ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
দারিদ্র্য দূরীকরণে ভারতের বিভিন্ন নীতি | Programme Of To Protected Rural & Urban Proverty In India – Regional Geography of India (Geography) Question and Answer in Bengali
দারিদ্র্য দূরীকরণে ভারতের বিভিন্ন নীতি (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Programme Of To Protected Rural & Urban Proverty In India (Regional Geography of India – Geography) : ভারতের আঞ্চলিক ভূগোল – Regional Geography of India (ভূগোল – Geography) দারিদ্র্য দূরীকরণে ভারতের বিভিন্ন নীতি – Programme Of To Protected Rural & Urban Proverty In India প্রশ্ন Oও উত্তর নিচে দেওয়া হল। এই (দারিদ্র্য দূরীকরণে ভারতের বিভিন্ন নীতি – Programme Of To Protected Rural & Urban Proverty In India – ভারতের আঞ্চলিক ভূগোল Regional Geography of India – ভূগোল Geography) প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা দারিদ্র্য দূরীকরণে ভারতের বিভিন্ন নীতি – Programme Of To Protected Rural & Urban Proverty In India – ভারতের আঞ্চলিক ভূগোল – Regional Geography of India (ভূগোল – Geography) অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর (Short Question and Answer) খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নউত্তর ভালো করে পড়তে পারো।
দারিদ্র্য দূরীকরণে ভারতের বিভিন্ন নীতি (Programme Of To Protected Rural & Urban Proverty In India) ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্ন ও উত্তর
1. ভারত নির্মাণ কী ?
Ans: দেশের রাস্তা বিদ্যুৎ , জল সরবরাহ প্রভৃতি বিষয়ে উন্নয়নের জন্য যে সকল তাদের একত্রে ভারত নির্মাণ প্রকল্প বলে । যেমন করা হয় । ( ক ) PMGSY এর মাধ্যমে গ্রাম সড়ক যোজনার মাধ্যমে গ্রামে স্থায়ী রাস্তার দ্বারা সংযোগের নীতি গৃহীত হয় । ২০০৮-০৯ বাজেটে এই প্রকল্পের ১২০০০ কোটি টাকা বরাদ্দ করা হয় । ( খ ) RGGVY করে গ্রামীন বৈদ্যুতিকরণের জন্য ২০১০ -র মধ্যে সকল গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করা হয় । ২০০৫ সালে এই প্রকল্প প্রথম গৃহীত হয় ।
2. ইন্দিরা গৃহ নির্মাণ প্রকল্প ( IAYI ) কী ?
Ans: যে প্রকল্পে দারিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষের জন্য গৃহ নির্মাণের কর্মসূচী গৃহীত হয় তাকে । ইন্দিরা আবাস যোজনা বলে । ২০০৮-০৯ অর্থ বছরে ভারত সরকার এই খাতে ৮৮০০ কোটি টাকা বরাদ্দ করে । এই কাজে গতি আনার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ প্রদানের জন্য ন্যাশনাল হাউসিং ব্যাংক NHB- র তহবিলে ২০০০ কোটি টাকা প্রদান করা হয় ।
3. F.C.L. ( Food Corporation of India ) কী ?
Ans: F.C.I. 1965 সালে ভারত সরকার স্থাপন করে । এর মূল লক্ষ্য খাদ্য শস্যের সমবন্টন এবং দামের চিরতা নিশ্চিত করা , সংস্থাটি সরকারের হয়ে খাদ্যশস্য সংগ্রহ করে , আপৎকালীন মজুত ও সংরক্ষণ করে । এই মজুত থেকেই কর্পোরেশন ন্যায্য মূল্যে গণবণ্টন ব্যবস্থা দ্বারা জনসাধারণের নিকট শস্য সরবরাহ করে । এছাড়াও সংস্থাটি কৃষিজাত ফসলের সমীক্ষা গবেষণা ও উন্নতির কাজও করে থাকে ।
4. গ্রাম স্ব – রোজগার যোজনা ( SGSY ) ।
Ans: যে প্রকল্পে ২০০৫ সালের মধ্যে দরিদ্র জনসাধারণের নিজস্ব রোজগার দ্বারা দারিদ্র্য দুরীকরণ করা ও ( ক ) মহিলা স্ব – নির্ভর দল গঠনে অগ্রাধিকার দেওয়া হবে । বর্তমানে ২২ লক্ষ মহিলা স্ব – নির্ভর দল গড়ে স্বয়ম্ভরতা অর্জনের জন্য কাজ করা হবে তাকে স্বর্ণজয়ন্তী গ্রাম স্ব – রোজগার যোজনা বলা হয় । গৃহীত প্রকল্প ব্যাঙ্কের সাথে যুক্ত হয়েছে । খ ) দরিদ্র মানুষদের জন্য । বকেয়া ঢাকা ঋণ ও সুদে ভরতুকি দেওয়া হবে । বরাদ্দকৃত ঋণ : ২০০৯ সালের বাজেটে এই প্রকল্পে ২৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয় ।
5. প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা ( PMAGY ) কী ?
Ans: মূলতঃ তপশিলি জাতিভুক্ত গ্রামগুলোর উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের জন্য ভারত সরকার যে প্রকল্প গ্রহণ করে তাকে প্রধানমন্ত্রী আদর্শ যোজনা বলে ।
প্রকল্প গ্রহণ : ২০০৯ সালে প্রথম এই প্রকল্প শুরু হয় , এই প্রকল্পে প্রথম ১০০০ টি গ্রামকে পাইলট প্রোজেক্টরূপে গ্রহণ করা হয় ।
বরাদ্দকৃত অর্থ ঃ এই প্রকল্পে ২০০৯ সালে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয় । এই প্রকল্পে প্রতিটি গ্রামকে বেশী অর্থ দিয়ে প্রকল্প রূপায়ন করে আদর্শ গ্রামে পরিণত করার চেষ্টা করা হবে ।
6. গ্রামীণ সরবরাহ প্রকল্প কী ?
Ans: যে প্রকল্পে দেশের সকল গ্রামে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের প্রস্তাব নেওয়া হয় তাকে জাতীয় গ্রামীণ জল সরবরাহ প্রকল্প বলে । বরাদ্দকৃত অর্থ : ২০০৯ সালের বাজেটে এই প্রকল্পে ৮০০০ কোটি বরাদ্দ করা হয় । এই প্রকল্পের অধীনে গ্রামের বিদ্যালয়গুলোতে শোধিত জল সবরাহের কথা বলা হয় । এই খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয় ।
7. জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ( NREGS ) কী ?
Ans: যে প্রকল্পে গ্রামীণ মানুষের জন্য নূন্যতম কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় তাকে জাতীয় গ্রামীণ কর্ম সংস্থান প্রকল্প বলে । প্রকল্পের বিভিন্ন দিক ঃ ( ক ) দৈনিক ১০০ টাকা মজুরীর প্রস্তাব দেওয়া হয় । ( খ ) বছরের ১০০ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হয় । ( গ ) এই প্রকল্পে সৃষ্ট সম্পদ ও সম্পত্তির উৎপাদন বৃদ্ধির কথা বলা হয় । ( ঘ ) গ্রামীণ কৃষি , রাস্তা , পুকুর , বনসম্পদ সৃষ্টি ও রক্ষণাবেক্ষণে জোর দেওয়া হয় ।
বরাদ্দকৃত অর্থ : বর্তমান বাজেটে এই প্রকল্পে ৩৯০০০ কোটি টাকা বরাদ্দ করা হয় । বর্তমানে এই প্রকল্পে প্রায় সাড়ে চার কোটি পরিবারের কর্মসংস্থানের সুযোগ ঘটে , বর্তমানে ১১৫ টি জেলাকে এই প্রকল্পের আওতায় এনে পাইলট জেলা হিসাবে ধরা হয় । ন্যাশানাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট ( ১০০ দিনের কাজের নিশ্চয়তা ) এর নতুন নাম মহাত্মা গান্ধি রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট ( MREGA ) ।
8. জাতীয় খাদ্য নিরাপত্তা আইন কী ?
Ans: যে প্রকল্প দেশের দারিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষদের খাদ্য নিরাপত্তার প্রস্তাব গৃহীত হয় তাকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন বলে । i ২৫ গৃহীত নীতি ঃ এই প্রকল্পে শহর ও গ্রামের দরিদ্র জনগণকে পরিবার পিছু মাসে ৩ টাকা কেজি দরে খাদ্যসংকটজনিত প্রকল্প গ্রহণ ২০০৯ সালে এই প্রকল্প গ্রহণ করা হয় । তবে সাম্প্রতিক ধরা ও কারণে এই প্রকল্প কতটা রূপায়িত হবে তা দেখার ।
9. গ্রামীণ স্বাস্থ্য মিশন ( NHRM ) কী ?
Ans: যে প্রকল্পে গ্রামীণ স্বাস্থ্য ও স্বাস্থ্য চর্চার কথা বলা হয় তাকে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন বলে । উদ্দেশ্য : ( ক ) গ্রামাঞ্চলের হাসপাতালগুলো থেকে আধুনিক চিকিৎসার পরিষেবা দেওয়া । ( খ ) অল্প খরচে স্বাস্থ্য পরিষেবার সুযোগ গ্রহণ । প্রথম প্রকল্প গ্রহণ ( গ ) ম্যালেরিয়া , কালাজ্বর , কুষ্ঠ প্রভৃতি রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় করা । ( ঘ ) প্রতিবন্ধীদের জন্য বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা । ২০০৫ সালে প্রথম এই প্রকল্প গৃহীত হয় ।
বরাদ্দকৃত অর্থ : ২০০৯ সালের বাজেটে ২১১১৩ কোটি টাকা বরাদ্দ করা হয় । প্রকল্প রূপায়ণ ঃ ( ক ) প্রকল্পকে সার্থক রূপায়ণের জন্য AIIMS এর ধাঁচে ৬ টি আধুনিক হাসপাতালের কথা ও ১৩ টি আধুনিক মেডিকেল কলেজ স্থাপনের কথা বলা হয়েছে । ( খ ) দরিদ্র জনগণের জন্য ” বায়োমেট্রিক স্মার্ট কার্ড ” দ্বারা সকল আধুনিক চিকিৎসার সুযোগের ব্যবস্থা করা হয় ।
10. জাতীয় গ্রামীণ কর্ম সংস্থান সুনিশ্চিতকরণ আইনের ( NREGS ) কী ?
Ans: বর্তমান নাম ও এই প্রকল্পের বর্তমানে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিতকরণ আইনের নতুন নাম মহাত্মা গান্ধী জাতীয় গ্রামী কর্মসংস্থান সুনিশ্চিতকরণ আইন ( MGNREGS ) ।
অগ্রগতি : i ) 2009-10 অর্থ বর্ষে এই খাতে 39,100 কোটি টাকা বরাদ্দ ছিল । 2010-11 বঙ্গে তা বেড়ে হয়েছে 40,100 কোটি টাকা ।
ii ) 4 কোটি 27 লক্ষ পরিবারকে কর্মসংস্থান দেওয়া হয় 2008-09 অর্থবর্ষে ।
iii ) 2008-09 অর্থবর্ষে 200 কোটি শ্রমদিবস সৃষ্টি হয়েছে , যার মধ্যে 50 % মহিলা , 30 % তপসিলি জাতি , 22 % তপসিলি উপজাতি ।
11. মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান সুনিশ্চিতকরণ আইনের ত্রুটি কী ?
Ans: i ) ভারতীয় কৃষি ব্যবস্থা এই প্রকল্পের জন্য চরম দুরাবস্থায় পড়েছে । ii ) শ্রমিকরা প্রাপ্য মজুরি পাচ্ছে না ।
iii ) মাষ্টার রোলে শ্রমিকের উপস্থিতি বেশী দেখানো হচ্ছে । iv ) আইনগত বেকারভাতা পাওয়ার ক্ষেত্রে প্রতারিত হচ্ছে জনগণ । v ) চিকিৎসা ব্যবস্থা নেই । vi ) বেশীরভাগ স্থানে দালালের অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছে । এদের মধ্যে ভুয়ো জবকার্ডের দ্বারা অবৈধ রোজগারের পথ বেছে নিয়েছে অনেক ব্যক্তি । vii ) এই Scheme- এ প্রতিবন্ধীরা কাজ পায় না । ( viii ) ১০০ দিনের কাজের লক্ষ্যমাত্রা থাকলেও ভারতবর্ষের 619 টি জেলার কোন জেলা – ই লক্ষ্ম মাত্রা পূর্ণ করতে পারে নি ।
12. জাতীয় খাদ্য সুরক্ষা মিশন ( National Food Security Mission ) কী ?
Ans: কেন্দ্রীয় সরকার 2007 সালে August মাসে National Food Security Mission প্রকল্প চালু করে । প্রকল্পটির উদ্দেশ্য গম , চাল ও দানাশস্যের উৎপাদন এবং তাদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে দেশে স্থিতিশীল একটি খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করেন । এই উদ্দেশ্যে একাদশ পরিকল্পনায় 4,882 কোটি টাকা করাদ্দ করা হয় । জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের উপাদান হল— i ) জাতীয় খাদ্য সুরক্ষা মিশন চাল ( NFSM Rice ) ii ) জাতীয় খাদ্য সুরক্ষা মিশন – গম ( NFSM – Wheat ) iii ) জাতীয় খাদ্য সুরক্ষা মিশন – ডালশস্য ( NFSM Pulsurs ) .
13. জাতীয় খাদ্য সুরক্ষা মিশনে আওতাভুক্ত রাজ্য কী ?
Ans: A ) চাল উৎপাদনের ক্ষেত্রে ভারতের 12 টি রাজ্যের 133 টি জেলা এর আওতায় পড়েছে । অন্ধ্রপ্রদেশ , আসাম , বিহার , ছত্রিশগড় , পশ্চিমবঙ্গ , উত্তরপ্রদেশ , তামিলনাড়ু ইত্যাদি রাজ্য এর আওতাভুক্ত ।
B ) গম উৎপাদনের ক্ষেত্রে এক্ষেত্রে 9 টি রাজ্যের 138 টি জেলা এই প্রকল্পের আওতাভুক্ত । এই রাজ্যগুলি হল – পাঞ্জাব , হরিয়ানা , উঃপ্রদেশ , বিহার , রাজস্থান , মধ্যপ্রদেশ , গুজরাট , মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ ।
C ) ডালশস্য উৎপাদনের ক্ষেত্রে ভারতের 14 টি রাজ্যের 168 টি জেলা এর আওতাভুক্ত । এই রাজ্যগুলি হল — অস্ত্রপ্রদেশ , বিহার , উড়িষ্যা , পাঞ্জাব ও পঃ বঙ্গ ।
14. 2010 সালে SAARC এর সম্মেলনে জলবায়ুর পরিবর্তন বিষয়ে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে ?
Ans: সার্ক সদস্যভুক্ত দেশের মোট জনসংখ্যা প্রায় 160 কোটি । তাই জলবায়ুর পরিবর্তনের বিষয়টি এই অঞ্চলের অধিবাসীদের প্রতিনিয়তই প্রভাবিত করে । এই সম্মেলনে – i ) সার্ক সদস্যভুক্ত দেশগুলির মধ্যে ‘ Inter Governmental Expert Group গড়ে তোলা হবে ।
ii ) সার্ক ‘ Coastal Zone Management Centre ‘ এর সাহায্যে সামুদ্রিক ঝড় ও সমুদ্র রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে ।
iii ) এই অঞ্চলে 2010-15 সালের মধ্যে 10 লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচী নেওয়া হয়েছে ।
iv ) জলবায়ু পরিবর্তনের মোকাবিলার জন্য দক্ষিণ এশিয় বিশ্ববিদ্যালয়ে একটি Institute গড়ে তোলা হবে ।
15. জাতীয় শিক্ষা মিশন ( National Mission on Education ) কী ?
Ans: শিক্ষা ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে এই মিশন হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার । এই মিশনের উদ্দেশ্যগুলি হল 1 ) উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলির মধ্যে সংযোগ সাধন ও গবেষকদের গবেষণায় সাহায্য করা । ii ) ভারতের মানসিক সম্পদের database তৈরী ও রক্ষণাবেক্ষণ করা । iii ) প্রতিভা চিহ্নিতকরণ ও মূল্যায়ন ঘটানো । iv ) উচ্চশিক্ষা পেতে চায় এমন গোষ্ঠীকে জ্ঞানের উন্নয়ন এবং পড়ুয়াদের ব্যক্তিগত সমস্যার সমাধান ।
16. জাতীয় জ্ঞান কমিশন ( National Knowledge Commission ) কী ?
Ans: জাতীয় জ্ঞান কমিশন হল প্রধানমন্ত্রীর উচ্চ শিক্ষা বিষয়ক একটি পরামর্শদাতা সংস্থা । 2005 সালের 13 ই জুন 3 বছরের মেয়াদে জ্ঞান কমিশন গঠিত হয় । এর উদ্দেশ্য ছিল— i ) ভারতে ‘ Knowledge based Society গড়ে তোলা । ii ) শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করা । iii ) দেশীয় গবেষণা ও উদ্ভাবনে সাহায্য করা । iv ) কৃষি ও শিল্পক্ষেত্রে জ্ঞানের সুনির্দিষ্ট প্রয়োগ ঘটানো । v ) আন্তর্জাতিক ক্ষেত্রে জ্ঞান বিনিময় ও পারস্পরিক সংযোগের যোগসূত্র বের করা । vi ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের সাহায্যে প্রশাসনের গুণমান বাড়ানো ।
17. শিক্ষার অধিকার আইনের প্রধান সংস্থাগুলি কী কী ?
Ans: 2010 সালের 1st April তারিখ থেকে সংবিধানের 21 নং ধারা অনুসারে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান করা হয় । এই আইনে বলা হয়েছে –
i ) 6-14 বছর পর্যন্ত বিনামূল্যে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয় । ii ) কোন শিশুকে ভর্তির ব্যাপারে ফিরিয়ে দেওয়া যাবে না ।
iii ) প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কোন শিশুকে বার করে দেওয়া যাবে না ।
iv ) বেসরকারী স্কুলে দুঃস্থ শিশুদের জন্য 25 % আসন সংরক্ষণ করতে হবে ।
v ) স্কুলে পর্যাপ্ত শিক্ষক , খেলার জায়গা সহ পরিকাঠামো থাকতে হবে ।
FILE INFO : দারিদ্র্য দূরীকরণে ভারতের বিভিন্ন নীতি – Programme Of To Protected Rural & Urban Proverty In India | ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Regional Geography of India – Geography)
File Details:
PDF Name : দারিদ্র্য দূরীকরণে ভারতের বিভিন্ন নীতি – Programme Of To Protected Rural & Urban Proverty In India | ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল প্রশ্নোত্তর (Regional Geography of India – Geography)
Price : FREE
Download Link : Click Here To Download
INFO : Geography – Regional Geography of India – Question and Answer | ভূগোল – ভারতের আঞ্চলিক ভূগোল – দারিদ্র্য দূরীকরণে ভারতের বিভিন্ন নীতি (Programme Of To Protected Rural & Urban Proverty In India) প্রশ্নোত্তর
” ভূগোল (Geography) – ভারতের আঞ্চলিক ভূগোল (Regional Geography of India) – দারিদ্র্য দূরীকরণে ভারতের বিভিন্ন নীতি – Programme Of To Protected Rural & Urban Proverty In India “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, Madhyamik, Class 11, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস ভূগোল (Geography) ভারতের আঞ্চলিক ভূগোল (Regional Geography of India) – দারিদ্র্য দূরীকরণে ভারতের বিভিন্ন নীতি – Programme Of To Protected Rural & Urban Proverty In India / দারিদ্র্য দূরীকরণে ভারতের বিভিন্ন নীতি সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / দারিদ্র্য দূরীকরণে ভারতের বিভিন্ন নীতি (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Programme Of To Protected Rural & Urban Proverty In India (Regional Geography of India – Geography) SAQ / Short Question and Answer / দারিদ্র্য দূরীকরণে ভারতের বিভিন্ন নীতি (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Programme Of To Protected Rural & Urban Proverty In India (Regional Geography of India – Geography) Quiz / দারিদ্র্য দূরীকরণে ভারতের বিভিন্ন নীতি (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Programme Of To Protected Rural & Urban Proverty In India (Regional Geography of India – Geography) QNA / দারিদ্র্য দূরীকরণে ভারতের বিভিন্ন নীতি (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Programme Of To Protected Rural & Urban Proverty In India (Regional Geography of India – Geography) Question and Answer FREE PDF Download ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।
দারিদ্র্য দূরীকরণে ভারতের বিভিন্ন নীতি (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Programme Of To Protected Rural & Urban Proverty In India (Regional Geography of India – Geography) Question and Answer in Bengali
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।
দারিদ্র্য দূরীকরণে ভারতের বিভিন্ন নীতি (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Programme Of To Protected Rural & Urban Proverty In India (Regional Geography of India – Geography)
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” দারিদ্র্য দূরীকরণে ভারতের বিভিন্ন নীতি (ভারতের আঞ্চলিক ভূগোল – ভূগোল) প্রশ্ন ও উত্তর | Programme Of To Protected Rural & Urban Proverty In India (Regional Geography of India – Geography) ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।