অর্থনৈতিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
বিশেষ অর্থনৈতিক অঞ্চল | Special Economic Zone – Economic Geography (Geography) Question and Answer in Bengali
বিশেষ অর্থনৈতিক অঞ্চল (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Special Economic Zone (Economic Geography – Geography) : অর্থনৈতিক ভূগোল – Economic Geography (ভূগোল – Geography) বিশেষ অর্থনৈতিক অঞ্চল – Special Economic Zone প্রশ্ন Oও উত্তর নিচে দেওয়া হল। এই (বিশেষ অর্থনৈতিক অঞ্চল – Special Economic Zone – অর্থনৈতিক ভূগোল Economic Geography – ভূগোল Geography) প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা বিশেষ অর্থনৈতিক অঞ্চল – Special Economic Zone – অর্থনৈতিক ভূগোল – Economic Geography (ভূগোল – Geography) অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।
বিশেষ অর্থনৈতিক অঞ্চল (Special Economic Zone) অর্থনৈতিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
1. SEZ কী ?
Ans: একটি দেশের নির্দিষ্টভাবে চিহ্নিত সেই সকল অঞ্চল যেগুলি দেশের আন্যান্য অঞ্চলের তুলন্জ অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে প্রচলিত সরকারী নীতি নিয়মের ব্যাপারে অধিক সুযোগ সুবিধা ভোগ করে তাদের SEZ বলে । উদ্দেশ্য ঃ ( i ) দেশে বিনিয়োগ বৃদ্ধি করা ( ii ) রপ্তানী বৃদ্ধি করা ( iii ) সরকারী নিয়মনীতির জটিলত নেই বলে বিনিয়োগকারীদের উৎসাহ বোধ করা । ( iv ) উৎপাদনমূলক ও পরিষেবামূলক শিল্পে সুলঙ্গে আন্তর্জাতিক গুণমানের পণ্য উৎপাদন করা । ( v ) সহজে বৈদেশিক মুদ্রা অর্জন করা ও দেশের অর্থনৈতি উন্নতি তরান্বিত করা । উদাহরণঃ চীনে গোয়ানজ প্রদেশের সেনজেন , সন্টো ও জুয়াইয়ে স্থাপিত SEZ সস্তা সহজলভ জমি ও শ্রম দ্বারা স্বল্প ব্যয়ে পণ্য তৈরী হয় । ফলে বিভিন্ন স্বল্পমূল্যের চীনা পণ্য বিশ্ব ব্যাপী ছড়িয়ে পড়ে তাদের বৈদেশিক ও অর্থনৈতিক বিকাশ দুইই বৃদ্ধি পায় ।
2. ভারতে SEZ এর বিকাশ লেখো ।
Ans: 2000 – এ এপ্রিল মাসে ভারত সরকার EXIM Policy তে প্রথম SEZ এর কথা বলা হয় । 200 এর পর থেকে SEZ এ ম্যানুফ্যাকচারিং শিল্পের মাধ্যমে এর গুরুত্ব বাড়তে থাকে । এই সময় SEZ কে কিছু বিশেষ সুবিধা দেওয়া হয় । যেমন— i ) দেওয়া হয় । বাণিজ্যনীতি , ও শুল্কনীতির ক্ষেত্রে স্বতন্ত্র বৈদেশিক অঞ্চলরূপে প্রথম পাঁচ বৎসরে SEZ গুলিকে আয়কর থেকে মুক্ত করা হয় । ii ) iii ) লভ্যাংশ ওই সংস্থাতে পুনঃ বিনিয়োগ করলে ৪ বৎসর কর ছাড়ের সুবিধা দেওয়া হয় । iv ) আমদানী , শুষ্ক , উৎপাদন শুল্ক , মূল্য কর ( VAT ) ও পরিষেবা করে বিশেষ ছাড় দেওয়া হয় । v ) কাঁচামাল ক্রয়ে ছাড় দেওয়া হয় । vi ) SEZ অঞ্চলগুলিকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয় ।
3. ভারতে SEZ এর ফলশ্রুতি কী ?
Ans: SEZ অঞ্চলে বিশেষ সুবিধা দেবার ফলে তা যথেষ্ট প্রভাব পড়ে । 2007-08 বর্ষে দেশে প্রায় 339 SEZ এর ছাড়পত্র দেওয়া হয় এবং 126 টির কাজ শেষের মুখে । তবে এই SEZ এর মাধ্যমে শিল্পমহল উৎসাহিত বোধ করলেও কুপ্রভাবও রয়েছে । যেমন— i ) অধিক জমি অধিগ্রহণের ফলে কৃষিজমির পরিমাণ হ্রাস পাচ্ছে । যার ফলে দেশের খাদ্য নিরাপত্ত বিঘ্নিত হবে । ii ) SEZ গুলো রূপায়িত হলে 75 হাজার হেক্টর কৃষিজমি নষ্ট হবে । iii ) পুনর্বাসন সমস্যা : SEZ স্থাপনের ফলে বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা ঠিকভাবে রূপায়িত না হওয়ায় নতুন সমস্যা সৃষ্টি হয় । যেন — গুজরাটের সর্দার সরোবর প্রকল্প ও ওড়িশা POSCO এর ইস্পাত কারখানা স্থাপনের ফলে বাস্তুচ্যুত লোকের সমস্যা বাড়ছে । বৈশিষ্ট্য : i ) আমদানীর জন্য কোন লাইসেন্সের প্রয়োজন নেই । ii ) নির্মাণ অথবা পরিষেবার কাজে দ্রুত অনুমোদন । iii ) 3 বছরের মধ্যে Sez কে ধনাত্মক বৈদেশিক মুদ্রা অর্জনকারী হতে হবে । iv ) চুক্তির অধীন ঠিকার জন্য পূর্ণ স্বাধীনতা প্রয়োজন । v ) জাহাজে আসা আমদানী ও রপ্তানী দ্রব্যের উপর শুল্কভবনের কর্তৃপক্ষের দ্বারা কোন নিয়মমাফিক পরীক্ষা হবে না । vi ) বাণিজ্যবৃদ্ধি ও প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বৃদ্ধি Sez গঠনের মূল উদ্দেশ্য ।
4. Sez এর শ্রেণিবিভাগ ।
Ans: বর্তমানে পৃথিবীতে তিন ধরণের Sez রয়েছে । যথা 1 ) Multi – Product Sez : এই Sez Sector দুই বা ততোধিক দ্রব্য বা সেবার কাজ সম্পাদনের জন্য নির্মিত । এই অঞ্চলগুলোর জন্য 100 হেক্টর বা তার বেশী পরিমাণ জমির প্রয়োজন ।
যেমন — গুজরাটের দহেজ । ii ) Sector- Specific Sez : এটি এমন একটি অঞ্চল যা শুধুমাত্র এক বা তার অধিক উৎপন্ন দ্রব্য বা সেবার জন্য নির্দেশিত । এই Sez গুলো bio – technology , স্ অ্যান্ড জুয়েলারী , Hardware ও Software এবং তথ্যপ্রযুক্তি নিয়ে স্থাপন করা হয় । সেক্ষেত্রে ন্যূনতম এলাকা 50 হেক্টর । আসাম , মেঘালয় , নাগাল্যান্ড ইত্যাদি ছোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই sez উপযুক্ত । iii ) Free Trade and ware Housing Zone ( FTWZ ) : এখানে এলাকার আয়তন কমপক্ষে 40 হেক্টর হওয়া প্রয়োজন । বর্তমানে ভারতে এরকম 19 টি FTWZ রয়েছে ।
5. Sez- এর সুবিধা কী ?
Ans: i ) এলাকার অধিবাসী ও সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নতির সহায়ক হয় Sez ii ) Sez developer কে জমি লিজ দানের ক্ষেত্রে Stamp duty ছাড় দেওয়া হয় । iii ) Sez developer- এর ক্ষেত্রে এক বৎসরে 500 লক্ষ মার্কিন আমেরিকান ডলার পরিমাণ পর্যন্ত বাহ্যিক বাণিজ্যিক ঋণের উপর maturity- র কোন বিধিনিষেধ রাখা হবে না । iv ) বর্তমানে বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে কৃষিকাজে সুফল ও পরিষেবার উন্নতি দেশের অসংখ্য গ্রামে পৌঁছে দেওয়ার জন্য Sez একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
6. Sez- এর অসুবিধা কী ?
Ans: i ) Sez গঠনের প্রধান সমস্যা জমির অবস্থান সম্পর্কিত । কারণ স্থানচ্যুতি , ক্ষতিপূরণ , জমির দাম , পুনর্বাসন , আবাসিক সম্পত্তির উন্নয়ন , জমির ফাটকাবাজি । ii ) ক্ষুদ্র কৃষক ও যাদের জমি অধিগ্রহণ করা হবে তাদের কর্মসংস্থানের সুযোগ নষ্ট হয় । iii ) শুধুমাত্র দক্ষ ও প্রযুক্তি দ্বারা প্রশিক্ষিত ব্যক্তিদেরই ও শ্রমিকদেরই চাহিদা আছে । অশিক্ষিত শ্রমিকদের সে তুলনায় কাজ কম । iv ) Sez প্রকল্প গঠনে আরেক সমস্যা জল । একেকটি Sez এর দিনপ্রতি 6 লক্ষ লিটার জল প্রয়োজন , যা সরবরাহের অসুবিধা দেখা দেয় । v ) Sez গঠনের জন্য অনেক আইন যেমন — Industrial Dispute Act , Labour Act , Factories Act , Minimum wages Act , Sez গুলিতে প্রয়োগ করা হয় না । ফলে বিভিন্ন সামাজিক ও পরিবেশীয় সমস্যার সৃষ্টি হয় ।
7. ভারতের Sez এর বিকাশ ও বিশেষ সুবিধা প্রদান সম্পর্কে ধারণা লেখো ।
Ans: i ) বাণিজ্য নীতি ও শুল্ক নীতির ক্ষেত্রে স্বতন্ত্র বৈদেশিক অঞ্চল রুপে মর্যাদা দেওয়া হয় । প্রথম 5 বছর Sez গুলিকে আয়কর থেকে মুক্ত করা হয় । ii ) iii ) লভ্যাংশ ঐ সংম্বাতে পুনঃবিনিয়োগ করলে ৪ বৎসর কর ছাড়ের সুবিধা দেওয়া হয় । iv ) আমদানি শুল্ক , মূল্য কর ( Vat ) বিশেষ ছাড় দেওয়া হয় । v ) অঞ্চলগুলিকে ধর্মঘটের আওতার বাইরে রাখা হয় ।
FILE INFO : বিশেষ অর্থনৈতিক অঞ্চল – Special Economic Zone | অর্থনৈতিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Economic Geography – Geography)
File Details:
PDF Name : বিশেষ অর্থনৈতিক অঞ্চল – Special Economic Zone | অর্থনৈতিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Economic Geography – Geography)
Price : FREE
Download Link : Click Here To Download
INFO : Geography – Economic Geography – Question and Answer | ভূগোল – অর্থনৈতিক ভূগোল – বিশেষ অর্থনৈতিক অঞ্চল (Special Economic Zone) প্রশ্নোত্তর
” ভূগোল (Geography) – অর্থনৈতিক ভূগোল (Economic Geography) – বিশেষ অর্থনৈতিক অঞ্চল – Special Economic Zone “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, Madhyamik, Class 11, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস ভূগোল (Geography) অর্থনৈতিক ভূগোল (Economic Geography) – বিশেষ অর্থনৈতিক অঞ্চল – Special Economic Zone / বিশেষ অর্থনৈতিক অঞ্চল সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / বিশেষ অর্থনৈতিক অঞ্চল (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Special Economic Zone (Economic Geography – Geography) SAQ / Short Question and Answer / বিশেষ অর্থনৈতিক অঞ্চল (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Special Economic Zone (Economic Geography – Geography) Quiz / বিশেষ অর্থনৈতিক অঞ্চল (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Special Economic Zone (Economic Geography – Geography) QNA / বিশেষ অর্থনৈতিক অঞ্চল (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Special Economic Zone (Economic Geography – Geography) Question and Answer FREE PDF Download ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।
বিশেষ অর্থনৈতিক অঞ্চল (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Special Economic Zone (Economic Geography – Geography) Question and Answer in Bengali
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।
বিশেষ অর্থনৈতিক অঞ্চল (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Special Economic Zone (Economic Geography – Geography)
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” বিশেষ অর্থনৈতিক অঞ্চল (অর্থনৈতিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Special Economic Zone (Economic Geography – Geography) ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।