
ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
খনিজ সম্পদ ও শক্তি সম্পদ | Minaral Resources & Power Resources – Regional Geography of India (Geography) Question and Answer in Bengali
খনিজ সম্পদ ও শক্তি সম্পদ (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Minaral Resources & Power Resources (Regional Geography of India – Geography) : ভারতের আঞ্চলিক ভূগোল – Regional Geography of India (ভূগোল – Geography) খনিজ সম্পদ ও শক্তি সম্পদ – Minaral Resources & Power Resources প্রশ্ন Oও উত্তর নিচে দেওয়া হল। এই (খনিজ সম্পদ ও শক্তি সম্পদ – Minaral Resources & Power Resources – ভারতের আঞ্চলিক ভূগোল Regional Geography of India – ভূগোল Geography) প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা খনিজ সম্পদ ও শক্তি সম্পদ – Minaral Resources & Power Resources – ভারতের আঞ্চলিক ভূগোল – Regional Geography of India (ভূগোল – Geography) অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।
খনিজ সম্পদ ও শক্তি সম্পদ (Minaral Resources & Power Resources) ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
1. Coal India কী ? এর উদ্দেশ্য কী ?
Ans: ভারতের কয়লা উত্তোলনের ক্ষেত্রে 1971 সালে এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটি গড়ে ওঠে । বিভিন্ন স্থানে কয়লার উৎপাদন বৃদ্ধি , কয়লা উত্তোলনের আধুনিক প্রযুক্তি , সমস্যা দূরীকরণ , নতুন নতুন খনি আবিষ্কার Coal India এর মুখ্য উদ্দেশ্য । এর সদর দপ্তর কলকাতায় অবস্থিত । এর অধীনস্ত 18 টি সংস্থার মধ্যে প্রধান হল ( i ) ভারত কোকিং কোল লিমিটেড ( BCCL ) । ( ii ) Central Coalfields Limited ( CCL ) । ( iii ) Eastern , Northern , Western CoalFields Limited ( ENWCL ) ।
2. ভারতের কয়লা উৎপাদক অঞ্চল কী ?
Ans: ভারত কয়লা উৎপাদনে পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করে । ভারতের কয়লা উৎপাদক অঞ্চলগুলি হল A ) গণ্ডোয়ানা যুগের কয়লা : ( i ) দামোদর উপত্যকা অঞ্চলের ঝাড়খণ্ড ( ঝরিয়া , চন্দ্রপুরা ) , পশ্চিমবঙ্গ ( রানিগঞ্জ , দিশেরগড় ) ; ( ii ) শোন – মহানদী – ব্রাক্মণী অঞ্চল ( মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় ) , ওড়িশা ( তালচের ) ; ( iii ) সাতপুরা অঞ্চল ( পেঞ্জ উপত্যকা ) ; ( iv ) ওয়ার্ধা – গোদাবরী – ইন্দ্রাবতী উপত্যকার মহারাষ্ট্র ( ওয়ার্ধা ) , অন্ধ্ৰ ( কোটা ) । B ) টার্সিয়ারী যুগের কয়লা : অসম ( লখিমপুর ) , পশ্চিমবঙ্গ ( বাগরাকোট ) , সিকিম ( রঙ্গিত উপত্যকা ) , জম্মু – কাশ্মীর ।
3. ভারতের খনিজ তেল উৎপাদক অঞ্চল কী ?
Ans: ভারতের সমস্ত খনিজ তৈল উৎপাদক অঞ্চলগুলিকে চারটি অঞ্চলে ভাগ করা যায় । যথা i ) বোম্বে হাই অঞ্চল : বর্তমান ভারতের বৃহত্তম তৈলক্ষেত্র । 1974 খ্রিস্টাব্দে ‘ ONGC ‘ এর প্রচেষ্টায় এটি আবিষ্কার হয় । অগভীর সমুদ্রে ভাসমান ‘ সাগর সম্রাট ’ ও ‘ সাগর বিকাশ ‘ নামক জাহাজের মাধ্যমে খনিজ তেল সংগ্রহ করা হয় । ii ) গুজরাট অঞ্চল : ভারতের দ্বিতীয় বৃহত্তম তৈলবলয় । এখানকার প্রধান তৈলবলয়গুলি হল আঙ্কেলেশ্বর , খাম্বাত , লুনেজ , কৌশাম্বা প্রভৃতি । iii ) আসাম অঞ্চল : সর্বপ্রাচীন তৈলবলয় । ডিগবয় , নাহারকাটিয়া , রুদ্রসাগর এখানকার প্রধান তৈলক্ষেত্র । iv ) দক্ষিণ ভারত : গোদাবরী , কৃষ্ণা , কাবেরী নদীর ব – দ্বীপ অঞ্চল থেকে সামান্য পরিমাণ তৈল উত্তোলিত হয় ।
4. ভারতে খনিজ তেল উৎপাদনের সমস্যা কী ?
Ans: i ) প্রয়োজনের তুলনায় উত্তোলন খুব কম । ii ) সারা ভারতে ONGC ও OIL- এর আধুনিক যন্ত্রপাতি ও নজরদারী যথেষ্ট নয় । iii ) তেলের উত্তোলন ব্যয় বেশি । iv ) অবৈজ্ঞানিক পদ্ধতিতে তৈল উত্তোলনের ফলে তেলের অপচয় হয় । v ) বিদেশী প্রযুক্তিবিদ্যার সাহায্য নেবার ফলে উৎপাদন খরচ অধিক । vi ) ভারতের অধিকাংশ খনি লাভজনক না হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে । vii ) সর্বোপরি ভারতের অধিকাংশ খনিজ তেল ভূ – গর্ভের অত্যন্ত গভীরে হওয়ায় উত্তোলনে সমস্যা রয়েছে ।
5. ভারতে আনবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গুলি লেখো ।
Ans: 1948 খ্রিস্টাব্দে স্থাপিত Atomic Enargy Commissione – এর অধীনে ভারতে নিম্নলিখিত আণবিক কেন্দ্র আছে ।
কেন্দ্র | রাজ্য | সংস্থার নাম | উৎপাদন (মেগাওয়াট) |
তারাপুর | মহারাষ্ট্র | তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন (TAPS) | 420 মেগাওয়াট |
কালাপক্কম | তামিলনাড়ু | চেন্নাই অ্যাটমিক পাওয়ার স্টেশন (MAPS) | 235 মেগাওয়াট |
নারোরা | উত্তরপ্রদেশ | নারোরা অ্যাটমিক পাওয়ার স্টেশন (NAPS) | 470 মেগাওয়াট |
কোটা | রাজস্থান | কোটা অ্যাটমিক পাওয়ার স্টেশন (KAPS) | 430 মেগাওয়াট |
রাওয়াতভাট্টা | রাজস্থান | রাওয়াতভাট্টা অ্যাটমিক পাওয়ার স্টেশন (RAPS) | 431 মেগাওয়াট |
6. NTPC এর পুরো নাম কী ?
Ans: NTPC এর সম্পূর্ণ নাম National Thermal Power Corporation . স্থাপন : 1975 সালে ভারত সরকার এই সংস্থাটি স্থাপন করেন ।
উদ্দেশ্য : ( i ) দেশের বিভিন্ন অংশে দ্রুত ও অধিক তাপবিদ্যুৎ উৎপাদন করা । ( ii ) চাহিদামত তাপবিদ্যুতের যোগান দেওয়া । ( iii ) তাপবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা । উৎপাদন ক্ষমতা ঃ দেশ জুড়ে 16 টি কয়লাভিত্তিক ও 7 টি গ্যাসভিত্তিক বৃহদায়ন তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট 26,404 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় ।
প্রধান কেন্দ্র : ফারাক্কা , তালচের , সিংগ্রোলী ও কাওয়াস ( গুজরাট ) । বর্তমানে তাপবিদ্যুৎত্তের সাথে এই সংস্থাটি জলবিদ্যুৎ ও অ – চিরাচরিত বিদ্যুৎ উৎপাদনের দিকে নজর দিয়েছে বলে 2005 সালে এই সংস্থার নতুন নাম হয়েছে N’büTPC limited .
মেমরী প্লাস : ভারতে 89 রকমের খনিজ পাওয়া যায় । যার মধ্যে 4 টি জ্বালানী খনিজ , 11 টি ধাতু , 52 টি অধাতু ও 22 টি গৌণ বর্গের খনিজ । আবার Food Chain Revolution দ্বারা সংযুক্ত হয়েছে । যা খাদ্যদ্রব্য , সবজি ও ফলকে পচন থেকে রক্ষা করবে ।
FILE INFO : খনিজ সম্পদ ও শক্তি সম্পদ – Minaral Resources & Power Resources | ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Regional Geography of India – Geography)
File Details:
PDF Name : খনিজ সম্পদ ও শক্তি সম্পদ – Minaral Resources & Power Resources | ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Regional Geography of India – Geography)
Price : FREE
Download Link : Click Here To Download
INFO : Geography – Regional Geography of India – Question and Answer | ভূগোল – ভারতের আঞ্চলিক ভূগোল – খনিজ সম্পদ ও শক্তি সম্পদ (Minaral Resources & Power Resources) প্রশ্নোত্তর
” ভূগোল (Geography) – ভারতের আঞ্চলিক ভূগোল (Regional Geography of India) – খনিজ সম্পদ ও শক্তি সম্পদ – Minaral Resources & Power Resources “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, Madhyamik, Class 11, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস ভূগোল (Geography) ভারতের আঞ্চলিক ভূগোল (Regional Geography of India) – খনিজ সম্পদ ও শক্তি সম্পদ – Minaral Resources & Power Resources / খনিজ সম্পদ ও শক্তি সম্পদ সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / খনিজ সম্পদ ও শক্তি সম্পদ (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Minaral Resources & Power Resources (Regional Geography of India – Geography) SAQ / Short Question and Answer / খনিজ সম্পদ ও শক্তি সম্পদ (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Minaral Resources & Power Resources (Regional Geography of India – Geography) Quiz / খনিজ সম্পদ ও শক্তি সম্পদ (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Minaral Resources & Power Resources (Regional Geography of India – Geography) QNA / খনিজ সম্পদ ও শক্তি সম্পদ (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Minaral Resources & Power Resources (Regional Geography of India – Geography) Question and Answer FREE PDF Download ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।
খনিজ সম্পদ ও শক্তি সম্পদ (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Minaral Resources & Power Resources (Regional Geography of India – Geography) Question and Answer in Bengali
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।
খনিজ সম্পদ ও শক্তি সম্পদ (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Minaral Resources & Power Resources (Regional Geography of India – Geography)
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” খনিজ সম্পদ ও শক্তি সম্পদ (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Minaral Resources & Power Resources (Regional Geography of India – Geography) ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।