিওটেরিয়াম অক্সাইড।

17। যে গ্যাসগুলি বিভিন্ন ধরনের ঢালাই-এর কাজে ব্যবহৃত হয় –অক্সিজেন ও অ্যাসিটিলিন।

18। কোবাল্ট-60 ব্যবহৃত হয় – ক্যানসারের চিকিৎসায়

19। পটাসিয়াম নাইট্রেট ব্যবহৃত হয় –ওষুধে।

20। যে ধরনের শিলাতে সােনা ও তামা পাওয়া যায় – পুরানাে আগ্নেয়শিলায়।

21। 4K উষ্ণতায় পারদের প্রতিরােধ ক্ষমতা -শূন্য।

22। পিচ্ছিলকারক পদার্থ হিসাবে ব্যবহৃত হয় গ্রাফাইট।

23। কার্বন, হীরক ও গ্রাফাইটকে একত্রে বলে কার্বনের বহুরূপতা।

24। কার্বনের বন্ধ্রপতাগুলির মধ্যে সবচেয়ে শক্ত ও সবচেয়ে নরম হল- যথাক্রমে হীরক ও গ্রাফাইট।

© ভূগোল শিক্ষা – Bhugol Shiksha



        ” জেনারেল নলেজ (General knowledge – GK)  ” একটি অতি গুরুত্বপূর্ণ টপিক এবং সমস্ত চাকরীমূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী . সে কথা মাথায় রেখে ভূগোল শিক্ষা -Bhugol Shiksha এর পক্ষ থেকে প্রতিদিন জেনারেল নলেজ (Daily GK – General knowledge) প্রশ্ন ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে. ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস (প্রতিদিন জেনারেল নলেজ – Daily GK প্রশ্ন ও উত্তর) সফল হবে।


       আপনাকে অসংখ্য ধন্ বাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য. এই ভাবেই ভূগোল শিক্ষা – Bhugol Shiksha এর পাশে থাকুন, ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই আমাদের ওয়েবসাইট টি ফলাে করুন এবং নিজেকে ভৌগােলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।



নিচের শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে