মানবীয় ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বসমূহ | Theories Of Population Growth – Human Geography (Geography) Question and Answer in Bengali
জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বসমূহ (মানবীয় ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Theories Of Population Growth (Human Geography – Geography) : মানবীয় ভূগোল – Human Geography (ভূগোল – Geography) জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বসমূহ – Theories Of Population Growth প্রশ্ন Oও উত্তর নিচে দেওয়া হল। এই (জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বসমূহ – Theories Of Population Growth – মানবীয় ভূগোল Human Geography – ভূগোল Geography) প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বসমূহ – Theories Of Population Growth – মানবীয় ভূগোল – Human Geography (ভূগোল – Geography) অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।
জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বসমূহ (Theories Of Population Growth) মানবীয় ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
1. জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত তত্ত্ব লেখো । ( POPULATION GROWTH THEORIES )
Ans: জনসংখ্যা বৃদ্ধির কারণ ও প্রকৃতিসমূহ বিশ্লেষণ করে একাধিক আর্থ – সামাজিক ও জৈব প্রাকৃতিক তত্ত্বসমূহ বিগত কয়েক দশকে বিভিন্ন সময় তুলে ধরা হয়েছে । যেমন A ) ম্যালথাসের তত্ত্ব : জনসংখ্যা ও খাদ্যের যোগানের উপর ভিত্তি করে ; B ) কার্ল মার্ক্সের তত্ত্ব । ধনী ও দরিদ্রের সম্পদের যোগানের পার্থক্যের উপর ভিত্তি করে । C ) ডবলিনের তত্ত্ব : খাদ্য ও জনসংখ্যার বিপরীত সম্পর্ক ভিত্তি করে , D ) স্যাডলারের তত্ত্ব : জনঘনত্বের সাথে জনসংখ্যা বৃদ্ধির সম্পর্ক ভিত্তি করে ; E ) গিনি তত্ত্ব : কৃষি ও শিল্পভিত্তিক সমাজের উপর ভিত্তি করে ; F ) দ্যা কাস্ত্রো তত্ত্ব : শারীরবৃত্তীয় প্রভাবের উপর ভিত্তি করে ।
2. জনসংখ্যা বৃদ্ধিতে ম্যালথাসের তত্ত্ব লেখো । ( MALTHUSIAN THEORY ) ।
Ans: ইংল্যান্ডের টমাস রবার্ট ম্যালথাস 1798 খ্রিস্টাব্দে তাঁর ‘ An Essay on Principles of Population ‘ বইতে ‘ জনসংখ্যা হতাশা তত্ত্ব ‘ প্রকাশ করেন । তাঁর এই তত্ত্বের মূল কথা , জনসংখ্যা ও খাদ্যের যোগান সময় নির্ভর ও বিপরীতধর্মী । তাঁর মতে , খাদ্যের উৎপাদন বৃদ্ধি পায় সমান্তরাল প্রগতি হারে । যথা- 1 , 2 , 3 , 4 , 5 , 6 এভাবে ও জনসংখ্যা বৃদ্ধি পায় গুণোত্তর হারে যথা— 1 , 2 , 4 , 8 , 16 …। অর্থাৎ খাদ্যের যোগান বৃদ্ধি করা সত্ত্বেও জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত দ্রুত হবার জন্য খাদ্যের যোগান ও চাহিদার মধ্যে সামস্য বিঘ্নিত হয়ে অর্থনীতি , সমাজ দুর্বল করে । তবে তীব্র দারিদ্র্যতা , মহামারী , যুদ্ধ , দুর্ভিক্ষ , প্লেগ ও শিশুপালনে অবহেলা ইত্যাদি প্রাকৃতিক প্রতিবন্ধকতা ( Natural Constraints ) মৃত্যুহার বৃদ্ধি করে খাদ্য ও জনসংখ্যার সামঞ্জস্য তৈরি করে ।
3. Global Hunger Index কী ?
Ans: বিশ্বের সর্বাধিক ক্ষুধার্ত ৪৪ টি দেশের মধ্যে ভারতের স্থান 65 তম । বাংলাদেশ 70 , পাকিস্তান 61 , চীন 15। পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত দেশ কঙ্গো । ভারতের 25 কোটি লোক ক্ষুধার্ত যা পৃথিবীর 50 শতাংশ । মধ্যপ্রদেশে এর সংখ্যা সংখ্যা বেশী । ভারতের বিপজ্জনক 14 টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে । সঙ্কটজনকভাবে ক্ষুধার্ত রাজ্যের মধ্যে রয়েছে পাঞ্জাব , কেরল , হরিয়ানা , অসম । শেষের দিকে রয়েছে বিহার , ঝাড়খণ্ড ও ছত্তিশগড় ।
4. ম্যালথাস তত্ত্বের ত্রুটি কী ?
Ans: ম্যালথাসের তত্ত্ব দিগন্তকারী ঘটনা হলেও এর বহু ত্রুটি আছে । এগুলি হল i ) ম্যালথাসের মতে , জনসংখ্যা জ্যামিতিক হারে বেড়ে খাদ্যসমস্যা দেখা দেবে ; কিন্তু উনবিংশ শতাব্দীর শিল্পবিপ্লবের ফলে ইংল্যান্ড ও ইওরোপের কতিপয় দেশের উৎপাদন জনসংখ্যা অতিক্রম করলেও খাদ্যসমস্যা হয়নি । ii ) ম্যালাথাসের মতে , মানুষের প্রজনন শক্তি সীমাহীন , যা সঠিক নয় । iii ) প্রজনন ক্ষমতা ও প্রজননশীলতার সুস্পষ্ট পার্থক্য তিনি টানতে পারেননি । iv ) বিলম্বে বিবাহ , বিবাহ না করা , যৌন সঙ্গমে না যাওয়া ইত্যাদি অস্বাভাবিক উপায়ের কথা তিনি বলেছেন । ( v ) সর্বোপরি , জনসংখ্যা বৃদ্ধি হেতু শ্রমশক্তি , শ্রমবিভাগ ও কর্মদক্ষতা বৃদ্ধি পায় — তা তিনি চিত্তা করেননি ।
5. নব্য ম্যালথাসীয় তত্ত্ব কী ?
Ans: জনসংখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে নব্য ম্যালথাসবাদীরা মূলত ম্যালথাসেরই উত্তরসূরী । Mary Stopes ( U.K. ) ও Margaret Singer প্রভৃতি নব্য ম্যালথাসবাদীরা জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারে ম্যালথাসের মূল ধারণা গ্রহণ করলেও জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারে ম্যালথাসের মতবাদ থেকে বিচ্যুত হয়ে নতুন ধ্যান – ধারণার প্রবর্তন করেন । এদের মতে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিবাহ না করা বা যৌন মিলনে বিরত থাকা এগুলি সঠিক পথ নয় । এদের যুক্তি উপযুক্ত কর্মসূচীর মাধ্যমেই জন্ম নিয়ন্ত্রণ করে জনসংখ্যাকে খাদ্য উৎপাদনের বৃদ্ধির সাথে সামঞ্জস্য স্তরে বজায় রাখা সম্ভব ।
6. জনসংখ্যা বৃদ্ধিতে কার্ল মার্ক্সের তত্ত্ব কী ?
Ans: জার্মান চিন্তাবিদ ও সাম্যবাদের প্রবক্তা মার্ক্সের মতে , মানুষ মাত্রই সম্পদ । ধনী ও দরিদ্র সব মানুষের কার্যকারিতা ও উপযোগিতা থাকলেও ধনী ও দরিদ্রের অসাম্যের জন্যই সমান অধিকার নেই । মার্কসের মতে , মালিক শ্রেণীর লক্ষ্য সর্বাধিক মুনাফা লাভ করা ; ফলে মালিক শ্রেণী নিজেদের মধ্যে পুঁজি সঞ্চয় করে । অন্যদিকে দরিদ্র শ্রমিক শ্রেণী জনসংখ্যা বৃদ্ধির দ্বারা শ্রমের সঞ্চয় করে । তারা জানে মালিক শ্রমিক শ্রেণীর উপর নির্ভরশীল ; তাই দরিদ্র শ্রমিক শ্রেণী শ্রম দ্বারা উপার্জন করার কথা ভাবলে জনবৃদ্ধি ঘটে । মার্কসের মতে , সমাজে সাম্যবাদ দ্বারা আর্থ – সামাজিক ব্যবস্থার প্রযুক্তিগত পরিবর্তন ঘটিয়ে ঐ ক্রমবর্ধমান জনসংখ্যার শ্রমকে আরো উন্নত ও সুদক্ষ করা যায় । তখন অতিরিক্ত জনসংখ্যা বোঝা না হয়ে পরিণত হয় মনুষ্য সম্পদে ।
FILE INFO : জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বসমূহ – Theories Of Population Growth | মানবীয় ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Human Geography – Geography)
File Details:
PDF Name : জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বসমূহ – Theories Of Population Growth | মানবীয় ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Human Geography – Geography)
Price : FREE
Download Link : Click Here To Download
INFO : Geography – Human Geography – Question and Answer | ভূগোল – মানবীয় ভূগোল – জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বসমূহ (Theories Of Population Growth) প্রশ্নোত্তর
” ভূগোল (Geography) – মানবীয় ভূগোল (Human Geography) – জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বসমূহ – Theories Of Population Growth “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, Madhyamik, Class 11, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস ভূগোল (Geography) মানবীয় ভূগোল (Human Geography) – জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বসমূহ – Theories Of Population Growth / জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বসমূহ সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বসমূহ (মানবীয় ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Theories Of Population Growth (Human Geography – Geography) SAQ / Short Question and Answer / জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বসমূহ (মানবীয় ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Theories Of Population Growth (Human Geography – Geography) Quiz / জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বসমূহ (মানবীয় ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Theories Of Population Growth (Human Geography – Geography) QNA / জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বসমূহ (মানবীয় ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Theories Of Population Growth (Human Geography – Geography) Question and Answer FREE PDF Download ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।
জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বসমূহ (মানবীয় ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Theories Of Population Growth (Human Geography – Geography) Question and Answer in Bengali
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।
জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বসমূহ (মানবীয় ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Theories Of Population Growth (Human Geography – Geography)
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” জনসংখ্যা বৃদ্ধির তত্ত্বসমূহ (মানবীয় ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Theories Of Population Growth (Human Geography – Geography) ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।