মানবীয় ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
মানব উন্নয়ন সূচক | Human Development Index – Human Geography (Geography) Question and Answer in Bengali
মানব উন্নয়ন সূচক (মানবীয় ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Human Development Index (Human Geography – Geography) : মানবীয় ভূগোল – Human Geography (ভূগোল – Geography) মানব উন্নয়ন সূচক – Human Development Index প্রশ্ন Oও উত্তর নিচে দেওয়া হল। এই (মানব উন্নয়ন সূচক – Human Development Index – মানবীয় ভূগোল Human Geography – ভূগোল Geography) প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা মানব উন্নয়ন সূচক – Human Development Index – মানবীয় ভূগোল – Human Geography (ভূগোল – Geography) অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।
মানব উন্নয়ন সূচক (Human Development Index) মানবীয় ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
1. মানৰ ভন্নয়ন সূচক ( HUMAN DEVELOPMENT INDEX )
Ans: 1997 খ্রিস্টাব্দে মানব উন্নয়ন সমীক্ষা অনুযায়ী মানব উন্নয়ন সূচক হ’ল- Human Development Index ( HDI ) means the processes widing people choses and the level of well ” . কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে মানব জীবনের বিভিন্ন দিক being they are achive কিরূপে পরিবর্তিত বা উন্নীত হয় ; তা যে সূচকের সাহায্যে প্রকাশ করা হয় , তাকে মানব উন্নয়ন সূচক বলে । কোন দেশের অর্থনৈতিক উন্নয়ন হলেই যে মানব উন্নয়নও হবে , তার কোন নিশ্চয়তা নেই । তবে সাধারণভাবে এই দুই ধারণা একে অপরের পরিপূরক ।
2. মানব উন্নয়ন সূচকের গণনা পদ্ধতির রূপরেখা কী ?
Ans: UNDP- এর অধীনে মানব উন্নয়ন সূচক প্রধানত তিনটি বিষয়ের উপর নির্ভরশীল ; যথা ( ৪ ) মানুষের আয়ুষ্কালের সীমা ; যা মানুষের স্বাস্থ্যকর জীবনের প্রমাণ দেয় । ( b ) বার্ধক্য জীবনে স্বাক্ষরতা হার ও নিম্নবুনিয়াদী মাধ্যমিক ও কলেজস্তারে ভর্তির হার ; যা শিক্ষার উন্নয়ন নির্দেশ করে । ( c ) মাথাপিছু জাতীয় উৎপাদন ( GDP – Gross domestic product ) যাহা জীবনযাত্রার মান নির্দেশ করে ।
3. HDI ( Human Development Index ) কী ?
Ans: UNO প্রথম নির্মাণ কর্মসূচী গ্রহণ করেন । পাকিস্তানের অর্থনীতিবিদ মাহবুল – উল – হক্ এর দেওয়া মাপকাঠি থেকে এই সূচক প্রস্তুত করা হয় । 1990 সালে বিভিন্ন দেশের জনগোষ্ঠীর প্রতিটি সদস্যের জীবনযাপনের নানা জীববৈশিষ্ট্যের বিকাশের বিভিন্ন উপাদানের উপর ভিত্তি করে এটি নির্ণয় করা হয় । 3 টি বিষয় দ্বারা HDI নির্ণয় করা হয়— ( i ) প্রত্যাশিত জীবনসীমা । ( ii ) জ্ঞানের স্তর ও বয়স্কশিক্ষা । ( iii ) জীবনযাপনের স্তর । প্রসঙ্গত বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় সংখ্যাও যেখানে বিবেচিত হয় ।
4. ভারতবর্ষের সবচেয়ে বেশী ও কম স্বাক্ষর রাজ্য দুটির নাম কী ?
Ans: ভারতের মধ্যে কেরলে স্বাক্ষরতার হার সবচেয়ে বেশী । 2001 সালের জনগণনা অনুযায়ী এই রাজ্য সাক্ষরতার হার 90.92 % । যার পিছনে রয়েছে – ( i ) শিক্ষাখাতে বহু ব্যায় । ( ii ) প্রশাসনের দীর্ঘকালীন প্রচেষ্টা । ( iii ) খ্রিস্টান মিশনারীদের প্রভাব । আবার বিহারের সাক্ষরতার হার মাত্র 47.53 % । যার কারণ- ( i ) জনসংখ্যার একটি বড় অংশ । কৃষিতে অংশগ্রহণ । ( ii ) প্রাথমিক শিক্ষার অভাব । ( iii ) জাতপাতের ভেদাভেদ ।
5. UNDP প্রকাশিত HUMAN DEVELOPMENT REPORT – 2007 অনুযায়ী ভারতের অবস্থ কী ?
Ans: 2007 খ্রিস্টাব্দে UNDP প্রকাশিত Human Development Report অনুযায়ী পৃথিবীর 177 দেশের প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী ভারতের স্থান 128 তম স্থানে ; যা 2006 খ্রিস্টাব্দে ছিল 126 তম । অর্থাৎ 2 ধাপ অবনমন হয়েছে । ভারতের বর্তমান HID হল 0.619 ; বিগত বৎসরে ভারতের চরম আর্থিক উন্নতি হলেও তা কেবলমাত্র মুষ্টিমেয় কতকগুলি ধনীর মধ্যে সীমাবদ্ধ থাকায় ভারতের কোন RANK এগোয়নি ।
6. ভারতের NATIONAL HUMAN DEVELOPMENT REPORT ( NHDR ) 2001 অনুযায়ী ভারতের কোন রাজ্য কী অবস্থায় রয়েছে ?
Ans: 2001 খ্রিস্টাব্দে NHDR বিবৃত ভারতের রাজ্যগুলিকে মানব উন্নয়নের ভিত্তিতে নিম্নের তিন ভাগে ভাগ করা যায় । যেমন—
A ) অধিক HDI যুক্ত রাজ্যসমূহ ( > .50 ) : কেরল , পাঞ্জাব , তামিলনাড়ু , মহারাষ্ট্র , হরিয়ানা এই রাজ্যগুলি HDI অত্যন্ত সমৃদ্ধ । অর্থনৈতিক উন্নয়নই এখানকার এরূপ উন্নতির কারণ ।
B ) মধ্যম HDI যুক্ত রাজ্যসমূহ ( .50.40 ) : গুজরাট , কর্ণাটক , পশ্চিমবঙ্গ ( RANK – 8 ) , রাজস্থান , অন্ধ্রপ্রদেশ ইত্যাদি রাজ্য এই দলভুক্ত । এই রাজ্যগুলির HDI- এর মানও মধ্যম ।
C ) নিম্ন HDI সম্পন্ন রাজ্যসমূহ ( < .4 ) : মধ্যপ্রদেশ , উত্তরপ্রদেশ , আসাম ও সর্বনিম্ন স্থান বিহারের । শিক্ষার চরম অবনমন , নগণ্য নারীশিক্ষা , স্বাস্থ্যহানির জন্য এই রাজ্যগুলি এরূপ অবস্থায় রয়েছে ।
FILE INFO : মানব উন্নয়ন সূচক – Human Development Index | মানবীয় ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Human Geography – Geography)
File Details:
PDF Name : মানব উন্নয়ন সূচক – Human Development Index | মানবীয় ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Human Geography – Geography)
Price : FREE
Download Link : Click Here To Download
INFO : Geography – Human Geography – Question and Answer | ভূগোল – মানবীয় ভূগোল – মানব উন্নয়ন সূচক (Human Development Index) প্রশ্নোত্তর
” ভূগোল (Geography) – মানবীয় ভূগোল (Human Geography) – মানব উন্নয়ন সূচক – Human Development Index “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, Madhyamik, Class 11, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস ভূগোল (Geography) মানবীয় ভূগোল (Human Geography) – মানব উন্নয়ন সূচক – Human Development Index / মানব উন্নয়ন সূচক সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / মানব উন্নয়ন সূচক (মানবীয় ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Human Development Index (Human Geography – Geography) SAQ / Short Question and Answer / মানব উন্নয়ন সূচক (মানবীয় ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Human Development Index (Human Geography – Geography) Quiz / মানব উন্নয়ন সূচক (মানবীয় ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Human Development Index (Human Geography – Geography) QNA / মানব উন্নয়ন সূচক (মানবীয় ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Human Development Index (Human Geography – Geography) Question and Answer FREE PDF Download ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।
মানব উন্নয়ন সূচক (মানবীয় ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Human Development Index (Human Geography – Geography) Question and Answer in Bengali
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।
মানব উন্নয়ন সূচক (মানবীয় ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Human Development Index (Human Geography – Geography)
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” মানব উন্নয়ন সূচক (মানবীয় ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Human Development Index (Human Geography – Geography) ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।