1. নিস্ক্রিয় সৌর বিকিরণের পরিমান কত?
উত্তরঃ ৩৪%
2 . কার্যকরী সৌরতাপের পরিমান কত?
উত্তরঃ ৬৬%
3 . কোন এককের দ্বারা সৌর তরঙ্গগুলি পরিমাপ করা হয়?
উত্তরঃ মাইক্রন (Micron)।
4 . সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর বায়ুমন্ডল গ্রহন করে?
উত্তরঃ ১৯%
5 . প্রতিসরণ কি?
উত্তরঃ ঘর্ষনজনিত কারনে বা অন্য কোনো
কারনে বায়ুর গতিবেগ বৃদ্ধিপ্রাপ্ত
হলে, তাকে প্রতিসরণ বা Divergence
বলে।
6 . বায়ুচাপের তারতম্যের প্রধান
কারন কয়টি ও কিকি?
উত্তরঃ ৩ টি। উচ্চতা, উষ্ণতা ও জলীয়
বাষ্প।
7 . সমুদ্রতল থেকে ১ কিমি উচ্চতায়
বায়ু চাপের পরিমান কত?
উত্তরঃ ৮৯৮.৮ মিলিবার।
8 . উচ্চচাপ অঞ্চলে উঃ গোলার্ধে কোন
দিকে বায়ু প্রবাহিত হয়?
উত্তরঃ ঘড়ির কাঁটার দিকে বা Clockwise
9 . উচ্চচাপ অঞ্চলে দঃ গোলার্ধে কোন
দিকে বায়ু প্রবাহিত হয়?
উত্তরঃ ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা
Anti Clockwise
10 . নিম্নচাপ অঞ্চলে উঃ গোলার্ধে
বায়ু কোন দিকে প্রবাহিত হয়?
উত্তরঃ ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা
Anti Clockwise
11 . নিম্নচাপ অঞ্চলে দঃ গোলার্ধে
বায়ু কোন দিকে প্রবাহিত হয়?
উত্তরঃ ঘড়ির কাঁটার দিকে বা Clockwise
12 . সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর বায়ুমন্ডল দ্বারা সরাসরি শোষিত হয়?
উত্তরঃ ১৭%
13. সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর বায়ুমন্ডলের মেঘ ও এরোসোল জাতীয় পদার্থ দ্বারা শোষিত হয়?
উত্তরঃ ০২%
14. সৌর ধ্রুবক কি?
উত্তরঃ বায়ুমন্ডলের উপরিভাগের এক বর্গ মিটার সমতলক্ষেত্রকে যদি আগত সৌর-কিরণের দিকে লম্ব ভাবে ধরা হয়, তবে ওই এক বর্গ মিটার সমতলক্ষেত্রে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বে প্রতি এক সেকেন্ড সময়ে যে পরিমান সৌর-কিরণ পাওয়া যায়, তাকে সৌর ধ্রুবক বা Solar Constant বলে।
15 . পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল, মেরু অঞ্চল অপেক্ষা কত গুন বেশি সৌররশ্মি পেয়ে থাকে?
উত্তরঃ ২.৫ গুন।
16 . বিকিরণ জনিত বৈপরীত্য উত্তাপ কোথায় দেখা যায়?
উত্তরঃ উচ্চ ও মধ্য অক্ষাংশ-এ অবস্থিত স্থলভাগে, রাত্রিকালে।
17 . পার্বত্য অঞ্চলে শীতকালে, রাত্রিবেলা নিম্নাভিমুখী বায়ুকে কি বলে?
উত্তরঃ ক্যাটাবেটিক বায়ু।
18 . কোন এককের সাহায্যে বায়ুচাপ পরিমাপ করা হয়?
উত্তরঃ প্যাসক্যাল বা মিলিবার।
19 . কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়?
উত্তরঃ ব্যারোমিটার।
20 . সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপের পরিমান কত?
উত্তরঃ ১০১৩ মিলিবার।
21 . কোন বিজ্ঞানীর নামানুসারে
কোরিওলিস বলের নামকরন করা
হয়েছে?
উত্তরঃ Gaspard-Gustave De Coriolis
22 . কোরিওলিস বল প্রধানত কোন দুটি
কারনের ওপর নির্ভরশীল?
উত্তরঃ অক্ষাংশীয় অবস্থান ও বায়ুর
গতিবেগ।
23 . রাফনেস লেন্থ কি?
উত্তরঃ ভূ-পৃষ্ঠ থেকে উর্দ্ধস্তরের বায়ুর
গতিবেগের হ্রাসকে রাফনেস লেন্থ
বলে।
24 . বায়ুর অভিসরণ কি?
উত্তরঃ বায়ুর গতিবেগ যদি সামনের দিকে
কমতে থাকে, তখন তাকে অভিসরণ বা
Convergence বলে।
25 . সূর্য থেকে আগত সৌরতাপের কত শতাংশ পৃথিবীর ভূ-পৃষ্ঠে পতিত হয়?
উত্তরঃ ৪৭%
26 . পৃথিবীর ভূ-পৃষ্ঠে পতিত সৌরতাপের কত শতাংশ প্রত্যক্ষ সূর্য রশ্মি রূপে ভূ-পৃষ্ঠে এসে পৌঁছায়?
উত্তরঃ ১৯%
27 . পৃথিবীর ভূ-পৃষ্ঠে পতিত সৌরতাপের কত শতাংশ মেঘপুঞ্জ থেকে বিচ্ছুরিত হয়ে ভূ-পৃষ্ঠে এসে পৌঁছায়?
উত্তরঃ ২৩%
28 . পৃথিবীর ভূ-পৃষ্ঠে পতিত সৌরতাপের কত শতাংশ আকাশ থেকে আলোর বিকিরণ রূপে ভূ-পৃষ্ঠে এসে পৌঁছায়?
উত্তরঃ ০৫%
29 . তাপ গ্রহন ও বিকিরণের ক্ষেত্রে পৃথিবীকে কিরূপ বস্তু হিসেবে ধরা হয়?
উত্তরঃ কৃষ্ণবস্তু বা Black Body
30. বায়ুমন্ডলের বাতায়ন কি?
উত্তরঃ পৃথিবী থেকে বায়ুমন্ডলের দিকে বিকিরিত দীর্ঘ তড়িৎ-চুম্বকীয় তরঙ্গ গুলিকে বায়ুমন্ডলের বাতায়ন বা Atmospheric Window বলে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য । এই ভাবেই ভূগোল শিক্ষা এর পাশে থাকুন, এই পোস্টটি ভালো লাগলে নিচে দেওয়া লিংক থেকে অবশ্যই শেয়ার করুন, ধন্যবাদ ।


সৌজন্যে: ভূগোল শিক্ষা Bhugol Shiksha