
মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ | Soil : Forming Of Process – Biogeography (Geography) Question and Answer in Bengali
মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ (জীব ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Soil : Forming Of Process (Biogeography – Geography) : জীব ভূগোল – Biogeography (ভূগোল – Geography) মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ – Soil : Forming Of Process প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল। এই (মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ – Soil : Forming Of Process – জীব ভূগোল Biogeography – ভূগোল Geography) প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ – Soil : Forming Of Process – জীব ভূগোল – Biogeography (ভূগোল – Geography) অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।
মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ (Soil : Forming Of Process) জীব ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
1. মুত্তিকা সৃষ্টির প্রাথমিক প্রক্রিয়া কী ? ( PRIMARY PROCESSES ) ।
Ans: ভূ – পৃষ্ঠে সকল মাটি সৃষ্টির পেছনে কয়েকটি প্রাকৃতিক প্রক্রিয়া ভূমিকা নেয় । যেমন ( A ) সংযোজন ( ADDITION ) : মাটিতে জল , জৈব পদার্থ , খনিজ পদার্থ , সূর্যতাপ সংযোজিত।
B ) অপসারণ ( TRANSLOCATION ) : জল বাষ্পীভূত হয় ও জৈব পদার্থের অপসারণ ঘটে ।
C ) পান্তর ( TRANSFORMATION ) : মাটি মধ্যস্থ খনিজ ও জৈব পদার্থের ভৌত ও রাসায়নিক রূপান্তর ঘটে ।
D ) = ( LOSS ) বর্জন : মাটিতে জল চুঁইয়ে নিচে প্রবেশের সময় ব্রাব্য পদার্থ , কাদা , জৈব পদার্থ ও জলযুক্ত অক্সাইড নিচের স্তরে স্থানান্তরিত হয় ।
2. এলুভিয়েশন কাকে বলে ? (What is Eluviation )
Ans: মৃত্তিকা সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ মৌলিক প্রক্রিয়া এলুভিয়েশন । আর্দ্র বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মৃত্তিকাস্থিত খনিজ , জৈব পদার্থ ও লবণ রঞ্জ – পরিসরের মাধ্যমে প্রাকৃতিক জলের সাথে দ্রবীভূত হয়ে লিচিং প্রক্রিয়ায় ‘ A ‘ স্তর থেকে নিচের ‘ B ‘ স্তরে অপসারিত হওয়ার প্রক্রিয়াকে এলুভিয়েশন বলে । একে অনেক WASH OUT PROCESSES ‘ বলা হয় এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন হয় । বলে এই স্তরকে এলুভিয়েটেড হোরাইজন বলে ।
3. ইলুভিয়েশন কাকে বলে ? (What is Illuviation )
Ans: আৰ্দ্ৰ বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে মৃত্তিকাস্থিত ‘ A ‘ স্তর থেকে সুক্ষ্মাতিসূক্ষ্ম বস্তু , কদম , খনিজ পদার্থ , চুন ও লবণ লিচিং বা ধৌত প্রক্রিয়ার মাধ্যমে রঞ্জু পরিসরের দ্বারা মৃত্তিকার অপেক্ষাকৃত ‘ B ‘ স্তরে সঞ্চয়নের প্রক্রিয়াকে ইলুভিয়েশন বলে । ILLUVIATION কথাটির অর্থ ‘ TO WASH ’ , বিভিন্ন জৈব ও খনিজ সঞ্চিত হওয়ায় এই স্তরটি ক্ষারধর্মী । এই প্রক্রিয়াটি ‘ B ‘ স্তরে সম্পাদিত হয় বলে একে ZONE OF ACCUMULATION বা ইল্যুভিয়েটেড হোরাইজন বলে ।
4. ধৌত প্রক্রিয়া কাকে বলে ? ( LEACHING )
Ans: প্রধানত শীতল আর্দ্র পর্ণমোচী বৃক্ষের বনভূমি অঞ্চলে জলের মাধ্যমে মৃত্তিকার উপরের ‘ A ’ স্তর থেকে দ্রবীভূত হিউমাস , সিলিকা ও অন্যান্য খনিজ কণা মৃত্তিকার নিম্নের স্তরে জমা হয় , এই প্রক্রিয়াকে ধৌত প্রক্রিয়া বলে ।
বৈশিষ্ট্য : i ) এই প্রক্রিয়ায় CaCo , নিচে নামলেও হিউমাস আয়রন উপরেই থাকে । ii ) এই প্রক্রিয়ায় মৃত্তিকা অম্ল হয় ।
সৃষ্ট মৃত্তিকা : অম্লধর্মী ল্যাটোসোল ও পভজল লিচিং বা ধৌত প্রক্রিয়ার ফলে সৃষ্ট প্রকৃষ্ট মৃত্তিকা ।
5. ল্যাটেরাইজেশন কাকে বলে ? ( LATERIZATION )
Ans: মৃত্তিকা গঠনের একটি গুরুত্বপূর্ণ মৌলিক প্রক্রিয়া ল্যাটেরাইজেশন । ল্যাটিন শব্দ later ‘ কথাটির অর্থ ‘ ইট ‘ । প্রধানত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলে যেখানে উয়তা 240-28 ° সেন্টিগ্রেড ও 200-300 সে.মি. বৃষ্টিপাত সেখানে অত্যধিক ধৌত প্রক্রিয়ার ফলে ক্যালসিয়াম , ম্যাগনেসিয়াম ইত্যাদি ক্ষারকীয় দ্রবণীয় পদার্থ ‘ A ‘ স্তর থেকে ‘ B ‘ স্তরে অপসারিত হলেও আয়রন ( Fe2O3 ) এবং অ্যালুমিনিয়াম ( AILO ) দ্রবীভূত না হওয়ায় স্বস্থানেই থেকে যায় । এই প্রক্রিয়াটিকে ল্যাটেরাইজেশন বলে । এই প্রক্রিয়ায় ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি ল্যাটারাইজেশান হয় ।
6. পডজলাইজেশন কী ? ( PODOLIZATION )
Ans: মৃত্তিকা গঠনের একটি মৌলিক প্রক্রিয়া পডজলাইজেশন । সাধারণত 40 ° 70 ° উত্তর অক্ষাংশে শীতল সরলবর্গীয় বনভূমি অধ্যুষিত অঞ্চলে ধৌত প্রক্রিয়ায় মৃত্তিকার ‘ A ’ স্তর থেকে ক্যালসিয়াম , পটাসিয়াম প্রভৃতি ক্ষারকীয় দ্রবণীয় পদার্থ ‘ B ’ স্তরে অপসারিত হয়ে বালি ও সিলিকাসমৃদ্ধ ছাই জাতীয় ধূসর বর্ণের পডজল মৃত্তিকা সৃষ্টি করে । এই পডজল মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াটিকে পডলাইজেশান বলে । সরলবর্গীয় বৃক্ষের পাতা পচে জৈব অ্যাসিড তৈরি হয়ে এই প্রক্রিয়া কার্যকরী হয় ।
7. হিউমিফিকেশান কী ? ( HUMIFICATION ) ।
Ans: উপ আর্দ্র ও আর্দ্র জলবায়ু অঞ্চলে উদ্ভিদ বা প্রাণীর অংশবিশেষ বিভাজিত ও বিয়োজিত হয়ে মাটির উপরের স্তরে কালো রঙের হিউমাস সৃষ্টি করে । অতি সূক্ষ্ম , ব্যাক্টিরিয়া , ফাঙ্গী , কেঁচো ও উই প্রভৃতি ক্ষুদ্র জীব ভূগোল ● ২৯৯ জীব অনুকূল পরিবেশে জৈব পদার্থ বিশ্লেষণ করে জৈব অ্যাসিড , Co , ও অন্যান্য জৈব যোগে বিয়োজিত করতে সাহায্য করে । এই সামগ্রিক প্রক্রিয়াকে হিউমিফিকেশান বলে । ইহা 4 প্রকার — অবায়ুজীবি , অম্ল মরুপ্রায় , উষু ও আর্দ্র অঞ্চলের হিউমিফিকেশান ।
8. ক্যালসিফিকেশান কী ? ( CALSIFICATION ) ।
Ans: মৃত্তিকা সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ক্যালসিফিকেশান । মরুপ্রায় , আবহবিকার ও ক্ষয়ীভবনের ফলে শিলা থেকে নিঃসৃত ক্যালসিয়াম Co , সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় কার্বনেট সৃষ্টি হয় , তা বৃষ্টির জলের দ্বারা বাহিত হয়ে মৃত্তিকা স্তরের মধ্যে অধঃক্ষিপ্ত এই প্রক্রিয়াটিকে ক্যালসিফিকেশান বলে । সৃষ্ট মৃত্তিকা : প্রেইরী , স্তেপ ইত্যাদি নাতিশীতোয় তৃণভূমি অঞ্চলের চারনোজোম ।
9. স্যালিনাইজেশান কী ? ( SALINIZATION )
Ans: স্যালিনাইজেশান লবণাক্ত মৃত্তিকা গঠনের একটি প্রক্রিয়া । শুষ্ক জলবায়ু অঞ্চলে এই প্রক্রিয়ায় দ্রবীভূত লবণ ( ক্যালসিয়াম সালফেট ও ক্লোরাইড ) কৌশিক প্রক্রিয়ার মাধ্যমে মৃত্তিকার উপরের স্তরে বাষ্পীভবনের ফলে সঞ্চিত হয় । এইভাবে যে মৃত্তিকার উপরিস্তরে লবণের স্তরসমৃদ্ধ সোলেনচাক ( SOLANCHAK ) মৃত্তিকা গঠনের প্রক্রিয়াকে স্যালিনাইজেশান বলে । VEDRUN সৃষ্ট মৃত্তিকা : উয় মরুভূমি অঞ্চল ও উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রজলে লবণ সঞ্চিত হয়ে লবণাক্ত মৃত্তিকার সৃষ্টি করে ।
10. গ্লেইজেশন কী ?
Ans: সংজ্ঞা : বিজারণ দ্বারা মৃত্তিকার এক গঠন প্রক্রিয়াকে গ্লেইজেশন বলে । প্রক্রিয়া : নিচু জলাভূমির মৃত্তিকায় লৌহ ঘটিত যৌগ দ্রবীভূত অবস্থায় থাকে ; জলের তলায় অবস্থানের জন্য মাটিতে অক্সিজেন কম থাকে । এরূপ অবস্থায় বিজারনে এ মাটি সৃষ্টি হয় । বৈশিষ্ট্যঃ i ) এর দ্বারা ‘ গ্লে ’ মাটি সৃষ্টি হয় । ii ) জলাভূমি অঞ্চলে এরূপ মাটি দেখা যায় । iii ) মাটিতে সবুজ , হলুদ , বাদামী ও নীল রংয়ের দাগ থাকে ।
11. অ্যালকালাইজেশান কী ? ( ALKALIZATION ) ।
Ans: উষ্ণ মরুভূমি অঞ্চলে কর্দম কণায় সোডিয়াম আয়ন সজ্জিত হওয়ার ফলে মুক্তিকার তীব্র ক্ষারধর্মী হয় । এই তীব্র ক্ষার মৃত্তিকার মধ্যস্থিত দ্রবীভূত করে । এবং মৃত্তিকার কণাসমূহের চারিদিকে কালো রঙের আবরণ সৃষ্টি করে । মৃত্তিকায় এই সোডিয়াম লবণ সঞ্চয়নের প্রক্রিয়াকে অ্যালকালাইজেশান বলে ।
বৈশিষ্ট্য : i ) এতে এক পাতলা ভঙ্গুর , অপ্রবেশ্য ও গাঢ় স্তরের সৃষ্টি হয় । ii ) এই প্রক্রিয়ায় ক্ষারকীয় মৃত্তিকা তৈরি হয় ।
সৃষ্ট মৃত্তিকা : সোলেনজ্ এই প্রক্রিয়ায় সৃষ্ট মৃত্তিকা ।
12. সডোলাইজেশান কী ? ( SODOLIZATION )
Ans: শুষ্ক জলবায়ু অঞ্চলে মাটিতে সোডিয়াম লবণের পরিমাণ বেশি থাকায় কাদা কণাগুলি সোডিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয় । এই পদ্ধতিতে অপ্রবেশ্য , গাঢ় , শক্ত ও ভারী মাটির স্তর গঠিত হয় । এই প্রক্রিয়ায় যে মৃত্তিকার সৃষ্টি হয় ; তাকে সডোলাইজেশান বলে ।
সৃষ্ট মৃত্তিকা : এই প্রক্রিয়ায় সলোড ( SOLOD ) মৃত্তিকার সৃষ্টি করে ।
13. খনিজকরণ কী ? ( MINERALISATION ) ।
Ans: যে প্রক্রিয়ায় হিউমাস গঠনকারী খনিজ ( লোহা , ফসফরাস ) পুনরায় মাটিতে মেশে তাকে খনিজকরণ বলে । বৈশিষ্ট্য : i ) এটি হিউমিফিকেশানের বিপরীত প্রক্রিয়া । ii ) এতে খনিজের মাটিতে প্রত্যাবর্তন ঘটে । iii ) মাটিতে নাইট্রোজেন যৌগগুলি নির্গত হয় । iv ) এতে দীর্ঘকালীন ব্যবধানে হিউমাস বিয়োজিত হয় ।
14. ফেরালিটিজেশান কী ? ( FERALITIZATION )
Ans: সাধারণত ক্লান্তীয় স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলে যেখানে শুষ্ক এবং আর্দ্র জলবায়ু দেখা যায় সেখানে এই প্রক্রিয়ার মাধ্যমে আদি শিলার মধ্যস্থিত ও সেঞ্চুই অক্সাইড মাটিতে পরিণত হয় । এই প্রক্রিয়াটিকে ফেরালিটিজেশান বলে । সৃষ্ট মৃত্তিকা : সারনোজোম মৃত্তিকা , ফেরালাইটিক মৃত্তিকাও কিছু কিছু ক্ষেত্রে ল্যাটোসোল মৃত্তিকার সৃষ্টি হয় ।
FILE INFO : মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ – Soil : Forming Of Process | জীব ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Biogeography – Geography)
File Details:
PDF Name : মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ – Soil : Forming Of Process | জীব ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Biogeography – Geography)
Price : FREE
Download Link : Click Here To Download
INFO : Geography – Biogeography – Question and Answer | ভূগোল – জীব ভূগোল – মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ (Soil : Forming Of Process) প্রশ্নোত্তর
” ভূগোল (Geography) – জীব ভূগোল (Biogeography) – মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ – Soil : Forming Of Process “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, Madhyamik, Class 11, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস ভূগোল (Geography) জীব ভূগোল (Biogeography) – মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ – Soil : Forming Of Process / মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ (জীব ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Soil : Forming Of Process (Biogeography – Geography) SAQ / Short Question and Answer / মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ (জীব ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Soil : Forming Of Process (Biogeography – Geography) Quiz / মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ (জীব ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Soil : Forming Of Process (Biogeography – Geography) QNA / মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ (জীব ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Soil : Forming Of Process (Biogeography – Geography) Question and Answer FREE PDF Download ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।
মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ (জীব ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Soil : Forming Of Process (Biogeography – Geography) Question and Answer in Bengali
আশা করি এই ” মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ (জীব ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Soil : Forming Of Process – Biogeography Geography ” পোস্টটি থেকে উপকৃত হয়েছেন। স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।
মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ (জীব ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Soil : Forming Of Process (Biogeography – Geography)
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াসমূহ (জীব ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Soil : Forming Of Process (Biogeography – Geography) ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।