Class 7 Geography 3rd Unit Test Question
Class 7 Geography 3rd Unit Test Question

Class 7 Geography 3rd Unit Test Question 2023

সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র ২০২৩

Class 7 Geography 3rd Unit Test Question : সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র : Class 7 Geography 3rd Unit Test Question | সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র নিচে দেওয়া হলো। এই WBBSE Class 7 Geography 3rd Unit Test Question with Answer, Notes, Suggestion | Class 7 Geography 3rd Unit Test Question – সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 7 Geography Third Unit Test – পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টে ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা Class 7 Geography 3rd Unit Test Questionসপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো। 

West Bengal Class 7 Geography 3rd Unit Test Question | WBBSE Class 7th Geography Third Unit Test Summative Suggestion | সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র

Class 7 Geography 3rd Unit Test Question – WBBSE Class 7th Geography 3rd Summative Question Papers এখানে সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোল বিষয় থেকে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন ও উত্তর দেওয়া হল। সেইসাথে একটি নমুনা মডেল প্রশ্নপত্রও দেওয়া হয়েছে।

শ্রেণী (Class) পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণী (West Bengal Class 7th)
পরীক্ষা (Exam) তৃতীয় ইউনিট টেস্ট (Third / 3rd Unit Test Model Questions) 
বিষয় (Subject) ভূগোল (Geography)
পূর্ণমান (Marks) ৭০ নম্বর (70 Marks)
সময় (Time) ২ ঘন্টা ৩০ মিনিট (2 Hours 30 Minute)

[A] পৃথিবীর রেখামানচিত্রে উপযুক্ত নাম ও সংকেত – সহ চিহ্নিত করো । 1×5 = 5

  1. পামির গ্রন্থি 
  2. ইয়াংসি কিয়াং 
  3. কালাহারি মরুভূমি
  4. ভেল্ড 
  5. মাউন্ট এলবুর্জ

[B] সঠিক উত্তরটি নির্বাচন করো । 1×16 = 16 

  1. 21 জুন তারিখটি হল— 

(A) কর্কটসংক্রান্তি 

(B) মকরসংক্রান্তি 

(C) মহাবিষুব 

(D) জলবিষুব 

Ans: (A) কর্কটসংক্রান্তি 

  1. অপসূর অবস্থান উত্তর গোলার্ধে—— 

(A) গ্রীষ্মকাল 

(B) শীতকাল 

(C) শরৎকাল 

(D) বসন্তকাল 

Ans: (A) গ্রীষ্মকাল 

  1. অক্ষরেখার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল 

(A) নিরক্ষরেখা 

(B) সুমেরুবৃত্ত 

(C) কর্কটক্রান্তি 

(D) মকরক্রান্তি 

Ans: (A) নিরক্ষরেখা 

  1. মোট দ্রাঘিমারেখার সংখ্যা— 

(A) 180 টি 

(B) 360 টি 

(C) 320 টি 

(D) 365 টি 

Ans: (B) 360 টি

  1. নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপের তারতম্যের প্রধান কারণ নয়— 

(A) বায়ুর উষ্ণতা 

(B) ভূমির উচ্চতা 

(C) জলীয় বাষ্প 

(D) পৃথিবীর আবর্তন গতি 

Ans: (D) পৃথিবীর আবর্তন গতি 

  1. আবর্তন বেগ সবথেকে বেশি— 

(A) নিরক্ষীয় অঞ্চলে 

(B) ক্রান্তীয় অঞ্চলে 

(C) মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল 

(D) মেরু অঞ্চলে 

Ans: (A) নিরক্ষীয় অঞ্চলে 

  1. আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বত— 

(A) ভঙ্গিল পর্বত 

(B) স্তূপ পর্বত 

(C) আগ্নেয় পর্বত 

(D) কোনোটিই নয় 

Ans: (C) আগ্নেয় পর্বত 

  1. বিস্তীর্ণ অংশ জুড়ে অবস্থিত মালভূমি হল 

(A) পর্বতবেষ্টিত মালভূমি 

(B) মহাদেশীয় মালভূমি 

(C) লাভাগঠিত মালভূমি 

(D) ব্যবচ্ছিন্ন মালভূমি 

Ans: (B) মহাদেশীয় মালভূমি 

  1. মানচিত্রে অনিত্যবহ নদীর রং হয়— 

(A) কালো 

(B) নীল 

(C) বাদামি 

(D) লাল 

Ans: (A) কালো 

  1. নদীর পার্বত্য অঞ্চলের ভূমিরূপ— 

(A) নদীবাঁক 

(B) জলপ্রপাত 

(C) অশ্বক্ষুরাকৃতি হ্রদ 

(D) প্লাবনভূমি 

Ans: (B) জলপ্রপাত 

  1. অনিয়ন্ত্রিতভাবে ভৌমজল উত্তোলনে সৃষ্টি হয় 

(A) ফ্লুয়োরিন দূষণ 

(B) অ্যাসিড বৃষ্টি 

(C) ইউট্রোফিকেশন 

(D) তাপীয় দূষণ 

Ans: (A) ফ্লুয়োরিন দূষণ

  1. ক্যাডমিয়াম দূষণে সৃষ্ট অসুখ— 

(A) ইতাই – ইতাই 

(B) ফ্লুয়োরোসিস 

(C) ব্ল্যাকফুট 

(D) মিনামাটা 

Ans: (A) ইতাই – ইতাই

  1. অ্যাসিড বৃষ্টির মাধ্যমে মৃত্তিকাদূষণের উৎস— 

(A) নগরায়ণ 

(B) কৃষিকাজ 

(C) শিল্প উৎপাদন 

(D) তাপবিদ্যুৎ কেন্দ্র 

Ans: (C) শিল্প উৎপাদন 

  1. গৃহস্থালির কাজের জন্য মাটিতে যে ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে তা হল— 

(A) মাটির ক্ষয় 

(B) অ্যাসিড বৃষ্টি

(C) অসুখের সংক্রমণ 

(D) তেজস্ক্রিয় বিকিরণ 

Ans: (C) অসুখের সংক্রমণ 

  1. স্টেপ তৃণভূমি সৃষ্টির কারণ— 

(A) উপমেরু জলবায়ু 

(B) পশ্চিম ইউরোপীয় জলবায়ু 

(C) মহাদেশীয় জলবায়ু 

(D) ভূমধ্যসাগরীয় জলবায়ু 

Ans: (B) পশ্চিম ইউরোপীয় জলবায়ু 

  1. রুর শিল্পাঞ্চলের প্রধান খনিজ সম্পদ— 

(A) খনিজ তেল 

(B) আকরিক লোহা  

(C) কয়লা 

(D) তামা 

Ans: (C) কয়লা

[C] নির্দেশ অনুযায়ী নীচের প্রশ্নগুলির উত্তর দাও । 1 × 14 = 14

(i) শূন্যস্থান পূরণ করো : 1×5 = 5

  1. ছায়া সব থেকে ছোটো হয় _______ ।

Ans: ছায়া সব থেকে ছোটো হয় দুপুর ১২ টায় । 

  1. অক্ষরেখার মান _______ দিকে বৃদ্ধি পায় ।

Ans: অক্ষরেখার মান মেরুর দিকে বৃদ্ধি পায় ।

  1. ______ বায়ু শীতল হওয়ায় সংকুচিত হয় । 

Ans: উষ্ণ বায়ু শীতল হওয়ায় সংকুচিত হয় ।

  1. ______পদ্ধতির কারণে মাটির উর্বরতা কমে যায় । 

Ans: শস্যাবর্তন পদ্ধতির কারণে মাটির উর্বরতা কমে যায় । 

  1. লন্ডন বৃহত্তম ______ বন্দর । 

Ans: লন্ডন বৃহত্তম আন্তর্জাতিক বন্দর ।

(ii) শুদ্ধ ও অশুদ্ধ লেখো : 1×5 = 5 

  1. অধিবর্ষের শতাব্দীর বছরগুলি 400 দিয়ে বিভাজ্য । 

Ans: শুদ্ধ 

  1. পৃথিবীর কোনোখানের অক্ষাংশ ও দ্রাঘিমা নির্ণয়ের ব্যবস্থা গ্লোবাল পজিশনিং সিস্টেম । 

Ans: শুদ্ধ

  1. সমচাপরেখাগুলি পরস্পরকে স্পর্শ করতে পারে । 

Ans: অশুদ্ধ 

  1. পাতগুলির সঞ্চালনের কারণ অভ্যন্তরীণ শক্তি । 

Ans: শুদ্ধ 

  1. মোহানায় প্রবল সমুদ্রস্রোত বদ্বীপ সৃষ্টিতে বাধা দেয়। 

Ans: শুদ্ধ

(iii) দু – এক কথায় উত্তর দাও : 1×4 = 4

  1. অনেকগুলি পর্বতশ্রেণির মিলনস্থলকে কী বলে ? 

Ans: অনেকগুলি পর্বতশ্রেণির মিলনস্থলকে পর্বত গ্রন্থি বলে । 

  1. শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে কী বলে ? 

Ans: শুষ্ক অঞ্চলে সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলে ।

  1. জলে অক্সিজেনের অভাবে মাছ ও জলজ প্রাণীর মারা যাওয়াকে কী বলে ?  

Ans: জলে অক্সিজেনের অভাবে মাছ ও জলজ প্রাণীর মারা যাওয়াকে ইউট্রোফিকেশন বলে । 

  1. পোল্ডারভূমি অঞ্চলে কোন্ কৃষিপদ্ধতিতে কৃষিকাজ হয় ? 

Ans: পোল্ডারভূমি অঞ্চলে মিশ্র কৃষিপদ্ধতিতে কৃষিকাজ হয় ।

[D] খুব সংক্ষেপে উত্তর দাও । ( যে – কোনো চারটি ) 2×4 = 8 

  1. স্থানীয় সময় কাকে বলে ? 

Ans: পৃথিবীর আবর্তনের ফলে কোনো স্থানের সূর্য যখন ঠিক মাথার উপরে আসে বা সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করে তখন সে স্থানে মধ্যাহ্ন এবং ঘড়িতে বেলা ১২ টা ধরা হয় এবং এ সময় থেকে দিনের অন্যান্য সময় স্থির করা হয় । এভাবে আকাশে সূর্যের অবস্থান হতে যে সময় স্থির করা হয় তাকে স্থানীয় সময় বলা হয়।

  1. ধারণ অববাহিকা কী ? 

Ans: উচ্চ পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চলের বৃষ্টি বা বরফ গলা জলের ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা একত্রে মিলিত হয়ে একটি বড়ো জলধারা বা নদীর সৃষ্টি করে । নদীর উৎস অঞ্চলের এই ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা বেষ্টিত অববাহিকা কে নদীর ধারণ অববাহিকা বলে ।

  1. দৈনিক আপাত গতি কাকে বলে ? 

Ans: সূর্যকে সামনে রেখে পৃথিবী তার নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে অনবরত আবর্তন করে চলেছে । সেই জন্য আমরা প্রত্যহ সকালে পূর্ব দিকে সূর্যকে উদয় হতে এবং পশ্চিম দিকে সূর্যকে অস্ত যেতে দেখি । দৈনিক বা প্রতিদিন আপাতদৃষ্টিতে সূর্যের এই চলনকে সূর্যের আপাত দৈনিক গতি বলে ।

  1. পোল্ডারভূমি কাকে বলে ? 

Ans: ডাচ ভাষায় পোল্ডার শব্দের অর্থ হলো ‘ সমুদ্র গর্ভ থেকে উদ্ধার করা নীচু জমি ’ । নেদারল্যান্ড বা হল্যান্ডের উত্তর – পশ্চিমে খাল , বিল , হ্রদ , উপহ্রদ , বালিয়াড়ি নিয়ে গঠিত যে বিস্তীর্ণ নিচু অঞ্চলকে সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা হয়েছে , তাকে পোল্ডার ভূমি বা পোল্ডার ল্যান্ড বলে ।

  1. ট্রাক – ফার্মিং কী ? 

Ans: মূল শহর থেকে অনতিদুরে অবস্থিত কৃষি অঞ্চলগুলি থেকে নিত্যপ্রয়োজনীয় উৎপাদিত কৃষি ফসলগুলিকে ট্রাকের মত উন্নত পরিবহন মাধ্যমের সাহায্যে উক্ত শহরাঞ্চলে নিয়ে আসার জন্য যে কৃষিনির্ভর ব্যবস্থা পরিচালিত হয় , তাকে ট্রাক ফার্মিং ( Truck Farming ) বলা হয় ।

  1. জলদূষণ নিয়ন্ত্রণের দুটি পদ্ধতি উল্লেখ করো । Ans: (i) কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার হ্রাসঃ কৃষি জমিতে রাসায়নিক সার , কীটনাশক ও আগাছানাশক ওষুধের ব্যবহার কমালে কৃষি জমি থেকে ধুয়ে আসা জল দূষক পদার্থের পরিমান কমবে এবং জলদূষণের মাত্রা হ্রাস পাবে । (ii) জলের অপব্যবহার রোধঃ জলাশয় বা নদনদীতে কাপড় কাঁচা , গবাদি পশুর স্নান ইত্যাদি বন্ধ করলে জল দূষণ হ্রাস করা সম্ভব ।

[E] নীচের প্রশ্নগুলির উত্তর দাও ( যে – কোনো চারটি ) 3×4 = 12 

  1. অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয় ? 

Ans: অশ্বক্ষুরাকৃতি হ্রদ : নদী গতিপথে কোথাও বাধা পেলে একটু বেঁকে যায় । ধীরে ধীরে এই বাঁক বড়ো হতে থাকে । বাঁক বেশি বড়ো হয়ে গেলে নদী তখন সোজা পথ ধরে প্রবাহিত হয় এবং নদীর পরিত্যক্ত খাত হ্রদের আকার ধারণ করে । এই বিচ্ছিন্ন অংশের সঙ্গে প্রথম দিকে নদীর কিছুটা সম্পর্ক থাকে এবং বন্যার সময় এতে নদীর জল প্রবেশ করে । কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই হ্রদ নদী থেকে সম্পূর্ণ আলাদা হয়ে অশ্বের ক্ষুরের মতো বাঁকাভাবে অবস্থান করে বলে একে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে ।

  1. মাটিদূষণের দুটি উৎস ও তার প্রভাব উল্লেখ করো ।

Ans: (i) শহর ও শিল্পকারখানার দূষিত বর্জ্যঃ সঠিক ব্যবস্থাপনা না করেই শহর ও শিল্পকারখানার দূষিত বর্জ্য গুলিকে যেখানে সেখানে ফেলে দেওয়ার ফলে আবার অনেক সময় শহরের নর্দমার নোংরা জল যে সব জলাশয়ে পড়ে , সেই সব জলাশয়ের জল সেচের কাজে ব্যবহারের ফলে মাটির গুনমান নষ্ট হয়ে পড়ে । শিল্পকারখানার বিষাক্ত জল দ্বারাও মাটি দূষণ ঘটে থাকে ।

(ii) রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারঃ আধুনিক কৃষির অন্যতম একটি উপাদান হল রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার । এই সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটি দূষণের অন্যতম কারণ । সাধারণত জমির উর্বরতা বৃদ্ধি করতে ও ক্ষতিকারক কীট ও পতঙ্গদের হাত থেকে কৃষিজ ফসলকে রক্ষা করতে এই গুলি ব্যববার করা কিন্তু অনেক সময় এই সব বিষাক্ত জীবানুনাশক ব্যবহারের ফলে মাটির উর্বরতা বৃদ্ধিকারী কিছু কিছু উপকারী প্রানী মারা পড়ে । অতিরিক্ত পরিমানে রাসায়নিক সার ব্যবহারের দরুন পাঞ্জাব , হরিয়ানা ও উত্তর প্রদেশের প্রচুর পরিমান জমি লবনাক্ত হয়ে পড়েছে ।

  1. পোল্ডারভূমি কীভাবে সৃষ্টি হয় আলোচনা করো । 

Ans: কয়েকটি পর্যায়ে পোল্ডার ভূমি সৃষ্টি করা হয় । সেগুলি হল – 

(i) প্রাথমিক পর্যায়ঃ পোল্ডার ভূমি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে কোন অগভীর জলাভূমি বা সাগরের কিছুটা অংশ মাটি বা কংক্রিটের তৈরি চক্র বাঁধের মাধ্যমে ঘিরে ফেলা হয় । এই চক্র বাঁধের মধ্যে জল নিকাশি চক্ৰখাল থাকে । 

(ii) দ্বিতীয় পর্যায়ঃ এই পর্যায়ে সাগর বা জলাভূমির ওই ঘেরা অংশটি পাম্পের সাহায্যে কাদা জল দিয়ে ভরাট করা হয় । জলাভূমির নিচে কাদা বা পলি থিতিয়ে জমে গেলে পাম্পের সাহায্যে ওই জলাভূমির জল চক্র খালের মাধ্যমে সমুদ্রে ফেলা হয় । এই কাজে উইন্ড মিলের ব্যবহার লক্ষ্য করা যায় । 

(iii) তৃতীয় পর্যায়ঃ এই পর্যায়ে ভূমিভাগ শুকিয়ে গেলে জমিকে লবণ মুক্ত করার জন্য ৫-৭ বছর ফেলে রাখা হয় ।

(iv) চতুর্থ পর্যায়ঃ এই পর্যায়ে ৫-৭ বছর প্রথমে জমিতে হে , ক্লোভার , বারসীম ইত্যাদি পশু খাদ্যের চাষ ও পশু পালন করা হয় এবং তারপরে বীট , ওট প্রভৃতি শস্য ও সূর্যমুখী , টিউলিপ প্রভৃতি ফুলের চাষ করা হয় । এইভাবে পোল্ডার ভূমি গঠনের ১২-১৫ বছর পরে জমি সম্পূর্ণভাবে কৃষির উপযুক্ত হয়ে ওঠে । উদাহরণঃ নেদারল্যান্ডে উত্তর – পশ্চিমে জুইডার জি উপসাগর থেকে এইভাবে বাঁধ নির্মাণ করে পোল্ডার ভূমি সৃষ্টি করা হয়েছে ।

  1. অক্ষরেখা ও দ্রাঘিমারেখার পার্থক্য করো । 

Ans: (i) অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত । দ্রাঘিমারেখাগুলি অর্ধবৃত্ত । (ii) অক্ষরেখা গুলি পূর্ব – পশ্চিমে বিস্তৃত । দ্রাঘিমারেখা গুলি উত্তর দক্ষিনে বিস্তৃত । (iii) অক্ষরেখা গুলি পরস্পরের সমান্তরাল । দ্রাঘিমারেখা গুলি পরস্পরের সমান্তরাল নয় ।

  1. পৃথিবীর ওপর কোনো স্থানের অবস্থান কীভাবে নির্ণয় করা যাবে ?

Ans: গোলীয় পৃথিবীপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় করতে পূর্ব পশ্চিমে বিস্তৃত অক্ষরেখা ও উত্তর দক্ষিণে বিস্তৃত দ্রাঘিমারেখার সাহায্য নেওয়া হয়ে থাকে । অবস্থিত স্থানটি নিরক্ষরেখা থেকে কতটা উত্তর বা কতটা দক্ষিণে অবস্থিত তা অক্ষরেখার মান দ্বারা জানা যায় এবং মূলমধ্যরেখা থেকে স্থানটি কতটা পূর্বে বা কতটা পশ্চিমে অবস্থান করছে তা দ্রাঘিমারেখার মান থেকে জানা যায় । যেমন কলকাতা 22 ° 34` উত্তর অক্ষরেখা এবং 88 ° 36` পূর্ব দ্রাঘিমারেখার ছেদবিন্দুতে অবস্থিত এটি জানতে আমরা অক্ষরেখা ও দ্রাঘিমারেখার সাহায্য নিয়ে বলতে পারছি ।

  1. সমচাপরেখার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।

Ans: সমচাপরেখার বৈশিষ্ট্য : 1) উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক গভীর বলে বহুক্ষেত্রে সমচাপরেখাগুলি অক্ষরেখার সমান্তরালে বিস্তৃত হয় । 2) সমচাপরেখাগুলি যদি দূরে দূরে অবস্থান করে তাহলে আবহাওয়ার শান্ত অবস্থা বোঝায় এবং রেখাগুলি যদি কাছাকাছি অবস্থান করে তাহলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে । 3) যদি সমচাপরেখাগলি চক্রাকারে অবস্থান করে , তবে তাকে বায়ুচাপের কোশ বা বায়চাপ কক্ষ বলে ।

[F] নীচের প্রশ্নগুলির উত্তর দাও ( যে – কোনো তিনটি ) 5×3 = 15 

  1. পৃথিবীর ঋতু পরিবর্তন কীভাবে হয় চিত্র – সহ বিবরণ দাও । 
  2. বায়ুচাপের পার্থক্যের কারণগুলি লেখো ।
  3. উদাহরণ – সহ বিভিন্ন প্রকার মালভূমির বিবরণ দাও। 
  4. নদীর উচ্চপ্রবাহে সৃষ্ট ভূমিরূপের চিত্র – সহ বিবরণ দাও । 
  5. রুর শিল্পাঞ্চলের প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ।

WB Class 7th All Subjects 3rd Unit Test Question and Answer – সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের সমস্ত বিষয়ের প্রশ্নপত্র

আরোও দেখুন:-

Class 7 Bengali 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 7 English 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 7 Geography 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 7 History 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 7 Mathematics 3rd Unit Test Question Click here

আরোও দেখুন:-

Class 7 Science 3rd Unit Test Question Click here

Class 7 Suggestion 2023 – সপ্তম শ্রেণীর সাজেশন ২০২৩ 

আরোও দেখুন:-

Class 7 Bengali Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 7 English Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 7 Geography Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 7 History Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 7 Mathematics Suggestion 2023 Click here

আরোও দেখুন:-

Class 7 Science Suggestion 2023 Click here

Info : Class 7 Geography 3rd Unit Test Question  | West Bengal WBBSE Class Seven VII (Class 7th) Geography Question and Answer Third Unit Test Question 

সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর   

” Class 7 Geography 3rd Unit Test Question | সপ্তম শ্রেণীর  ভূগোল – প্রশ্ন উত্তর  “ সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সপ্তম শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Seven VII 3rd Unit Test Question / WB Class 7  3rd Unit Test Question / WBBSE  / West Bengal Board of Thirdary Education – WB Class 7 Exam / Class 7 3rd Unit Test Question / Class 7th 3rd Unit Test Question / WB Class VII 3rd Unit Test Question / Class 7 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র এবং প্রশ্ন ও উত্তর (Class 7 Geography 3rd Unit Test Question / Class 7 Geography Question and Answer / Class VII Geography 3rd Unit Test Question / Class 7 Pariksha Geography 3rd Unit Test Question  / Geography Class 7 Exam Guide  / Class 7th Geography MCQ , Short , Descriptive  Type Question and Answer  / Class 7 Geography 3rd Unit Test Question  FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র এবং প্রশ্ন ও উত্তর (Class 7 Geography 3rd Unit Test Question / Class 7 Geography Third Unit Test Question / West Bengal Seven VII Question and Answer, 3rd Unit Test Question / WBBSE Class 7th Geography 3rd Unit Test Question / Class 7 Geography Question and Answer  / Class VII Geography 3rd Unit Test Question  / Class 7 Pariksha 3rd Unit Test Question  / Class 7 Geography Exam Guide  / Class 7 Geography 3rd Unit Test Question, 2024, 2025 / Class 7 Geography 3rd Unit Test Question  MCQ , Short , Descriptive  Type Question and Answer. / Class 7 Geography 3rd Unit Test Question  FREE PDF Download) সফল হবে।

Get the Class 7 Geography 3rd Unit Test Question by BhugolShiksha.com

West Bengal Class 7 Geography Question and Answer prepared by expert subject teachers. WB Class 7  Geography 3rd Unit Test Question with 100% Common in the Examination .

Class 7th Geography 3rd Unit Test Syllabus and Mark Distribution

West Bengal Board of Secondary Education (WBBSE) Class 7th Geography Syllabus with all the important chapters and marks distribution. Download the Class 7th Geography Syllabus and Question Paper. Questions on the Geography exam will come from these chapters. All the chapters are equally important, so read them carefully.

Class 7 Geography 3rd Unit Test Question 2023
সিলেবাস, প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন
Syllabus MCQ SAQ 2 Mark 3 Mark 5 Mark Total
1. পৃথিবীর গতি 1×2=2 1×2=2 2×2=4 3×2=6 5×3=15 45
2. ভূপৃষ্ঠে কোন স্থানে অবস্থান নির্ণয় 1×2=2 1×2=2
3. বায়ুচাপ 1×2=2 1×2=2
4. ভূমিরূপ 1×2=2 1×2=2
5. নদী 1×2=2 1×2=2
6. জল দূষণ 1×2=2 1×1=1 2×1=2 3×1=3 11
7. মাটি দূষণ 1×2=2 1×1=1
8. ইউরোপ মহাদেশ 1×2=2 1×2=2 2×1=2 3×1=3 5×1=5 14
ম্যাপ (Map Pointing) 5
Total 16 14 8 12 20 70

WB Class 7th Geography Syllabus Free Download Link Click Here

Class Seven VII Geography 3rd Unit Test Question | West Bengal WBBSE Class 7 Exam 3rd Unit Test Question

Class 7 Geography Question and Answer, 3rd Unit Test Question Download PDF: WBBSE Class 7 Seven VII Geography 3rd Unit Test Question  is provided here. Class 7 Geography 3rd Unit Test Questions Answers PDF Download Link in Free has been given below.

Class 7 Geography 3rd Unit Test Question PDF Download

Class 7 Geography 3rd Unit Test Question Question and Answer free pdf download | West Bengal WBBSE Class 7 Geography Question and Answer 3rd Unit Test Question  Class 7 Geography 3rd Unit Test Question with pdf file free download.

Class 7 Geography 3rd Unit Test Question  | West Bengal Class 7th Geography Board Model Question Paper and Answer

Class 7 Geography 3rd Unit Test Question West Bengal WBBSE Class 7 Geography Board Model Question Paper and Answer । Class 7 Geography 3rd Unit Test Question Question and Answer. Class 7 Geography 3rd Unit Test Question.

West Bengal Class 7  Geography 3rd Unit Test Question  Download. WBBSE Class 7th Geography short question Third Unit Test Question . Class 7 Geography 3rd Unit Test Question download. Class 7th Question Paper  Geography. WB Class 7  Geography 3rd Unit Test Question and important question and answer. Class 7 3rd Unit Test Question pdf.পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর  ভূগোল পরীক্ষার সম্ভাব্য তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। সপ্তম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।

Class 7 Geography 3rd Unit Test Question – সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র MCQ প্রশ্ন ও উত্তর

Class 7 Geography 3rd Unit Test Question – সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র MCQ প্রশ্ন ও উত্তর | Class 7 Geography 3rd Unit Test Question MCQ or Multiple Choice Question and Answer |  সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র MCQ প্রশ্ন উত্তর।

Class 7 Geography 3rd Unit Test Question – সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণির ভূগোল তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র

Class 7 Geography 3rd Unit Test Question – সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | Class 7 Geography 3rd Unit Test Question Short Question and Answer |  Class 7 Geography 3rd Unit Test Question  – SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।

Class 7th Geography 3rd Unit Test Question – সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র DTQ বড়ো প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণী ভূগোল তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র 

Class 7th Geography 3rd Unit Test Question – সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর | Class 7th Geography 3rd Unit Test Question  West Bengal Class 7th Geography 3rd Unit Test Question  – DTQ বড়ো প্রশ্ন ও উত্তর।

Class 7 3rd Unit Test Geography Question | পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণির ভূগোল  তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ইউনিট টেস্টের প্রশ্নপত্র  

Class 7 Geography 3rd Unit Test Question | পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণির ভূগোল তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র প্রশ্ন ও উত্তর | Class 7 Geography 3rd Unit Test Question – পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণির ভূগোল  তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র প্রশ্ন উত্তর। সপ্তম তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল সাজেশন । সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল সাজেশন।

Class 7 Geography 3rd Unit Test Question | West Bengal Class 7 Geography Question and Answer, Third Unit Test Question – সপ্তম শ্রেণি ভূগোল তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্নপত্র

Class 7 Geography 3rd Unit Test Question – | Class 7 Geography Third Unit Test Question – | পশ্চিমবঙ্গ Class 7 Geography 3rd Unit Test Question – | সপ্তম শ্রেণীর ভূগোল সহায়ক প্রশ্ন ও উত্তর । Class 7 Geography Question and Answer, 3rd Unit Test Question | Class 7 Geography Third Unit Test Question  | Class 7 Geography Question and Answer Notes  | West Bengal Class 7th Geography Question and Answer 3rd Unit Test Question. Class-7 Geography 3rd-Unit-Test Question | Class 7 3rd Unit Test Geography Question Paper Class 7 3rd Unit Test Geography Suggestion Class 7 Unit Test Geography Question Paper Class-7 Geography 3rd-Unit-Test Suggestion WBBSE Class 7 Model Question Paper Unit Test Question Paper Geography Class VII Geography 3rd Unit Test Question Paper pdf Download Class Seven Geography Suggestion Class-7 Geography 3rd Unit Test Suggestion Class-7 Geography 3rd-Unit-Test Question-2023.

Class 7 Geography 3rd Unit Test Question | সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র 

        অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” Class 7 Geography 3rd Unit Test Question | সপ্তম শ্রেণীর তৃতীয় ইউনিট টেস্টের ভূগোল বিষয়ের প্রশ্নপত্র  ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।