দ্বিজেন্দ্রলাল রায় জীবনী - Dwijendralal Ray Biography in Bengali
দ্বিজেন্দ্রলাল রায় জীবনী - Dwijendralal Ray Biography in Bengali

দ্বিজেন্দ্রলাল রায় জীবনী – Dwijendralal Ray Biography in Bengali

দ্বিজেন্দ্রলাল রায় জীবনী – Dwijendralal Ray Biography in Bengali : দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত দেশাত্মবােধক গান প্রতিটি বাঙালীর কানে যেন মধুর ঝঙারের মত বাজে সর্বক্ষণ । যেমন—

 “ ধন – ধান্যে পুষ্পেভরা

 আমাদেরই বসুন্ধরা 

তাহার মাঝে আছে দেশ এক

 সকল দেশের সেরা 

সে – যে স্বপ্ন দিয়ে তৈরি

 সে – যে স্মৃতি দিয়ে ঘেরা 

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি , সকল দেশের সেরা সে – যে আমার জন্মভূমি সে – যে আমার জন্মভূমি । 

কিংবা 

“ বঙ্গ আমার , জননী আমার , ধাত্রী আমার আমার দেশ । ” এই রকম আরাে অনেক অমর গীতি কবিতার স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায় । সংক্ষেপে ডি . এল . রায় । এইসব গানের সুরও তিনি নিজেই সৃষ্টি করে গেছেন ।

 বাংলা সাহিত্যের অমর গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের একটি সংক্ষিপ্ত জীবনী। দ্বিজেন্দ্রলাল রায় জীবনী বা জীবন কথা নিয়ে বা জীবন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো । A short biography of Dwijendralal Ray. Dwijendralal Ray’s Birthday, Parents, Education Life, Work Life, Lyricist, Drama, Books Biography (Jivani) in Bengali.

দ্বিজেন্দ্রলাল রায় কে ছিলেন ? Who is Dwijendralal Ray ?

দ্বিজেন্দ্রলাল রায় (Dwijendralal Ray) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা। তিনি ডি. এল. রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন। এই গানগুলি বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। তাঁর বিখ্যাত গান “ধনধান্যে পুষ্পে ভরা”, “বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ” ইত্যাদি আজও সমান জনপ্রিয়। 

বাংলা সাহিত্যের অমর গীতিকার ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের জীবনী – Dwijendralal Ray Biography in Bengali :

নাম (Name) দ্বিজেন্দ্রলাল রায় (Dwijendralal Ray)
জন্ম (Birthday) ১৯ জুলাই ১৮৬৩ (19th July 1863)
জন্মস্থান (Birthplace) কৃষ্ণনগর, নদিয়া, পশ্চিমবঙ্গ, ভারত
অভিভাবক (Parents)/ পিতামাতা কার্তিকেয় চন্দ্র রায় (বাবা)

প্রসন্নময়ী দেবী (মা)

পেশা (Occupation) গীতিকার, সহিতিক, নাট্যকার
সমাধিস্থল কলকাতা
মাতৃভাষা বাংলা ভাষা
শিক্ষালাভ প্রেসিডেন্সি বিদ্যালয় কলকাতা
উল্লেখযোগ্য কাজ একঘরে
মৃত্যু (Death) ১৭ মে ১৯১৩ (17 May 1913)

দ্বিজেন্দ্রলাল রায়ের জন্ম – Dwijendralal Ray’s Birthday :

 দ্বিজেন্দ্রলাল রায় ১২৭০ বঙ্গাব্দের ৪ ঠা শ্রাবণ ( ইং , ১৮৬৩ খ্রি : ১৯ শে জুলাই ) তারিখে কৃষ্ণনগরের একব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ । করেন । 

দ্বিজেন্দ্রলাল রায়ের পিতামাতা – Dwijendralal Ray’s Parents :

 বাবার নাম কার্তিকেয় চন্দ্র রায় । তিনি ছিলেন কৃষ্ণনগর রাজবাড়ির দেওয়ান । মায়ের নাম প্রসন্নময়ী দেবী । সাতভাইয়ের মধ্যে দ্বিজেন্দ্রলাল সবার ছােট ছিলেন ।

 ছােটবেলা থেকেই দ্বিজেন্দ্রলাল ছিলেন খুবই শান্ত ও ভাবুক প্রকৃতির । স্মরণশক্তি ছিলাে প্রখর । মানুষের জটলা ছেড়ে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য , গাছপালা , পাখি , ফুল , ইত্যাদি দেখতে ভালােবাসতেন । দ্বিজেন্দ্রলাল ছােটবেলা থেকেই খুব ভালাে গান গাইতে পারতেন । ঠার গলার স্বর ছিল খুব মিষ্টি । 

দ্বিজেন্দ্রলাল রায়ের শিক্ষাজীবন – Dwijendralal Ray’s Education Life:

 দ্বিজেন্দ্রলাল রায় ১৮৭৮ সালে প্রবেশিকা পাস করেন । সে বছরই তিনি হুগলি কলেজে ভর্তি হন । সব সময় শরীর অসুস্থ থাকতাে । বলে পড়াশুনায় তেমন মনােযােগ দিতে পারেন নি । সাধারণভাবে বি . এ . পাস করেন তিনি । এরপর থেকেই তিনি গান , কবিতা ও প্রবন্ধ রচনায় মনােনিবেশ করেন । তার কবিতা ও প্রবন্ধ তৎকালীন বিভিন্ন পত্র – পত্রিকায় প্রকাশিত হতাে । প্রশংসা পেতেন সবার । 

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]

দ্বিজেন্দ্রলাল রায়ের কলেজ জীবন – Dwijendralal Ray’s College Life :

 ১৮৮৪ সালে দ্বিজেন্দ্রলাল রায় প্রেসিডেন্সী কলেজ থেকে দ্বিতীয় । স্থান অধিকার করে এম . এ পাস করেন । এরপর দ্বিজেন্দ্রলাল রায় সরকারী বৃত্তি পেয়ে কৃষিবিদ্যায় লন্ডনে পড়াশুনা করতে যান । তিনি । সেখানে অনেকগুলাে ডিগ্রি লাভ করেন । দ্বিজেন্দ্রলালের দেশীয় । সঙ্গীতের ভিত যথেষ্টই দৃঢ় ছিল । ফলে বিলেতে বসবাসকালে অল্পসময়ের মধ্যেই তিনি পাশ্চাত্য সঙ্গীতে দক্ষতা লাভ করেন । এখানে তিনি Lyrics India নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন। 

দ্বিজেন্দ্রলাল রায়ের কর্মজীবন – Dwijendralal Ray’s Work Life :

 দেশে ফিরে এসে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি পেলেন । কিন্তু বিলেত থেকে ফিরে এসে প্রায়শ্চিত্তনা করায় তার আত্মীয় – স্বজনেরা । তাকে ত্যাগ করেন । তিনি সমাজচ্যুত ও একঘরে হন । এতে তিনি দলেন না । বরং তীব্র ভাষায় তাদের নিন্দা করলেন । বিলাতি ঢঙে চলাফেরা করতে লাগলেন । বরাবরই তিনি ছিলেন স্বাধীন চেতনা।

দ্বিজেন্দ্রলাল রায়ের বিয়ে : 

 দ্বিজেন্দ্রলাল রায় এরপর কলকাতার বিখ্যাত হােমিওপ্যাথ প্রতাপচন্দ্র মজুমদারের কন্যা সুরবালা দেবীকে বিয়ে করেন । এরপর উচ্চপদে চাকরি নিয়ে তিনি মুঙ্গেরে চলে যান । 

সেখানে তিনি এক ওস্তাদের কাছে সঙ্গীত শিল্পের চর্চা করতে থাকেন । এ সময় তিনি আৰ্য্যগাথা ২ য় ভাগ প্রকাশ করেন এবং সির গান ’ ও ‘ আষাঢ় ’ – এর অধিকাংশ গান রচনা করেন ।

দ্বিজেন্দ্রলাল রায়ের রচনাবলী – Dwijendralal Ray’s Books :

১৯০৩ খ্রি : পর্যন্ত দ্বিজেন্দ্রলালের মােট বারােটি গ্রন্থ প্রকাশিত হয় । প্রধানতঃ কবিতাই ছিল তার সাহিত্যচর্চার বাহন । রচনা করেছেন জীবনের শেষ দশ বছর প্রধানতনাটক রচনাতেই ব্যাপৃত ছিলেন । এইসন , কাব্যনাট্য , ব্যঙ্গ ও হাস্যরসাত্মক কবিতা ।

 পৌরাণিক , সামাজিক , ঐতিহাসিক সবরকম নাটক রচনাতেই তার । দক্ষতা ছিল । তার ঐতিহাসিক নাটকগুলিতে জাতীয় চেতনা ও স্বদেশীকতার প্রেরণা মূর্ত হয়ে উঠেছে । 

 ক্রমশ তিনি খ্যাতি ও জনপ্রিয়তা পেতে থাকলেন । দ্বিজেন্দ্রলাল রায়ের স্বদেশপ্রেম ছিলাে   অপরিমেয় । তিনি স্বদেশী আন্দোলনেও যােগদান করেন । দেশকে তিনি জননীর মতাে মনে করতেন ।

দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক – Dwijendralal Ray’s Drama :

 দ্বিজেন্দ্রলাল সর্বমােট ১৬ টি নাটক রচনা করেন । 

হাস্যরসের সঙ্গীত রচনায় দ্বিজেন্দ্রলাল নিজস্ব একটি রীতি সৃষ্টি করেছিলেন । দেশাত্মবােধ সঙ্গীত রচনার ক্ষেত্রেও তিনি যশস্বী । হয়েছেন । দ্বিজেন্দ্রলালের উল্লেখযােগ্য রচনার মধ্যে আষাড়ে , হাসির গান , মন্ত্র , আলেখ্য প্রভৃতি । উল্লেখযােগ্য নাটকঃ সাজাহান , চন্দ্রগুপ্ত , নুরজাহান মেবারপতন , দুর্গাদাস , প্রতাপসিংহ ও সীতা প্রভৃতি । 

দ্বিজেন্দ্রলাল রায়ের মৃত্যু – Dwijendralal Ray’s Death :

 দ্বিজেন্দ্রলাল রায় ১৩২০ বঙ্গাব্দের ৩ রা জ্যৈষ্ঠ ইং ( ১৯১৩ খ্রি : ১৭ মে ) তারিখে তার নাটক “ সিংহল – বিজয় ” সংশােধন করার সময় হৃদস্পন্দন বন্ধ হয়ে পঞ্চাশ বছর বয়সে তিনি পরলােক গমন করেন । 

তিনি নেই , কিন্তু তার সৃষ্টিঅমর অক্ষয় হয়ে আছে দ্বিজেন্দ্রগীতি নামে ।

দ্বিজেন্দ্রলাল রায়ের জীবনী (প্রশ্ন ও উত্তর) – Dwijendralal Ray’s Biography in Bengali (FAQ) :

  1. দ্বিজেন্দ্রলাল রায় কবে জন্মগ্রহণ করেন ?

Ans: ১৯ জুলাই ১৮৬৩ সালে।

  1. দ্বিজেন্দ্রলাল রায়ের পিতামাতার নাম কি ?

Ans: কার্তিকেয় চন্দ্র রায় ও প্রসন্নময়ী দেবী ।

  1. দ্বিজেন্দ্রলাল রায়ের সমাধিস্থল কোথায় অবস্থিত ?

Ans: কলকাতায় ।

4.দ্বিজেন্দ্রলাল রায়ের উল্লেখ্যযোগ্য নাটক কী কী ?

Ans: সাজাহান , চন্দ্রগুপ্ত , নুরজাহান মেবারপতন , দুর্গাদাস , প্রতাপসিংহ ও সীতা প্রভৃতি । 

  1. দ্বিজেন্দ্রলাল রায়ের উল্লেখ্যযোগ্য কাজ কী ?

Ans: একঘরে ।

  1. দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মস্থান কোথায় ?

Ans: কৃষ্ণনগর, নদিয়া ।

  1. দ্বিজেন্দ্রলাল রায় কয়টি নাটক রচনা করেন ?

Ans: ১৬ টি নাটক ।

  1. দ্বিজেন্দ্রলাল রায়ের কয়টি গ্রন্থ প্রকাশিত হয় ?

Ans: ১২ টি গ্রন্থ ।

  1. দ্বিজেন্দ্রলাল রায়ের বিবাহ কার সাথে হয় ?

Ans: সুরবালা দেবীর সাথে ।

  1. দ্বিজেন্দ্রলাল রায় কবে মারা যান ?

Ans: ১৯১৩ খ্রি : ১৭ মে ।

[আরও দেখুন, সুকুমার রায় জীবনী – Sukumar Roy Biography in Bengali

আরও দেখুন, প্রেমেন্দ্র মিত্র জীবনী – Premendra Mitra Biography in Bengali

আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali

আরও দেখুন, বিভূতভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনী – Bibhutibhushan Bandyopadhyay Biography in Bengali]

দ্বিজেন্দ্রলাল রায় জীবনী – Dwijendralal Ray Biography In Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” দ্বিজেন্দ্রলাল রায় জীবনী – Dwijendralal Ray Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।