সুভাষ মুখোপাধ্যায় এর জীবনী - Subhas Mukhopadhyay Biography in Bengali
সুভাষ মুখোপাধ্যায় এর জীবনী - Subhas Mukhopadhyay Biography in Bengali

সুভাষ মুখোপাধ্যায় এর জীবনী

Subhas Mukhopadhyay Biography in Bengali

সুভাষ মুখোপাধ্যায় এর জীবনী – Subhas Mukhopadhyay Biography in Bengali : সুভাষ মুখোপাধ্যায় কবি হিসেবেই পাঠকের কাছে বেশি পরিচিত । তবুও বাংলা সাহিত্যে গদ্যকার সুভাষ মুখোপাধ্যায়ের অবদান কোনো অংশে কম নয় । সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) এর রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘ পদাতিক ‘ ( ১৯৪০ ) আর প্রথম গদ্যগ্রন্থ ‘ আমার বাংলা ‘ ( ১৯৫১ ) । ‘ পদাতিক ‘ কাব্যগ্রন্থে মে দিবসের কবিতায় তাঁর দৃপ্ত ঘোষণা— 

“ প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য ধ্বংসের মুখোমুখি আমরা , 

চোখে আর স্বপ্নের নেই নীলমদ্য কাঠফাটা রোদ সেঁকে চামড়া ।

 চিমনির মুখে শোনো সাইরেন শঙ্খ গান গায় হাতুড়ি ও কাস্তে 

তিল তিল মরণেও অসংখ্য জীবনকে চাই ভালোবাসতে । ” 

কোনো রোমান্টিক ভাবনায় ভেসে যাওয়া নয় , মানুষের দিকে তাকিয়েছিলেন কবি । সেজন্যই কবি ‘ মিছিলের মুখ ’ – এ মুষ্টিবদ্ধ একটি শানিত হাত দেখতে পান , গর্জে ওঠেন শোষণের বিরুদ্ধে । মানুষের কথা বলার জন্য তিনি যে একদিন গদ্যকেও হাতিয়ার করবেন সে ইচ্ছেটি তার কবিভাবনার মধ্যেই লুকিয়ে ছিল ।

 পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় এর একটি সংক্ষিপ্ত জীবনী । সুভাষ মুখোপাধ্যায় এর জীবনী – Subhas Mukhopadhyay Biography in Bengali বা সুভাষ মুখোপাধ্যায় এর আত্মজীবনী বা (Subhas Mukhopadhyay Jivani Bangla. A short biography of Subhas Mukhopadhyay. Subhas Mukhopadhyay Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) সুভাষ মুখোপাধ্যায় এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

সুভাষ মুখোপাধ্যায় কে ছিলেন ? Who is Subhas Mukhopadhyay ?

সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) ছিলেন একজন বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য বাঙালি কবি ও গদ্যকার। কবিতা তার প্রধান সাহিত্যক্ষেত্র হলেও ছড়া, রিপোর্টাজ, ভ্রমণসাহিত্য, অর্থনীতিমূলক রচনা, বিদেশি গ্রন্থের অনুবাদ, কবিতা সম্পর্কিত আলোচনা, উপন্যাস, জীবনী, শিশু ও কিশোর সাহিত্য সকল প্রকার রচনাতেই সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) ছিলেন সিদ্ধহস্ত। সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) সম্পাদনা করেছেন একাধিক গ্রন্থ এবং বহু দেশি-বিদেশি কবিতা বাংলায় অনুবাদও করেছেন।

পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় এর সংক্ষিপ্ত জীবনী – Subhas Mukhopadhyay Short Biography in Bengali :

নাম (Name) সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay)
জন্ম (Birthday) ১২ ফেব্রুয়ারি ১৯১৯ (12th February 1919)
অভিভাবক (Parents)/ পিতা ও মাতা ক্ষিতিশচন্দ্র মুখোাধ্যায় (বাবা) ও

যামিনী দেবী (মা)

জন্মস্থান (Birthplace) কৃষ্ণনগর, পশ্চিমবঙ্গ
পেশা কবি, রাজনীতিবিদ
জাতীয়তা ভারতীয়
ধরন কবিতা, উপন্যাস, গীতিনাট্যকার, অনুবাদ
উল্লেখযোগ্য পুরস্কার আকাদেমি পুরস্কার, আকাদেমি ফেলো, জ্ঞানপীঠ পুরস্কার
মৃত্যু (Death) ৮ জুলাই ২০০৩ (8th July 2003)

সুভাষ মুখোপাধ্যায় এর জন্ম – Subhas Mukhopadhyay Birthday :

 ১৯১৯ খ্রিস্টাব্দের ১২ ফেব্রুয়ারি নদিয়া জেলার কৃষ্ণনগরে মামার বাড়িতে সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম । 

সুভাষ মুখোপাধ্যায় এর পিতামাতা – Subhas Mukhopadhyay Parents :

 পিতা ক্ষিতিশচন্দ্র এবং মা যামিনী দেবী । পিতা আবগারি বিভাগে চাকরি করতেন । পিতার বদলির চাকরি হওয়ার জন্য শৈশবে সুভাষ মুখোপাধ্যায়কেও বিভিন্ন স্থানে কাটাতে হয়েছে । 

সুভাষ মুখোপাধ্যায় এর শিক্ষাজীবন – Subhas Mukhopadhyay Education Life :

 প্রথমে নওগাঁর স্কুলে ভরতি হলেও ১৯৩০ খ্রিস্টাব্দে সুভাষ মুখোপাধ্যায় কলকাতা মেট্রোপলিটান স্কুলে ভরতি হন । এরপর সত্যভামা ইনস্টিটিউশনে সপ্তম শ্রেণিতে এবং পরে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ভরতি হন । শিক্ষক হিসেবে কাছে পান কবি কালিদাস রায়কে । বন্ধুত্ব গড়ে ওঠে সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে । 

সুভাষ মুখোপাধ্যায় এর কলেজ জীবন – Subhas Mukhopadhyay College Life :

সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) ১৯৩৭ খ্রিস্টাব্দে ম্যাট্রিক পরীক্ষায় পাস করেন । ১৯৩৯ খ্রিস্টাব্দে কলেজ থেকে প্রথম বিভাগে আইএ পাস করেন । এই কলেজ থেকেই ১৯৪১ খ্রিস্টব্দে দর্শন বিষয়ে বিএ ( সাম্মানিক ) এবং পরবর্তী সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay)

সুভাষ মুখোপাধ্যায় এর রাজনীতি জীবন – Subhas Mukhopadhyay Political Life :

 সুভাষ মুখোপাধ্যায়ের জীবনে রাজনীতির শুরু তাঁর ছাত্রজীবন থেকেই । ১৯৩২-১৯৩৩ খ্রিস্টাব্দে সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) ‘ বঙ্গীয় প্রাদেশিক কিশোর ছাত্রদল ‘ – এর সক্রিয় সদস্য হন । সমর সেনের দেওয়া ‘ হ্যান্ডবুক অফ মার্কসিজম্ ’ পড়ে মার্কসীয় মতবাদের প্রতি তিনি অনুরক্ত হন । এরপর ১৯৪২ খ্রিস্টাব্দে সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) কমিউনিস্ট পার্টির সদস্যপদ গ্রহণ করেন । ফ্যাসিবিরোধী লেখক শিল্পীসংঘের কমিটিতে বিষ্ণু দে এবং সুভাষ মুখোপাধ্যায় যুগ্ম – সম্পাদক নির্বাচিত হন । প্রসঙ্গত সাহিত্যিক সোমেন চন্দের নৃশংস হত্যার প্রতিবাদে গড়ে উঠেছিল— ‘ Anti Fascist Writers and Artists Association ‘ । এরপর তিনি মাসিক পনেরো টাকা ভাতায় পার্টিকর্মী হিসেবে ‘ জনযুদ্ধ ’ পত্রিকায় কাজকর্মের জন্য নিযুক্ত হন । পরে ‘ দৈনিক স্বাধীনতা ‘ পত্রিকায় সাংবাদিকতার কাজে যোগ দেন । কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করা হলে সুভাষ মুখোপাধ্যায় কারাবরণও করেন । পরবর্তী সময়ে পার্টির কাজকর্মে বিরক্ত হয়ে তিনি কমিউনিস্ট পার্টির সদস্যপদ বর্জন করেন ।

 ১৯৫১ খ্রিস্টাব্দে সুভাষ মুখোপাধ্যায় ‘ পরিচয় ’ পত্রিকা সম্পাদনার দায়িত্ব নেন । কয়েক বছরের জন্য সত্যজিৎ রায়ের সঙ্গে ‘ সন্দেশ ’ পত্রিকার যুগ্ম – সম্পাদকও হন ।

সুভাষ মুখোপাধ্যায় এর বিবাহ জীবন – Subhas Mukhopadhyay Marriage Life :

 ১৯৫১ খ্রিস্টাব্দেই গীতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বিবাহসূত্রে আবদ্ধ হন । সুভাষ মুখোপাধ্যায় একজন সৃষ্টিশীল মানুষ । শুধুমাত্র কাব্য নয় , রিপোর্টাজ , ভ্রমণকাহিনি , উপন্যাস , শিশুসাহিত্য , অনুবাদসাহিত্য – সাহিত্যের সব শাখাতেই সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) এর সমান বিচরন ছিল। 

[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]

সুভাষ মুখোপাধ্যায় এর উপন্যাস – Subhas Mukhopadhyay Novel :

সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) এর উল্লেখযোগ্য কাব্য : ‘ পদাতিক ‘ ( ১৯৪০ ) , ‘ অগ্নিকোণ ’ ( ১৯৪৮ ) , ‘ চিরকুট ’ ( ১৯৫০ ) , ‘ ফুল ফুটুক ’ ( ১৯৫৭ ) ‘ যত দূরেই যাই ’ ( ১৯৬২ ) , ‘ কাল মধুমাস ‘ ( ১৯৬৬ ) , ‘ এই ভাই ‘ ( ১৯৭১ ) , ‘ ছেলে গেছে বনে ’ ( ১৯৭২ ) , ‘ একটু পা চালিয়ে ভাই ‘ ( ১৯৭৯ ) , ‘ জল সইতে ’ ( ১৯৮১ ) , ‘ চইচই চইচই ’ ( ১৯৮৩ ) , ‘ বাঘ ডেকেছিল ’ ( ১৯৮৫ ) , ‘ যা রে কাগজের নৌকো ‘ ( ১৯৮৯ ) , ‘ ধর্মের কল ’ ( ১৯৯১ )।

সুভাষ মুখোপাধ্যায় এর অনুবাদ সাহিত্য :

 অনুবাদ সাহিত্য : ‘ নাজিম হিকমতের কবিতা ’ ( ১৯৫২ ) , ‘ দিন আসবে ’ ( ১৯৬১ ) , ‘ পাবলো নেরুদার কবিতাগুচ্ছ ’ ( ১৯৭৩ ) , ‘ রোগা ঈগল ’ ( ১৯৭৪ ) , ‘ হাফিজের কবিতা ‘ ( ১৯৮৪ ) , ‘ চর্যাপদ ‘ ( ১৯৮৬ ) , ‘ অমরু শতক ’ ( ১৯৮৮ ) , ‘ গাথা সপ্তসতী ‘ ( ১৯৯৮ ) ।

 উপন্যাস : ‘ হাংরাস ‘ ( ১৯৭৩ ) , ‘ কে কোথায় যায় ’ ( ১৯৭৬ ) , ‘ অন্তরীপ বা হ্যানসেনের অসুখ ’ ( ১৯৯০ ) , ‘ কাঁচা – পাকা ’ ( ১৯৮৯ ) ‘ কমরেড ’ , ‘ কথা কও ‘ ।

সুভাষ মুখোপাধ্যায় এর কথা সাহিত্য :

 অনূদিত কথাসাহিত্য : ‘ কত ক্ষুধা ‘ ( ১৯৫৩ ) , ‘ রুশ গল্প সঞ্চয়ন ’ ( ১৯৬৩ ) , ‘ ইভান দেনিসেভিচের জীবনের একদিন ’ , ‘ তমস ’ ( ১৯৮৮ ) । 

[আরও দেখুন, মহাত্মা গান্ধীর জীবনী – Mahatma Gandhi Biography in Bengali]

সুভাষ মুখোপাধ্যায় এর ভ্রমন কাহিনী : Subhas Mukhopadhyay Travel Story :

 রিপোর্টাজ , ভ্রমণকাহিনি , প্রবন্ধ ও আত্মজৈবনিক : ‘ আমার বাংলা ‘ ( ১৯৫১ ) , ‘ ভূতের বেগার ‘ ( ১৯৫৪ ) , ‘ যখন যেখানে ’ ( ১৯৬৭ ) , ‘ ডাকবাংলার ডায়েরি ’ ( ১৯৭২ ) , ‘ ভিয়েতনামে কিছুদিন ‘ ( ১৯৭৪ ) , ‘ যেতে যেতে দেখা ’ , ‘ ক্ষমা নেই ’ ( ১৯৮১ ) , ‘ নারদের ডায়েরি ’ ( ১৯৭৬ ) , ‘ আবার ডাকবাংলার ডাকে ‘ ( ১৯৮১ ) , ‘ অগ্নিকোণ থেকে ফিরে ’ ( ১৯৮৪ ) , ‘ এখন এখানে ’ ( ১৯৮৬ ) , ‘ খোলা হাতে খোলা মনে ’ ( ১৯৮৭ ) , ‘ ঢোলগোবিন্দের আত্মদর্শন ‘ ( ১৯৮৭ ) , ‘ কুড়িয়ে ছিটিয়ে ’ ( ১৯৯০ ) , ‘ কবিতার বোঝাপড়া ’ ( ১৯৯৩ ) , ‘ টানাপোড়েনের মাঝখানে ’ ( ১৯৯৪ ) , ‘ ঢোলগোবিন্দের মনে ছিল এই ’ ( ১৯৯৪ ) । 

সুভাষ মুখোপাধ্যায় এর ছোটদের লেখা গ্রন্থ – Subhas Mukhopadhyay Books For Children :

 ছোটোদের জন্য লেখা গ্রন্থ : ‘ অক্ষরে অক্ষরে ‘ ( ১৯৫৪ ) , ‘ জগদীশচন্দ্র বসু ( ১৯৫৫ ) , বাঙালির ইতিহাস ( ১৯৫৯ ) , ‘ কথার কথা ’ ( ১৯৫৫ ) , ‘ ইয়াসিনের কলকাতা ‘ ( ১৯৭৮ ) , ‘ মিউ – এর জন্য ছড়ানো ছিটানো ‘ ( ১৯৮০ ) , ‘ টো টো কোম্পানী ‘ ( ১৯৮৪ ) , ‘ রূপকথার ঝুড়ি ’ ( ১৯৮৮ ) , ‘ জানো আর দ্যাখো জানোয়ার ’ ( ১৯৯১ ) ইত্যাদি ।

সুভাষ মুখোপাধ্যায় এর পুরস্কার সমুহ – Subhas Mukhopadhyay Prizes :

 ‘ যত দূরেই যাই ‘ কাব্যগ্রন্থের জন্য সুভাষ মুখোপাধ্যায় ১৯৬৪ খ্রিস্টাব্দে সাহিত্য আকাদেমি পুরস্কারে পুরষ্কৃত হন । এ ছাড়াও ১৯৯১ খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ এবং ওই বছরই আনন্দ পুরস্কারেও ভূষিত হন পদাতিক কবি সুভাষচন্দ্র মুখোপাধ্যায় । 

 সুভাষ মুখোপাধ্যায়ের গদ্যলেখায় মানবতাবাদের জয়গান ঘোষিত হয়েছে , আলোচিত হয়েছে সাধারণ মানুষের দুঃখকষ্ট এবং গুরুত্ব পেয়েছে তাদের ওপর সংঘটিত শোষণ অত্যাচারের কাহিনি । সুভাষ মুখোপাধ্যায় (Subhas Mukhopadhyay) রিপোর্টাজধর্মী লেখায় উঠে এসেছে গ্রামগঞ্জের নিখুঁত জীবনযাপনচিত্র , আঞ্চলিক সংস্কৃতি । সুগভীর পর্যবেক্ষণ এবং সাধারণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ।

সুভাষ মুখোপাধ্যায় এর মৃত্যু – Subhas Mukhopadhyay Death :

 ২০০৩ খ্রিস্টাব্দের ৮ জুলাই পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় অমৃতলোকে যাত্রা করেন ।

 শুধুমাত্র কবি ও গদ্যকার হিসেবেই নয় , একজন মানবতাবাদী মানুষ হিসেবেও পাঠকমহলের হৃদয় মন্দিরে চির ভাস্বর হয়ে থাকবেন ।

সুভাষ মুখোপাধ্যায় এর জীবনী – Subhas Mukhopadhyay Biography in Bengali FAQ :

  1. সুভাষ মুখোপাধ্যায় কে ছিলেন ?

Ans: সুভাষ মুখোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর উল্লেখযোগ্য বাঙালি কবি ও গদ্যকার ।

  1. সুভাষ মুখোপাধ্যায় এর পিতার নাম কী ?

Ans: সুভাষ মুখোপাধ্যায় এর পিতার নাম ক্ষিতিশচন্দ্র মুখোাধ্যায় ।

  1. সুভাষ মুখোপাধ্যায় এর মাতার নাম কী ?

Ans: সুভাষ মুখোপাধ্যায় এর মাতার নাম যামিনী দেবী।

  1. সুভাষ মুখোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন ?

Ans: সুভাষ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন কৃষ্ণনগর পশ্চিমবঙ্গ ।

  1. সুভাষ মুখোপাধ্যায় এর পুরস্কার কী কী ?

Ans: সুভাষ মুখোপাধ্যায় এর পুরস্কার আকাদেমি পুরস্কার, আকাদেমি ফেলো, জ্ঞানপীঠ পুরস্কার ।

  1. সুভাষ মুখোপাধ্যায় এর ছোটদের লেখা কয়েকটি গ্রন্থ কী ?

Ans: সুভাষ মুখোপাধ্যায় এর ছোটদের লেখা কয়েকটি গ্রন্থ ‘ অক্ষরে অক্ষরে ‘ ( ১৯৫৪ ) , ‘ জগদীশচন্দ্র বসু ( ১৯৫৫ ) , বাঙালির ইতিহাস ( ১৯৫৯ ) , ‘ কথার কথা ’ ইত্যাদি ।

  1. সুভাষ মুখোপাধ্যায় কত সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পান ?

Ans: সুভাষ মুখোপাধ্যায় ১৯৬৪ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পান ।

  1. সুভাষ মুখোপাধ্যায় কত সালে জ্ঞানপিঠ পুরস্কার পান ?

Ans: সুভাষ মুখোপাধ্যায় ১৯৯১ সালে জ্ঞানপিঠ পুরস্কার পান ।

  1. সুভাষ মুখোপাধ্যায় কবে মারা যান ?

Ans: সুভাষ মুখোপাধ্যায় কবে যান ২০০৩ খ্রিস্টাব্দের ৮ জুলাই।

[আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali

আরও দেখুন, নেতাজী সুভাষচন্দ্র বসুর জীবনী – Netaji Subhash Chandra Bose Biography in Bengali

আরও দেখুন, জহরলাল নেহেরু জীবনী – Jawaharlal Nehru Biography in Bengali

আরও দেখুন, সুনীল গঙ্গোপাধ্যায় এর জীবনী – Sunil Gangopadhyay Biography in Bengali

আরও দেখুন, সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর জীবনী – Suniti Kumar Chatterji Biography in Bengali]

সুভাষ মুখোপাধ্যায় এর জীবনী – Subhas Mukhopadhyay Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” সুভাষ মুখোপাধ্যায় এর জীবনী – Subhas Mukhopadhyay Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। সুভাষ মুখোপাধ্যায় এর জীবনী – Subhas Mukhopadhyay Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই সুভাষ মুখোপাধ্যায় এর জীবনী – Subhas Mukhopadhyay Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।