জলবায়ুবিদ্যা – ভূগোল – প্রশ্ন ও উত্তর | Geography – Climatology – Question and Answer in Bengali
জলবায়ুবিদ্যা – Climatology (ভূগোল – Geography) বিষয়ের অধ্যায়ঃ গ্রীনহাউস প্রভাব (GREEN HOUSE EFFECT) থেকে প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল। এই প্রশ্নোত্তর গুলি স্কুল, কলেজ ও বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা জলবায়ুবিদ্যা – Climatology (ভূগোল – Geography) বিষয়ের অধ্যায়ঃ গ্রীনহাউস প্রভাব (GREEN HOUSE EFFECT) প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছো, তারা নিচে দেওয়া প্রশ্নপত্র ভালো করে পড়তে পারো।
অধ্যায়ঃ গ্রীনহাউস প্রভাব (GREEN HOUSE EFFECT) | জলবায়ুবিদ্যা – ভূগোল প্রশ্নোত্তর | Climatology – Geography
1. গ্রীনহাউস প্রভাব ( GREEN HOUSE EFFECT ) ।
উত্তরঃ গ্রীনহাউস ’ একটি রূপক অর্থে ব্যবহূত হয় । গ্রীনহাউস এফেক্ট হল পৃথিবীর পৃষ্ঠ ও বিশ্ব বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার এক জটিল প্রক্রিয়া । পৃথিবী থেকে নিঃসারিত দীর্ঘতরঙ্গের বিকিরণকে বায়ুমণ্ডলের কার্বন ডাই – অক্সাইড , ওজোন , CFC , জলীয় বাষ্প ও মিথেন গ্যাস শােষণ করে বায়ুমণ্ডলের উত্তাপ বৃদ্ধি করে দীর্ঘ তরঙ্গের বিকিরণকে বায়ুমণ্ডল দ্বারা এভাবে ধরে রাখার কৌশল অনেকটা শীতল অঞ্চলের কাচঘরে ( Green House ) উত্তাপ ধরে রাখার কৌশলের মতাে , তাই এই প্রক্রিয়াকে ‘ গ্রীনহাউস প্রভাব বলে জীনহাউস এফেক্টের জন্যই পৃথিবীর বার্ষিক গড় তাপমাত্রা 15°C ও গ্রীনহাউস প্রভাব না থাকলে তাপমা কমে হপ্ত – 50C ।
2. গ্রীনহাউস গ্যাসগুলির নাম ।
উত্তরঃ গরত্ব ক্রমানুসারে গ্রীন হাউস গ্যাসগুলির নাম দেওয়া হল –
প্রতি অণু গ্রীনহাউস গ্যাসের নাম | কার্বন – ডাই – অক্সাইড এর সাপেক্ষে উয়করণ
- সমস্যা কার্বন – ডাই – অক্সাইড ( Co ) | –
- জলীয় বাষ্প ( H , O ) | 5 গুণ কম
- মিথেন ( CH ) | 23 গুণ বেশি
- নাইট্রাস অক্সাইড ( N , O ) | 270 গুণ বেশি ।
- ক্লোরােফ্লুরােকার্বন ( CFC ) | 10 , 000 গুণ বেশি।
- ওজোন ( O ) | 10 গুণ বেশি ।
GHG উৎপাদক দেশসমূহ CSE * এর পরিসংখ্যান
দেশ – বাৎসরিক CHG পরিমাণ । ( মিলিয়ন টন হিসাবে ) ।
- USA – 1 , 532
- ব্রাজিল – 1 , 017
- USSR – 730
- জার্মানী – 150
- জাপান – 140
- ব্রিটেন – 132
- CSE – কাউন্সিল অব সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট
3. গ্রীনহাউস পদার্থকণাগুলির নাম ।
উত্তরঃ গ্রীনহাউস পদার্থকণাগুলি হল — মেঘকণিকা , ঝুল , ধুলাে , লবণকণা ও অন্যান্য অ্যারােসােল ।
মেমরী প্লাস : 1750 সালে বায়ুমণ্ডলে কার্বন – ডাই – অক্সাইডের ঘনত্ব ছিল 10 লক্ষ ভাগের 273 ) ভাগ । 1810 – এ তা বেড়ে হয় 280 ; 1845 – এ 285 ; 1880 – তে 278 । এরপর বৃদ্ধির হার বাড়তে থাকে 1905 – এ 296 ; 1915 – এ 300 ; 1925 – এ 303 ; 1950 – এ 305 ; 1970 – এ 315 , 1975 – এ 320 , 2000 সালে 358 । সুতরাং এটা দিনের আলাের মতাে পরিষ্কার যে , বিগত কয়েক বছরে মনুষ্যকৃত কাজকর্মের জন্য বায়ুমণ্ডলে কার্বন – ডাই – অক্সাইড গ্যাসের পরিমাণ বেড়েছে ।
4. গ্রীনহাউস এফেক্টের ফলাফল অথবা , গ্রীনহাউস এফেক্টের বিশ্বব্যাপী পরিবর্তন ।
উত্তরঃ গ্রীনহাউস গ্যাস বৃদ্ধির একমাত্র প্রধান ফল — বিশ্ব উত্মীকরণ । এই উয়তা বৃদ্ধির ফলাফল নিম্নরূপ – A ) জলবায়ুর পরিবর্তন : বায়ুমণ্ডলীয় উন্নতা বাড়ার সাথে সাথে জলবায়ুর পরিবর্তন অবশ্যম্ভাবী । উত্তর গােলার্ধে অতিবৃষ্টি জনিত বন্যা , দক্ষিণ গােলার্ধে অনাবৃষ্টি জনিত খরার সম্ভাবনা , সারা বিশ্বজুড়ে বজ্রঝড় , ঘূর্ণিবাত্যা , জলােচ্ছ্বাস , টর্নেডাে ইত্যাদি বায়ুমণ্ডলীয় গােলযােগের তীব্রতা বাড়বে ( বর্তমানে যা বারে বারে প্রমাণিত ) । B ) দ্বীপ ও ব – দ্বীপ অঞ্চলের দুর্দশা : বিগত 100 বছরে সমুদ্রপৃষ্ঠ 10 – 15 সেমি বৃদ্ধি পেয়েছে । ফলে মালদ্বীপ , মার্শাল , কিরিবাতি , সলােমন , সুন্দরবন ইত্যাদি দ্বীপগুলি সমুদ্র গ্রাস করবে । ফলে উদ্বাস্তু হবে 20 কোটি মানুষ । তারা বাস্তুতান্ত্রিক বাস্তুহারা ( Ecological Refugee ) হয়ে বিশ্বে জটিল সামাজিক সমস্যা তৈরী করবে । । C ) দাবানল : দাবানল বারে বারে বনভূমি গ্রাস করবে ( যেমন 2007 – এ গ্রীস , ক্যালিফোর্নিয়া ও অস্ট্রেলিয়া দাবানল ) । D ) উদ্ভিদ বিনাশ : সরলবর্গীয় , ম্যানগ্রোভ বৃক্ষ চিরতরে পৃথিবী থেকে বিলুপ্ত হবে । E ) খাদ্যসঙ্কট : বিশ্বব্যাপী ফসল উৎপাদন 10 – 70 শতাংশ কমবে ; যার ফলে খাদ্যসঙ্কট দেখা । দেবে ( যা বর্তমানেই দেখা দিয়েছে ) । F ) অন্যান্য : রােগের প্রকোপ বৃদ্ধি , জলজ বাস্তুতন্ত্র বিঘ্ন , ভৌমজলের ঘাটতি দেখা দেবে।
মেমরী প্লাস : বিশ্ব বলতে সমগ্ৰ ব্ৰত্মাণ্ডকেই বােঝায় ; তাই কথাটি বিশ্ব – উয়ায়ন না বলে ভ – পষ্ঠ না । বসুন্ধরা উয়ায়ন বলাটাই অধিক শ্রেয় । * বিশ্বের সবচেয়ে ধনী দেশ আমেরিকা সবচেয়ে বেশি গ্রীন হাউস গ্যাস নির্গমন করে । একজন মার্কিন নাগরিক ( যার বাৎসরিক গ্রীন হাউস নির্গমনের পরিমাণ ১৯ জন । ভারতীয়ের সমান ) তার বর্তমান জীবনচর্চায় মােট গ্রীন হাউস গ্যাসের 32 % নির্গমনের জন্য দায়ী । * কিয়াটো পােটোকল : গ্রীন হাউস গ্যাস নির্গমন সীমাবদ্ধ রাখতে 176টি দেশের । ( USA স্বাক্ষর করেনি ) একটি সমঝােতা চুক্তি । 1997 সালে স্বাক্ষরিত এই চুক্তিতে | দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে — এই অজুহাতে আমেরিকা এই চুক্তি স্বাক্ষর করেনি । তবে সম্প্রতি বালি সম্মেলনে ( ইন্দোনেশিয়া ) আমেরিকা কিছুটা নরম হয়েছে । সম্প্রতি আমেরিকার রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে এর উন্নতি হবে আশা করা যায় ।
INFO : Geography – Climatology – Question and Answer | ভূগোল – জলবায়ুবিদ্যা – অধ্যায়ঃ গ্রীনহাউস প্রভাব (GREEN HOUSE EFFECT) – প্রশ্নোত্তর
” ভূগোল (Geography) – জলবায়ুবিদ্যা (Climatology) – অধ্যায়ঃ গ্রীনহাউস প্রভাব (GREEN HOUSE EFFECT) “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক বিভিন্ন শ্রেনীর পরীক্ষা (Class 5, 6, 7, 8, 9, Madhyamik, Higher Secondary – HS, College & University Exam) এবং বিভিন্ন চাকরির (WBCS, WBSSC) পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে BhugolShiksha.com এর পক্ষ থেকে ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নো ও উত্তর উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারে লাগলে, আমাদের প্রয়াস ভূগোল (Geography) জলবায়ুবিদ্যা (Climatology) – অধ্যায়ঃ গ্রীনহাউস প্রভাব (GREEN HOUSE EFFECT) / সংক্ষিপ্ত ছোট প্রশ্ন ও উত্তর / SAQ / Short Question and Answer / QNA / FREE PDF Download ) পরীক্ষা প্রস্তুতিমূলক প্রশ্নোত্তর সফল হবে।
Source : Bhugolika
স্কুল, কলেজ ও বিভিন্ন ছাত্রছাত্রীদের পড়াশোনার ডিজিটাল মাধ্যম BhugolShiksha.com । এর প্রধান উদ্দেশ্য পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয় এবং গ্রাজুয়েশনের শুধুমাত্র ভূগোল বিষয়কে সহজ বাংলা ভাষায় আলোচনার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে সহজ করে তোলা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই আমাদের ভূগোল শিক্ষা – Bhugol Shiksha – BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকুন। ভূগোল বিষয়ে যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইটটি ফলাে করুন এবং নিজেকে ভৌগোলিক তথ্য সমৃদ্ধ করে তুলুন , ধন্যবাদ।
নিচের বাটনে ক্লিক করে শেয়ার করেন বন্ধুদের মাঝে